টাকার সঙ্গে শেয়ার দেবে অ্যাপেক্স ফুটওয়্যার

পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে ১০০টি শেয়ারের বিপরীতে নগদ ৩৫০ টাকা ও পাঁচটি সাধারণ শেয়ার পাবেন। কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল ডিএসই থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদেও নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

শুক্রবার, ০১ অক্টোবর ২০২১ , ১৬ আশ্বিন ১৪২৮ ২২ সফর ১৪৪৩

টাকার সঙ্গে শেয়ার দেবে অ্যাপেক্স ফুটওয়্যার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে ১০০টি শেয়ারের বিপরীতে নগদ ৩৫০ টাকা ও পাঁচটি সাধারণ শেয়ার পাবেন। কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল ডিএসই থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদেও নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।