শীর্ষ ৬ গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় রিয়েলমি

কাউন্টার পয়েন্ট রিসার্চের সর্বশেষ মার্কেট রিপোর্ট অনুসারে, বৈশ্বিকভাবে সেরা ৬ স্মার্টফোন বিক্রেতার তালিকায় জায়গা করে নিয়েছে রিয়েলমি। কোম্পানিটি এ বছরের দ্বিতীয় প্রান্তিকে দেড় কোটি রপ্তানি ও ১৩৫.১ শতাংশ বছর প্রতি প্রবৃদ্ধি নিয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছে।

এ বিষয়ে রিয়েলমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্কাইলি তার চিঠিতে উল্লেখ করেন, শাবক হিসাবে যাত্রা শুরু করে গত ৩ বছরে আমরা ধীরে ধীরে এখন সত্যিকারের বাঘে পরিণত হয়েছি। তিনি বলেন, গড়ে ২৯ বছরের কম বয়সের তরুণদের নিয়ে গড়ে ওঠা এ টিম অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে, তবুও তরুণ ট্রেন্ড সেটারদের কাছে পছন্দসই মানসম্মত পণ্য পৌঁছে দিতে এ টিম অবিচল ও দৃঢ় প্রতিজ্ঞভাবে কাজ করে গেছে। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ , ১৫ আশ্বিন ১৪২৮ ২১ সফর ১৪৪৩

শীর্ষ ৬ গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় রিয়েলমি

image

কাউন্টার পয়েন্ট রিসার্চের সর্বশেষ মার্কেট রিপোর্ট অনুসারে, বৈশ্বিকভাবে সেরা ৬ স্মার্টফোন বিক্রেতার তালিকায় জায়গা করে নিয়েছে রিয়েলমি। কোম্পানিটি এ বছরের দ্বিতীয় প্রান্তিকে দেড় কোটি রপ্তানি ও ১৩৫.১ শতাংশ বছর প্রতি প্রবৃদ্ধি নিয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছে।

এ বিষয়ে রিয়েলমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্কাইলি তার চিঠিতে উল্লেখ করেন, শাবক হিসাবে যাত্রা শুরু করে গত ৩ বছরে আমরা ধীরে ধীরে এখন সত্যিকারের বাঘে পরিণত হয়েছি। তিনি বলেন, গড়ে ২৯ বছরের কম বয়সের তরুণদের নিয়ে গড়ে ওঠা এ টিম অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে, তবুও তরুণ ট্রেন্ড সেটারদের কাছে পছন্দসই মানসম্মত পণ্য পৌঁছে দিতে এ টিম অবিচল ও দৃঢ় প্রতিজ্ঞভাবে কাজ করে গেছে। সংবাদ বিজ্ঞপ্তি।