ব্যাটসম্যান মুশিকে দেখা যাবে বিশ্বকাপে

বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম দীর্ঘদিন ধরে তিন ফরমেটেই গ্লাবস হাতে উইকেটের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু নিউজিল্যান্ড সিরিজে মুশি জানিয়েছেন টি-২০তে গ্লাবস হাতে উইকেটের পেছনে তাকে আর দেখা যাবে না। তাই আসন্ন টি-২০ বিশ্বকাপে উইকেটরক্ষক মুশফিককে দেখা যাবে না। বিশ্বকাপে ব্যাটসম্যান মুশফিকেই দেখবে ক্রীড়াপ্রেমীরা। বাংলাদেশকে ব্যাটসম্যান হিসেবেও অনেক বেশি দিতে চান তিনি।

গতকাল রাজধানীর একটি হোটেলে অনলাইন গেমিং অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘যে কোন একটা জিনিস যত কাছ থেকে দেখবেন সেটা আপনাকে অনেক পরিষ্কার ধারণা দেয় (উইকেটের পেছন থেকে পরিস্থিতি বুঝতে)। পাশাপাশি এখন যদি দলের চিন্তা বা কম্বিনেশন যদি অন্যরকম থাকে যেটা কিনা সদস্য হিসেবে অবশ্যই আমাকে মানিয়ে নিতে হবে, আমি চেষ্টা করি সবসময় টিম প্লেয়ার হিসেবে খেলার।’

মুশফিক আরও বলেন, ‘আমি বারবারই বলি যে তারা (টিম ম্যানেজমেন্ট) যেভাবে আমাকে দেখতে চাইবে আমিও সেভাবে সেই ভূমিকায় মানিয়ে নিতে চাই। এখন যদি তারা ব্যাটিংয়ে আমার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করেন তো আমি সেটাই চেষ্টা করবো। যেন এখানে ফোকাস করে দলের উপকারে আসতে পারি। আর আমি মনে করি যে একজন ব্যাক্তির চেয়ে অবশ্যই দল বড়। তো আমি ব্যাপারটাকে সেভাবেই নিচ্ছি।’

উল্লেখ্য, নিউজিল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গ নুরুল হাসান সোহানের সঙ্গে উইকেট কিপিং ভাগাভাগি করতে দেন মুশফিককে। প্রথম দুই ম্যাচে সোহান ও পরের দুই ম্যাচে মুশফিক। আর প্রথম চার ম্যাচের পারফরম্যান্স মূল্যায়ন করে পঞ্চম ম্যাচের কিপিং চূড়ান্ত করতে চেয়েছিলে ডোমিঙ্গো। তবে তৃতীয় ম্যাচের আগেই মুশফিক কোচকে জানান টি-২০তে আর কিপিং করতে চান না।

শনিবার, ০২ অক্টোবর ২০২১ , ১৭ আশ্বিন ১৪২৮ ২৩ সফর ১৪৪৩

ব্যাটসম্যান মুশিকে দেখা যাবে বিশ্বকাপে

ক্রীড়া বার্তা পরিবেশক

image

বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম দীর্ঘদিন ধরে তিন ফরমেটেই গ্লাবস হাতে উইকেটের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু নিউজিল্যান্ড সিরিজে মুশি জানিয়েছেন টি-২০তে গ্লাবস হাতে উইকেটের পেছনে তাকে আর দেখা যাবে না। তাই আসন্ন টি-২০ বিশ্বকাপে উইকেটরক্ষক মুশফিককে দেখা যাবে না। বিশ্বকাপে ব্যাটসম্যান মুশফিকেই দেখবে ক্রীড়াপ্রেমীরা। বাংলাদেশকে ব্যাটসম্যান হিসেবেও অনেক বেশি দিতে চান তিনি।

গতকাল রাজধানীর একটি হোটেলে অনলাইন গেমিং অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘যে কোন একটা জিনিস যত কাছ থেকে দেখবেন সেটা আপনাকে অনেক পরিষ্কার ধারণা দেয় (উইকেটের পেছন থেকে পরিস্থিতি বুঝতে)। পাশাপাশি এখন যদি দলের চিন্তা বা কম্বিনেশন যদি অন্যরকম থাকে যেটা কিনা সদস্য হিসেবে অবশ্যই আমাকে মানিয়ে নিতে হবে, আমি চেষ্টা করি সবসময় টিম প্লেয়ার হিসেবে খেলার।’

মুশফিক আরও বলেন, ‘আমি বারবারই বলি যে তারা (টিম ম্যানেজমেন্ট) যেভাবে আমাকে দেখতে চাইবে আমিও সেভাবে সেই ভূমিকায় মানিয়ে নিতে চাই। এখন যদি তারা ব্যাটিংয়ে আমার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করেন তো আমি সেটাই চেষ্টা করবো। যেন এখানে ফোকাস করে দলের উপকারে আসতে পারি। আর আমি মনে করি যে একজন ব্যাক্তির চেয়ে অবশ্যই দল বড়। তো আমি ব্যাপারটাকে সেভাবেই নিচ্ছি।’

উল্লেখ্য, নিউজিল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গ নুরুল হাসান সোহানের সঙ্গে উইকেট কিপিং ভাগাভাগি করতে দেন মুশফিককে। প্রথম দুই ম্যাচে সোহান ও পরের দুই ম্যাচে মুশফিক। আর প্রথম চার ম্যাচের পারফরম্যান্স মূল্যায়ন করে পঞ্চম ম্যাচের কিপিং চূড়ান্ত করতে চেয়েছিলে ডোমিঙ্গো। তবে তৃতীয় ম্যাচের আগেই মুশফিক কোচকে জানান টি-২০তে আর কিপিং করতে চান না।