ঢাবির ভর্তি পরীক্ষা শুরু

বিজ্ঞান অনুষদের (‘ক’ ইউনিট) পরীক্ষা দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। আজ সকাল ১১টা থেকে প্রথমবারের মতো আটটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এবারের ভর্তি পরীক্ষা। এবার ঢাবিতে মোট ৭ হাজার ১৪৮টি আসন রয়েছে। এর বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৫ জন শিক্ষার্থী।

বৃদ্ধি পেয়েছে বিভাগ ও

আসন সংখ্যা

ঢাবির ২০২০-২১ শিক্ষাবর্ষে ৩০টি আসন বাড়ানো হয়েছে। এবার পাঁচ ইউনিটে আসন সংখ্যা ৭ হাজার ১৪৮ যা ২০১৯-২০ শিক্ষাবর্ষ ছিল ৭ হাজার ১১৮। বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিট ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে আসনগুলো বাড়ানো হয়েছে। প্রথমবারের মতো আবহাওয়া বিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষে ২০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এ কারণে এখানে ২০টি আসন বেড়েছে। অপরদিকে, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত আধুনিক ভাষা ইনস্টিউটের ফ্রেঞ্চ ও জাপানিজ ভাষায় পাঁচটি করে সর্বমোট ১০টি আসন বাড়ানো হয়েছে।

ভর্তি পরীক্ষার মানবণ্টন

‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়া হবে। শুধুমাত্র ‘চ’ ইউনিট অর্থাৎ চারুকলায় ভর্তি হতে ৪০ নম্বরের সাধারণ জ্ঞান ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেয়া হবে। ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার সময় ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার সময়ও ৪৫ মিনিট। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষা ৩০ মিনিট ও অঙ্কন পরীক্ষার সময় ৬০ মিনিট থাকবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার সাধারণ সময় সকাল ১০টা হলেও এবার সকাল ১১টায় পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষার সময় দেড় ঘণ্টা।

পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনা

ঢাবির সব ইউনিটের ভর্তিচ্ছু প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস সংবলিত ঘড়ি ও কলম ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। ওয়েবসাইটে প্রদত্ত ভর্তি-নির্দেশিকায় উল্লেখ নেই ভর্তিসংক্রান্ত এমন কোন তথ্য জানতে হলে সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিভাগে সমন্বয় করবেন যারা

‘ক’ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা, ‘খ’ ইউটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, ‘গ’ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আবদুল মঈন, ‘ঘ’ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। এ ছাড়া কেন্দ্রীয়ভাবে নিরাপত্তার বিষয়টি সমন্বয় করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী।

জালিয়াতি রোধে জিরো টলারেন্স ঘোষণা

পরীক্ষায় প্রশ্ন ফাঁস, নিরাপত্তা ও ভর্তি জালিয়াতি রোধে জিরো টলারেন্সের কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, এই প্রথম ঢাকার বাইরে আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সবার জন্য এটি একটি চ্যালেঞ্জ ও নতুন অভিজ্ঞতা। পরীক্ষাকে কেন্দ্র করে যেকোন ধরনের অনিয়ম, জালিয়াতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি থাকবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। ইতোমধ্যে আমাদের সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। আশা করছি কোন ধরনের অনিয়ম হবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর এ ধরনের পরীক্ষা নেয়ার অভিজ্ঞতা আছে। যেহেতু ঢাকার বাইরেও পরীক্ষা হবে, সে জন্য আমরা বাড়তি মনিটরিং ব্যবস্থাও রেখেছি। পরীক্ষা কেন্দ্রীয়ভাবে ঢাবি থেকে নিয়ন্ত্রণ হবে। প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ থাকবে। এছাড়া সরকারের গোয়েন্দা সংস্থা যারা পরীক্ষা নিয়ে কাজ করে তাদের একটা সতর্ক দৃষ্টিও আছে। সবমিলিয়ে আমরা আশা করছি, কোন ধরনের ত্রুটি-বিচ্যুতি ছাড়াই ভালোভাবে পরীক্ষা নিতে পারব।

শুক্রবার, ০১ অক্টোবর ২০২১ , ১৬ আশ্বিন ১৪২৮ ২২ সফর ১৪৪৩

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু

প্রতিনিধি, ঢাবি

বিজ্ঞান অনুষদের (‘ক’ ইউনিট) পরীক্ষা দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। আজ সকাল ১১টা থেকে প্রথমবারের মতো আটটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এবারের ভর্তি পরীক্ষা। এবার ঢাবিতে মোট ৭ হাজার ১৪৮টি আসন রয়েছে। এর বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৫ জন শিক্ষার্থী।

বৃদ্ধি পেয়েছে বিভাগ ও

আসন সংখ্যা

ঢাবির ২০২০-২১ শিক্ষাবর্ষে ৩০টি আসন বাড়ানো হয়েছে। এবার পাঁচ ইউনিটে আসন সংখ্যা ৭ হাজার ১৪৮ যা ২০১৯-২০ শিক্ষাবর্ষ ছিল ৭ হাজার ১১৮। বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিট ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে আসনগুলো বাড়ানো হয়েছে। প্রথমবারের মতো আবহাওয়া বিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষে ২০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এ কারণে এখানে ২০টি আসন বেড়েছে। অপরদিকে, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত আধুনিক ভাষা ইনস্টিউটের ফ্রেঞ্চ ও জাপানিজ ভাষায় পাঁচটি করে সর্বমোট ১০টি আসন বাড়ানো হয়েছে।

ভর্তি পরীক্ষার মানবণ্টন

‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়া হবে। শুধুমাত্র ‘চ’ ইউনিট অর্থাৎ চারুকলায় ভর্তি হতে ৪০ নম্বরের সাধারণ জ্ঞান ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেয়া হবে। ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার সময় ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার সময়ও ৪৫ মিনিট। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষা ৩০ মিনিট ও অঙ্কন পরীক্ষার সময় ৬০ মিনিট থাকবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার সাধারণ সময় সকাল ১০টা হলেও এবার সকাল ১১টায় পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষার সময় দেড় ঘণ্টা।

পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনা

ঢাবির সব ইউনিটের ভর্তিচ্ছু প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস সংবলিত ঘড়ি ও কলম ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। ওয়েবসাইটে প্রদত্ত ভর্তি-নির্দেশিকায় উল্লেখ নেই ভর্তিসংক্রান্ত এমন কোন তথ্য জানতে হলে সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিভাগে সমন্বয় করবেন যারা

‘ক’ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা, ‘খ’ ইউটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, ‘গ’ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আবদুল মঈন, ‘ঘ’ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। এ ছাড়া কেন্দ্রীয়ভাবে নিরাপত্তার বিষয়টি সমন্বয় করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী।

জালিয়াতি রোধে জিরো টলারেন্স ঘোষণা

পরীক্ষায় প্রশ্ন ফাঁস, নিরাপত্তা ও ভর্তি জালিয়াতি রোধে জিরো টলারেন্সের কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, এই প্রথম ঢাকার বাইরে আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সবার জন্য এটি একটি চ্যালেঞ্জ ও নতুন অভিজ্ঞতা। পরীক্ষাকে কেন্দ্র করে যেকোন ধরনের অনিয়ম, জালিয়াতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি থাকবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। ইতোমধ্যে আমাদের সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। আশা করছি কোন ধরনের অনিয়ম হবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর এ ধরনের পরীক্ষা নেয়ার অভিজ্ঞতা আছে। যেহেতু ঢাকার বাইরেও পরীক্ষা হবে, সে জন্য আমরা বাড়তি মনিটরিং ব্যবস্থাও রেখেছি। পরীক্ষা কেন্দ্রীয়ভাবে ঢাবি থেকে নিয়ন্ত্রণ হবে। প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ থাকবে। এছাড়া সরকারের গোয়েন্দা সংস্থা যারা পরীক্ষা নিয়ে কাজ করে তাদের একটা সতর্ক দৃষ্টিও আছে। সবমিলিয়ে আমরা আশা করছি, কোন ধরনের ত্রুটি-বিচ্যুতি ছাড়াই ভালোভাবে পরীক্ষা নিতে পারব।