নাটকে ট্রান্সজেন্ডার নারী নুসরাত মৌ

নাটকে অভিনয় করলেন ট্রান্সজেন্ডার নারী নুসরাত মৌ। তার বিপরীতে দেখা যাবে এম এ সালাম সুমনকে। এ বাবুল পরিচালিত ‘ডেলিভারি ম্যান’ নাটকে দেখা যাবে তাকে। এটি রচনা করেছেন বরজাহান হোসেন। এরই মধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

মৌ বলেন, “আমরা সমাজের অবহেলিত একটা গোষ্ঠী। এই জীবনটাতে অনেক বৈষম্যের শিকার হতে হয়েছে। যেখানে গিয়েছি সেখানে আমাকে এভাবে শিকার হতে হয়েছে। তারপর ও আমাকে বারবার প্রমাণ করতে হয়েছে, মানুষ একজন ট্রান্সজেন্ডার নারী সম্পর্কে যেসব ধারনা পোষণ করেন তা ঠিক নয়। এই প্রথম কোথাও কাজ করতে গিয়ে এত বেশি কমফোর্ট ফিল করেছি, সম্মানের সঙ্গে ইক্যুয়াল ট্রিট পেয়েছি। আমাদের ও প্রতিভা আছে, যদি এভাবে সুযোগ করে দিতো আমরাও একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।”

পরিচালক বলেন, “আমি সব সময় চেষ্টা করি নতুনদের নিয়ে কাজ করতে। তৃতীয় লিঙ্গের নুসরাত মৌকে নিয়ে কাজ করলাম। আশা করছি ও নাটকটি আপনাদের সবার ভালো লাগবে।” নাটকটিতে আরো অভিনয় করেছেন - এম এ সালাম সুমন, সাবরিনা সুইটি, রজনীগন্ধা , ইমরান হাসু প্রমুখ। জানাগেছে, নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

শনিবার, ০২ অক্টোবর ২০২১ , ১৭ আশ্বিন ১৪২৮ ২৩ সফর ১৪৪৩

নাটকে ট্রান্সজেন্ডার নারী নুসরাত মৌ

বিনোদন প্রতিবেদক

image

নাটকে অভিনয় করলেন ট্রান্সজেন্ডার নারী নুসরাত মৌ। তার বিপরীতে দেখা যাবে এম এ সালাম সুমনকে। এ বাবুল পরিচালিত ‘ডেলিভারি ম্যান’ নাটকে দেখা যাবে তাকে। এটি রচনা করেছেন বরজাহান হোসেন। এরই মধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

মৌ বলেন, “আমরা সমাজের অবহেলিত একটা গোষ্ঠী। এই জীবনটাতে অনেক বৈষম্যের শিকার হতে হয়েছে। যেখানে গিয়েছি সেখানে আমাকে এভাবে শিকার হতে হয়েছে। তারপর ও আমাকে বারবার প্রমাণ করতে হয়েছে, মানুষ একজন ট্রান্সজেন্ডার নারী সম্পর্কে যেসব ধারনা পোষণ করেন তা ঠিক নয়। এই প্রথম কোথাও কাজ করতে গিয়ে এত বেশি কমফোর্ট ফিল করেছি, সম্মানের সঙ্গে ইক্যুয়াল ট্রিট পেয়েছি। আমাদের ও প্রতিভা আছে, যদি এভাবে সুযোগ করে দিতো আমরাও একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।”

পরিচালক বলেন, “আমি সব সময় চেষ্টা করি নতুনদের নিয়ে কাজ করতে। তৃতীয় লিঙ্গের নুসরাত মৌকে নিয়ে কাজ করলাম। আশা করছি ও নাটকটি আপনাদের সবার ভালো লাগবে।” নাটকটিতে আরো অভিনয় করেছেন - এম এ সালাম সুমন, সাবরিনা সুইটি, রজনীগন্ধা , ইমরান হাসু প্রমুখ। জানাগেছে, নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।