চরকিতে চঞ্চল অভিনীত ‘মুন্সিগিরি’

অমিতাভ রেজা চৌধুরী নির্মিত ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’ গত ৩০ সেপ্টেম্বর দেশের নতুন প্ল্যাটফরম চরকিতে মুক্তি পেয়েছে। শিবব্রত বর্মণের ‘মৃতেরাও কথা বলে’ উপন্যাস অবলম্বনে পুলিশি তদন্ত প্রক্রিয়ার রোমাঞ্চকর সব অভিজ্ঞতা নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। যেখানে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে গোয়েন্দা কর্মকর্তা মাসুদ মুন্সির চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন পূর্ণিমা, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, আহসান হাবিব নাসিম আর মুন্সির স্ত্রীর চরিত্রে শবনম ফারিন। ছবিটি প্রযোজনা করেছেন মাহজাবিন রেজা চৌধুরী। এই ওয়েব ফিল্মটি নিয়ে বেশ আশাবাদী চঞ্চল। তিনি বলেন, ‘অমিতাভ রেজা ভাইয়ের সঙ্গে এরআগে একটা দারুণ কাজের অভিজ্ঞতা ছিল। এবারের কাজটিও বেশ ভালো হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ এদিকে, চঞ্চল চৌধুরী বর্তমানে ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম হইচইয়ের ব্যানারে ‘বলি’ নামে একটি ওয়েব সিরিজের কাজ করেছেন।

শনিবার, ০২ অক্টোবর ২০২১ , ১৭ আশ্বিন ১৪২৮ ২৩ সফর ১৪৪৩

চরকিতে চঞ্চল অভিনীত ‘মুন্সিগিরি’

বিনোদন প্রতিবেদক

image

অমিতাভ রেজা চৌধুরী নির্মিত ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’ গত ৩০ সেপ্টেম্বর দেশের নতুন প্ল্যাটফরম চরকিতে মুক্তি পেয়েছে। শিবব্রত বর্মণের ‘মৃতেরাও কথা বলে’ উপন্যাস অবলম্বনে পুলিশি তদন্ত প্রক্রিয়ার রোমাঞ্চকর সব অভিজ্ঞতা নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। যেখানে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে গোয়েন্দা কর্মকর্তা মাসুদ মুন্সির চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন পূর্ণিমা, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, আহসান হাবিব নাসিম আর মুন্সির স্ত্রীর চরিত্রে শবনম ফারিন। ছবিটি প্রযোজনা করেছেন মাহজাবিন রেজা চৌধুরী। এই ওয়েব ফিল্মটি নিয়ে বেশ আশাবাদী চঞ্চল। তিনি বলেন, ‘অমিতাভ রেজা ভাইয়ের সঙ্গে এরআগে একটা দারুণ কাজের অভিজ্ঞতা ছিল। এবারের কাজটিও বেশ ভালো হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ এদিকে, চঞ্চল চৌধুরী বর্তমানে ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম হইচইয়ের ব্যানারে ‘বলি’ নামে একটি ওয়েব সিরিজের কাজ করেছেন।