জয় দিয়ে সাফ অভিযান শুরু বাংলাদেশের

বাংলাদেশ ১ শ্রীলঙ্কা ০

সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে ফাইনাল খেলার মিশন শুরু করেছে বাংলাদেশ। গতকাল মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় লাল সবুজের দল। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে দলের হয়ে জয়সূচক গোলটি করেন তপু বর্মণ।

ম্যাচের শুরু থেকে লঙ্কান অর্ধে বার বার আক্রমণ চালিয়েছে বাংলাদেশ। ৯ মিনিটে পরপর দুটি থ্রো-ইন আদায় করে বাংলাদেশ। ডান প্রান্ত থেকে বিশ^না ঘোষের উড়ন্ত থ্রোয়ে লঙ্কান এক খেলোয়াড়ের গায়ে লেগে চলে যায় শ্রীলঙ্কান গোলকিপার সুজান পেরেরার হাতে। ৩৫ মিনিটে গোল করার মতো আক্রমণ করেও পারেনি বাংলাদেশ। সতীর্থের কাছ থেকে বল পান সুমন রেজা। লঙ্কান বক্সের খুব কাছে গিয়ে তালগোল পাকিয়ে লক্ষ্যহীন শট মেরে সুযোগ নষ্ট করেন সুমন রেজা।

বল পজিশনে এগিয়ে ছিল বাংলাদেশই। কিন্তু প্রতিপক্ষের সীমানায় গেলেই যেন বারবার খেই হারিয়ে ফেলেন জামাল ভূঁইয়ারা। গোল করার মতো ভালো সুযোগ সৃষ্টি করেও সফল হচ্ছিলেন না। বিপরীতে বল দখলে পিছিয়ে থাকলেও যে কয়েকটি আক্রমণ করেছে শ্রীলঙ্কা। প্রথমার্ধে দুটি কর্নার আদায় করে নেয় তারা। বারবার লক্ষ্যহীন শটে ফিনিশিংয়ের দুর্বলতা ফুটে ওঠে লাল সবুজদের। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ করে শ্রীলঙ্কার ডিফেন্স লাইনকে এলোমেলো করে দেন মিডফিল্ডার রাকিব হোসেন। কিন্তু তাতেও কাজ হচ্ছিল না। তীব্র গরমের জন্য ম্যাচের ২৬ মিনিটে এক মিনিটের জন্য কুলিং ব্রেক দেন রেফারি।

তারিক কাজী ঘরোয়া ফুটবলে ফুলব্যাক পজিশনে খেললেও আন্তর্জাতিক ম্যাচে তাকে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলান স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। শ্রীলঙ্কার বিপক্ষেও তাই। অবশেষে গোলের দেখা মেলে লাল সবুজ শিবিরে। ম্যাচের ৫৬ মিনিটে লঙ্কান ডিফেন্ডার ডাকসন পুসলাসের হাতে বল লাগে। বাংলাদেশের ফুটবলারদের আবেদনের আগেই সিরিয়ান রেফারি ফেয়ার্স টাওয়েল পেনাল্টির বাঁশি বাজান। লঙ্কান ফুটবলাররা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এতে আরও বিপদ ডেকে আনেন তারা। হ্যান্ডবল করা ডাকসনকে আরেকটি হলুদ কার্ড দেখান রেফারি। ফলে দুই হলুদ কার্ডের সুবাদে মাঠ ছাড়তে হয় ডাকসনকে। দশজনের দলে পরিণত হয় শ্রীলঙ্কা। পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন সিনিয়র ফুটবলার ডিফেন্ডার তপু বর্মণ (১-০)। শেষে এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন জামাল ভূঁইয়ারা।

সোমবার দ্বিতীয় ম্যাচে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, কাজী তারিক রায়হান, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, রাকিব হোসেন, জুয়েল রানা ও সুমন রেজা।

শনিবার, ০২ অক্টোবর ২০২১ , ১৭ আশ্বিন ১৪২৮ ২৩ সফর ১৪৪৩

জয় দিয়ে সাফ অভিযান শুরু বাংলাদেশের

বাংলাদেশ ১ শ্রীলঙ্কা ০

ক্রীড়া বার্তা পরিবেশক

image

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক তপু বর্মণের গোল উদযাপন -বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে ফাইনাল খেলার মিশন শুরু করেছে বাংলাদেশ। গতকাল মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় লাল সবুজের দল। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে দলের হয়ে জয়সূচক গোলটি করেন তপু বর্মণ।

ম্যাচের শুরু থেকে লঙ্কান অর্ধে বার বার আক্রমণ চালিয়েছে বাংলাদেশ। ৯ মিনিটে পরপর দুটি থ্রো-ইন আদায় করে বাংলাদেশ। ডান প্রান্ত থেকে বিশ^না ঘোষের উড়ন্ত থ্রোয়ে লঙ্কান এক খেলোয়াড়ের গায়ে লেগে চলে যায় শ্রীলঙ্কান গোলকিপার সুজান পেরেরার হাতে। ৩৫ মিনিটে গোল করার মতো আক্রমণ করেও পারেনি বাংলাদেশ। সতীর্থের কাছ থেকে বল পান সুমন রেজা। লঙ্কান বক্সের খুব কাছে গিয়ে তালগোল পাকিয়ে লক্ষ্যহীন শট মেরে সুযোগ নষ্ট করেন সুমন রেজা।

বল পজিশনে এগিয়ে ছিল বাংলাদেশই। কিন্তু প্রতিপক্ষের সীমানায় গেলেই যেন বারবার খেই হারিয়ে ফেলেন জামাল ভূঁইয়ারা। গোল করার মতো ভালো সুযোগ সৃষ্টি করেও সফল হচ্ছিলেন না। বিপরীতে বল দখলে পিছিয়ে থাকলেও যে কয়েকটি আক্রমণ করেছে শ্রীলঙ্কা। প্রথমার্ধে দুটি কর্নার আদায় করে নেয় তারা। বারবার লক্ষ্যহীন শটে ফিনিশিংয়ের দুর্বলতা ফুটে ওঠে লাল সবুজদের। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ করে শ্রীলঙ্কার ডিফেন্স লাইনকে এলোমেলো করে দেন মিডফিল্ডার রাকিব হোসেন। কিন্তু তাতেও কাজ হচ্ছিল না। তীব্র গরমের জন্য ম্যাচের ২৬ মিনিটে এক মিনিটের জন্য কুলিং ব্রেক দেন রেফারি।

তারিক কাজী ঘরোয়া ফুটবলে ফুলব্যাক পজিশনে খেললেও আন্তর্জাতিক ম্যাচে তাকে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলান স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। শ্রীলঙ্কার বিপক্ষেও তাই। অবশেষে গোলের দেখা মেলে লাল সবুজ শিবিরে। ম্যাচের ৫৬ মিনিটে লঙ্কান ডিফেন্ডার ডাকসন পুসলাসের হাতে বল লাগে। বাংলাদেশের ফুটবলারদের আবেদনের আগেই সিরিয়ান রেফারি ফেয়ার্স টাওয়েল পেনাল্টির বাঁশি বাজান। লঙ্কান ফুটবলাররা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এতে আরও বিপদ ডেকে আনেন তারা। হ্যান্ডবল করা ডাকসনকে আরেকটি হলুদ কার্ড দেখান রেফারি। ফলে দুই হলুদ কার্ডের সুবাদে মাঠ ছাড়তে হয় ডাকসনকে। দশজনের দলে পরিণত হয় শ্রীলঙ্কা। পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন সিনিয়র ফুটবলার ডিফেন্ডার তপু বর্মণ (১-০)। শেষে এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন জামাল ভূঁইয়ারা।

সোমবার দ্বিতীয় ম্যাচে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, কাজী তারিক রায়হান, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, রাকিব হোসেন, জুয়েল রানা ও সুমন রেজা।