জামালরা খেলবেন নতুন জার্সিতে

সাফে নতুন মিশন জামাল ভূঁইয়াদের। নতুন জার্সিতে খেলবেন তারা। মালদ্বীপে নতুন ডিজাইনের জার্সিতে দেখা যাবে বাংলাদেশ দলকে। নারায়ণগঞ্জের সুব্রত দাশের ডিজাইন করা সবুজ জার্সিটি নির্বাচিত হয়েছে হোম ম্যাচের জন্য। অন্যদিকে সিলেটের স্বপন আহমেদের ডিজাইন করা লাল জার্সি অ্যাওয়ে ম্যাচের জন্য বাছাই করা হয়েছে। মালেতে ১-১৬ অক্টোবর চলবে সাফ চ্যাম্পিয়নশিপের খেলা। পাকিস্তান ও ভুটান বাদে দক্ষিণ এশিয়ার বাকি পাঁচটি দেশ খেলবে এবারের আসের। লীগ পদ্ধতির খেলায় সব দলই সবার বিপক্ষে মোকাবিলা করবে। এ দিকে মঙ্গলবার রাতে মালদ্বীপে পৌঁছে কোভিড-১৯ পরীক্ষা দিতে হয়েছে জামালদের। বুধবার সকালে সবার নেগেটিভ এসেছে। ফলে বিকেলে হেনভেইরু ট্রেনিং পিচে শিষ্যদের নিয়ে অনুশীলন করান স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ , ১৫ আশ্বিন ১৪২৮ ২১ সফর ১৪৪৩

জামালরা খেলবেন নতুন জার্সিতে

ক্রীড়া বার্তা পরিবেশক

image

সাফে নতুন মিশন জামাল ভূঁইয়াদের। নতুন জার্সিতে খেলবেন তারা। মালদ্বীপে নতুন ডিজাইনের জার্সিতে দেখা যাবে বাংলাদেশ দলকে। নারায়ণগঞ্জের সুব্রত দাশের ডিজাইন করা সবুজ জার্সিটি নির্বাচিত হয়েছে হোম ম্যাচের জন্য। অন্যদিকে সিলেটের স্বপন আহমেদের ডিজাইন করা লাল জার্সি অ্যাওয়ে ম্যাচের জন্য বাছাই করা হয়েছে। মালেতে ১-১৬ অক্টোবর চলবে সাফ চ্যাম্পিয়নশিপের খেলা। পাকিস্তান ও ভুটান বাদে দক্ষিণ এশিয়ার বাকি পাঁচটি দেশ খেলবে এবারের আসের। লীগ পদ্ধতির খেলায় সব দলই সবার বিপক্ষে মোকাবিলা করবে। এ দিকে মঙ্গলবার রাতে মালদ্বীপে পৌঁছে কোভিড-১৯ পরীক্ষা দিতে হয়েছে জামালদের। বুধবার সকালে সবার নেগেটিভ এসেছে। ফলে বিকেলে হেনভেইরু ট্রেনিং পিচে শিষ্যদের নিয়ে অনুশীলন করান স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।