মামলার প্রধান আসামি পলাশ ৩ দিনের রিমান্ডে

তদন্তে পিবিআই

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার এএসআই পেয়ারুল ইসলাম হত্যা মামলার আসামি পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রংপুর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আমলি আদালতের বিচারক আল মেহমুদ এ রিমান্ড মঞ্জুর করেছেন।

পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন জানান, পুলিশ কর্মকর্তা এএস আই পেয়ারুল ইসলাম জীবন বাজি রেখে মাদক ব্যবসায়ী পলাশকে গত ২৪ সেপ্টেম্বর রাতে ইয়াবাসহ আটক করার সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অকুতোভয় পুলিশ কর্মকর্তা শেষ পর্যন্ত তাকে জাপটে ধরে ছিল। পরে এলাকাবাসী ও অন্য পুলিশ সদস্যরা মাদক ব্যবসায়ী পলাশকে আটক করে। এ ঘটনায় গুরুতর আহত পুলিশ কর্মকর্তা এএসআই পেয়ারুল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন দুপুরে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় হারাগাছ থানায় একটি হত্যা ও একটি মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়। পুলিশের আইজি মহোদয়ের নির্দেশে মামলাটির তদন্তের ভার পিবিআই রংপুরকে অর্পণ করা হয়। তিনি আরও জানান, আমরা আসামি পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলাম।

বিজ্ঞ বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা আসামিকে জিজজ্ঞসাবাদ করে ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তাদেরকে চিহ্নিত করে নিরপেক্ষ তদন্ত করে মামলাটি বিচারের জন্য আদালতে সোপর্দ করব।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামি পলাশকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয়। পরে দুপুর সাড়ে বারটার দিকে তাকে আদালতে নেয়া হয়। আসামি পক্ষে কোন আইনজীবী নিয়োগ করা হয়নি। তবে কোর্ট পরিদর্শক নাজমুল কাদের আদালতে রিমান্ড শুনানিতে বলেন, মাদক ব্যবসায়ী পলাশ পরিকল্পিতভাবে এএসআই পেয়ারুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে।

তার কাছ থেকে ১শ ৫২ পিস ইয়াবা উদ্ধার করার পর সে পালিয়ে যাবার চেষ্টা করেছিল। কিন্তু নিহত পুলিশ কর্মকর্তা জীবনবাজি রেখে তাকে জাপটে ধরে ছিল এ সময় উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে ক্ষত-বিক্ষত করলেও তার হাত থেকে পালাতে পারেনি ঘাতক পলাশ। এ মামলায় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান তিনি। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার, ০১ অক্টোবর ২০২১ , ১৬ আশ্বিন ১৪২৮ ২২ সফর ১৪৪৩

পুলিশ কর্মকর্তা পেয়ারুল হত্যা

মামলার প্রধান আসামি পলাশ ৩ দিনের রিমান্ডে

তদন্তে পিবিআই

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার এএসআই পেয়ারুল ইসলাম হত্যা মামলার আসামি পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রংপুর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আমলি আদালতের বিচারক আল মেহমুদ এ রিমান্ড মঞ্জুর করেছেন।

পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন জানান, পুলিশ কর্মকর্তা এএস আই পেয়ারুল ইসলাম জীবন বাজি রেখে মাদক ব্যবসায়ী পলাশকে গত ২৪ সেপ্টেম্বর রাতে ইয়াবাসহ আটক করার সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অকুতোভয় পুলিশ কর্মকর্তা শেষ পর্যন্ত তাকে জাপটে ধরে ছিল। পরে এলাকাবাসী ও অন্য পুলিশ সদস্যরা মাদক ব্যবসায়ী পলাশকে আটক করে। এ ঘটনায় গুরুতর আহত পুলিশ কর্মকর্তা এএসআই পেয়ারুল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন দুপুরে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় হারাগাছ থানায় একটি হত্যা ও একটি মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়। পুলিশের আইজি মহোদয়ের নির্দেশে মামলাটির তদন্তের ভার পিবিআই রংপুরকে অর্পণ করা হয়। তিনি আরও জানান, আমরা আসামি পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলাম।

বিজ্ঞ বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা আসামিকে জিজজ্ঞসাবাদ করে ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তাদেরকে চিহ্নিত করে নিরপেক্ষ তদন্ত করে মামলাটি বিচারের জন্য আদালতে সোপর্দ করব।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামি পলাশকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয়। পরে দুপুর সাড়ে বারটার দিকে তাকে আদালতে নেয়া হয়। আসামি পক্ষে কোন আইনজীবী নিয়োগ করা হয়নি। তবে কোর্ট পরিদর্শক নাজমুল কাদের আদালতে রিমান্ড শুনানিতে বলেন, মাদক ব্যবসায়ী পলাশ পরিকল্পিতভাবে এএসআই পেয়ারুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে।

তার কাছ থেকে ১শ ৫২ পিস ইয়াবা উদ্ধার করার পর সে পালিয়ে যাবার চেষ্টা করেছিল। কিন্তু নিহত পুলিশ কর্মকর্তা জীবনবাজি রেখে তাকে জাপটে ধরে ছিল এ সময় উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে ক্ষত-বিক্ষত করলেও তার হাত থেকে পালাতে পারেনি ঘাতক পলাশ। এ মামলায় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান তিনি। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।