ভারতের বিপক্ষে আমরা একটু এগিয়ে থেকে শুরু করব : অস্কার

সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলছে মাস্ক পরে। কিন্তু মাস্ক পরিহিত বাংলাদেশের কোচ অস্কার ব্রুজনের মুখের চওড়া হাসি বুঝতে কষ্ট হয়নি কারও। দায়িত্ব নেয়ার পর থেকেই শ্রীলঙ্কাকে হারানোর আশ্বাস দিয়েছিলেন কোচ অস্কার। নিজের অভিষেক ম্যাচেই জয় পেলেন এই স্পেনিশ কোচ। শুভ সূচনা হওয়ায় বেশ তৃপ্ত অস্কার বলেন, ‘এই রকম টুর্নামেন্টে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করা দরকার। আমরা সেই কাজটি করতে পেরেছি।’

এই জয় বাংলাদেশকে মানসিকভাবে এগিয়ে রাখবে বলে মনে করেন তিনি, ‘আগামী ম্যাচে আমাদের প্রতিপক্ষ ভারত। তাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ আর আমরা তিন পয়েন্ট নিয়ে খেলব। স্বাভাবিকভাবে আমরা একটু এগিয়ে থেকে শুরু করব।’

তপু বর্মণের পেনাল্টি গোল থেকে আজকের তিন পয়েন্ট এসেছে। তপুকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘তপুর গোল না হলে হয়তো আমাদের তিন পয়েন্ট পাওয়া হতো না।’ দ্বিতীয়ার্ধের শুরুতে সাদকে নামানো ও ফরমেশন পরির্তন করায় ম্যাচের চিত্র পাল্টেছিল বলে দাবি কোচের, ‘আমরা ৪-১-৪-১ এ ফরমেশনে প্রথমার্ধ শুরু করেছিলাম। দ্বিতীয়ার্ধে সেটা ৪-৪-২ হয়। সাদকে নামানো এবং ফরমেশন পরিবর্তন কাজে দিয়েছে বেশ।’

শ্রীলঙ্কান দলে দশ জন হওয়াকেই ম্যাচ হারের কারণ হিসেবে দেখিয়েছেন লঙ্কান কোচ। তবে বাংলাদেশের কোচ অস্কার ব্রুজন লঙ্কান কোচের সঙ্গে খানিকটা দ্বিমত দেখিয়ে বলেন, ‘সে তার মতামত দিয়েছে। আমরা এই ম্যাচে ফেভারিট হিসেবেই নেমেছিলাম। তাদের চেয়ে র‌্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়ে। মাঠের পারফরম্যান্সেও ভালো ছিল। যদিও আমি পুরোপুরি সন্তুষ্ট নই।’

দুই সপ্তাহ আগে অস্কার ব্রুজনকে নিয়োগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মাত্র এক সপ্তাহ প্রস্তুতিতে বসুন্ধরা কিংস থেকে জাতীয় দলের দায়িত্ব নিয়ে বাংলাদেশের প্রথম ম্যাচটির শুভ পরিচালনা করলেন অস্কার। পরের ম্যাচগুলো কেমন যায় সেটাই দেখার বিষয়।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র গোলদাতা তপু বর্মণ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে এই ডিফেন্ডার বলেন, ‘আমার গোলের পেছনে অবদান টিমমেটদের। আমার গোলে দল জিতেছে, এতেই আমার সন্তুষ্টি। প্রতিটি গোলই দলের জন্য গুরুত্বপূর্ণ। এরপরও আমার কাছে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে করা গোলটিই সেরা। আমার মূল কাজ গোল সামলানো। পাশাপাশি চেষ্টা করব গোল করার। কোন ম্যাচ হয় সেটাই দেখার বিষয়। অনুশীলনে আমি পেনাল্টি শট নেই। বৃহস্পতিবারও ৩-৪টি পেনাল্টি শট প্র্যাকটিস করেছি।’

শনিবার, ০২ অক্টোবর ২০২১ , ১৭ আশ্বিন ১৪২৮ ২৩ সফর ১৪৪৩

ভারতের বিপক্ষে আমরা একটু এগিয়ে থেকে শুরু করব : অস্কার

ক্রীড়া বার্তা পরিবেশক

image

বাংলাদেশের জয়ের নায়ক তপু বর্মনের গোল উদযাপন -বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলছে মাস্ক পরে। কিন্তু মাস্ক পরিহিত বাংলাদেশের কোচ অস্কার ব্রুজনের মুখের চওড়া হাসি বুঝতে কষ্ট হয়নি কারও। দায়িত্ব নেয়ার পর থেকেই শ্রীলঙ্কাকে হারানোর আশ্বাস দিয়েছিলেন কোচ অস্কার। নিজের অভিষেক ম্যাচেই জয় পেলেন এই স্পেনিশ কোচ। শুভ সূচনা হওয়ায় বেশ তৃপ্ত অস্কার বলেন, ‘এই রকম টুর্নামেন্টে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করা দরকার। আমরা সেই কাজটি করতে পেরেছি।’

এই জয় বাংলাদেশকে মানসিকভাবে এগিয়ে রাখবে বলে মনে করেন তিনি, ‘আগামী ম্যাচে আমাদের প্রতিপক্ষ ভারত। তাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ আর আমরা তিন পয়েন্ট নিয়ে খেলব। স্বাভাবিকভাবে আমরা একটু এগিয়ে থেকে শুরু করব।’

তপু বর্মণের পেনাল্টি গোল থেকে আজকের তিন পয়েন্ট এসেছে। তপুকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘তপুর গোল না হলে হয়তো আমাদের তিন পয়েন্ট পাওয়া হতো না।’ দ্বিতীয়ার্ধের শুরুতে সাদকে নামানো ও ফরমেশন পরির্তন করায় ম্যাচের চিত্র পাল্টেছিল বলে দাবি কোচের, ‘আমরা ৪-১-৪-১ এ ফরমেশনে প্রথমার্ধ শুরু করেছিলাম। দ্বিতীয়ার্ধে সেটা ৪-৪-২ হয়। সাদকে নামানো এবং ফরমেশন পরিবর্তন কাজে দিয়েছে বেশ।’

শ্রীলঙ্কান দলে দশ জন হওয়াকেই ম্যাচ হারের কারণ হিসেবে দেখিয়েছেন লঙ্কান কোচ। তবে বাংলাদেশের কোচ অস্কার ব্রুজন লঙ্কান কোচের সঙ্গে খানিকটা দ্বিমত দেখিয়ে বলেন, ‘সে তার মতামত দিয়েছে। আমরা এই ম্যাচে ফেভারিট হিসেবেই নেমেছিলাম। তাদের চেয়ে র‌্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়ে। মাঠের পারফরম্যান্সেও ভালো ছিল। যদিও আমি পুরোপুরি সন্তুষ্ট নই।’

দুই সপ্তাহ আগে অস্কার ব্রুজনকে নিয়োগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মাত্র এক সপ্তাহ প্রস্তুতিতে বসুন্ধরা কিংস থেকে জাতীয় দলের দায়িত্ব নিয়ে বাংলাদেশের প্রথম ম্যাচটির শুভ পরিচালনা করলেন অস্কার। পরের ম্যাচগুলো কেমন যায় সেটাই দেখার বিষয়।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র গোলদাতা তপু বর্মণ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে এই ডিফেন্ডার বলেন, ‘আমার গোলের পেছনে অবদান টিমমেটদের। আমার গোলে দল জিতেছে, এতেই আমার সন্তুষ্টি। প্রতিটি গোলই দলের জন্য গুরুত্বপূর্ণ। এরপরও আমার কাছে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে করা গোলটিই সেরা। আমার মূল কাজ গোল সামলানো। পাশাপাশি চেষ্টা করব গোল করার। কোন ম্যাচ হয় সেটাই দেখার বিষয়। অনুশীলনে আমি পেনাল্টি শট নেই। বৃহস্পতিবারও ৩-৪টি পেনাল্টি শট প্র্যাকটিস করেছি।’