রেকর্ড গড়া ম্যাচে ধোনির চেন্নাই প্লে-অফে

এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করল তারা। চেন্নাইয়ের হয়ে রেকর্ডও গড়লেন উইকেটরক্ষক ধোনি।

গতবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফে ওঠার লড়াই থেকে ছিটকে গিয়েছিল চেন্নাই। এবার শুরু থেকেই ছন্দে ছিল দল। প্লে-অফেও পৌঁছে গেল তারা। দলের কোচ এবং সাপোর্ট স্টাফদেরকেও কৃতিত্ব দিয়েছেন ধোনি। দলের জয়ের সঙ্গে রেকর্ডও এসেছে ধোনির দস্তানায়। আইপিএলে একটি দলের হয়ে ১০০টি ক্যাচ নেয়ার রেকর্ড গড়লেন ধোনি। এর আগে কোন আইপিএলে একটি দলের হয়ে কেউ ১০০টি ক্যাচ নিতে পারেননি। উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার ক্যাচ নিয়েই এই রেকর্ড গড়েন ধোনি।

স্কোর : হায়দরাবাদ ১৩৪/৭ (ঋদ্ধিমান ৪৪, অভিষেক ১৮, হ্যাজেলউড ৩/২৪, ব্র্যাভো ২/১৭)।

চেন্নাই ১৯.৪ ওভারে ১৩৯/৪ (ঋতুরাজ ৪১, ডু’প্লেসিস ৪৫, হোল্ডার ৩/২৭)।

ফল : চেন্নাই সুপার কিংস ৬ উইকেটে জয়ী।

আইপিএল লীগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দিল্লির পয়েন্ট ১৬। পরের তিনটি ম্যাচে হেরে গেলেও তৃতীয় স্থানে থাকা নিশ্চিত। প্রথম বা দ্বিতীয় স্থানেও শেষ করার সুযোগ রয়েছে দিল্লির।

তিন নম্বরে রয়েছে ব্যাঙ্গালোর। প্রথম চারে থাকার সম্ভাবনা রয়েছে তাদের। তবে নেট রানরেট (-০.২০০) বেশ কম কোহলিদের। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। বাকি সব ম্যাচে হেরে গেলে বিপদ হতে পারে ব্যাঙ্গালোরের। চার নম্বর স্থান কলকাতা, ১১ ম্যাচে ১০ পয়েন্ট। নেট রানরেটে (+০.৩৬৩) এগিয়ে মুম্বাই থেকে। পরের তিন ম্যাচে জিতলে প্রথম চারে যাওয়ার সুযোগ রয়েছে তাদেরও।

কলকাতার সঙ্গে সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে (-০.৪৫৩) পিছিয়ে মুম্বাই। রোহিতদেরও সুযোগ রয়েছে প্রথম চারে থাকার। তবে বাকি ম্যাচগুলোতে বড় ব্যবধানে জিতলে কলকাতার থেকে নেট রানরেটে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে।

সুযোগ রয়েছে পঞ্জাবেরও। তৃতীয় বা চতুর্থ স্থানে থাকতে পারে দলটি। শেষ তিন ম্যাচ জিতে ১৪ পয়েন্ট পেতে পারেন তারা। তবে তাদের রাস্তা বেশ কঠিন।

খাতায় কলমে এখনও সুযোগ রয়েছে মোস্তাফিজদের রাজস্থান। তবে নেট রানরেটে (-০.৪৬৮) বেশ কিছুটা পিছিয়ে রয়েছে তারা। ৮ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে সপ্তম স্থানে রাজস্থান।

শনিবার, ০২ অক্টোবর ২০২১ , ১৭ আশ্বিন ১৪২৮ ২৩ সফর ১৪৪৩

রেকর্ড গড়া ম্যাচে ধোনির চেন্নাই প্লে-অফে

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করল তারা। চেন্নাইয়ের হয়ে রেকর্ডও গড়লেন উইকেটরক্ষক ধোনি।

গতবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফে ওঠার লড়াই থেকে ছিটকে গিয়েছিল চেন্নাই। এবার শুরু থেকেই ছন্দে ছিল দল। প্লে-অফেও পৌঁছে গেল তারা। দলের কোচ এবং সাপোর্ট স্টাফদেরকেও কৃতিত্ব দিয়েছেন ধোনি। দলের জয়ের সঙ্গে রেকর্ডও এসেছে ধোনির দস্তানায়। আইপিএলে একটি দলের হয়ে ১০০টি ক্যাচ নেয়ার রেকর্ড গড়লেন ধোনি। এর আগে কোন আইপিএলে একটি দলের হয়ে কেউ ১০০টি ক্যাচ নিতে পারেননি। উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার ক্যাচ নিয়েই এই রেকর্ড গড়েন ধোনি।

স্কোর : হায়দরাবাদ ১৩৪/৭ (ঋদ্ধিমান ৪৪, অভিষেক ১৮, হ্যাজেলউড ৩/২৪, ব্র্যাভো ২/১৭)।

চেন্নাই ১৯.৪ ওভারে ১৩৯/৪ (ঋতুরাজ ৪১, ডু’প্লেসিস ৪৫, হোল্ডার ৩/২৭)।

ফল : চেন্নাই সুপার কিংস ৬ উইকেটে জয়ী।

আইপিএল লীগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দিল্লির পয়েন্ট ১৬। পরের তিনটি ম্যাচে হেরে গেলেও তৃতীয় স্থানে থাকা নিশ্চিত। প্রথম বা দ্বিতীয় স্থানেও শেষ করার সুযোগ রয়েছে দিল্লির।

তিন নম্বরে রয়েছে ব্যাঙ্গালোর। প্রথম চারে থাকার সম্ভাবনা রয়েছে তাদের। তবে নেট রানরেট (-০.২০০) বেশ কম কোহলিদের। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। বাকি সব ম্যাচে হেরে গেলে বিপদ হতে পারে ব্যাঙ্গালোরের। চার নম্বর স্থান কলকাতা, ১১ ম্যাচে ১০ পয়েন্ট। নেট রানরেটে (+০.৩৬৩) এগিয়ে মুম্বাই থেকে। পরের তিন ম্যাচে জিতলে প্রথম চারে যাওয়ার সুযোগ রয়েছে তাদেরও।

কলকাতার সঙ্গে সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে (-০.৪৫৩) পিছিয়ে মুম্বাই। রোহিতদেরও সুযোগ রয়েছে প্রথম চারে থাকার। তবে বাকি ম্যাচগুলোতে বড় ব্যবধানে জিতলে কলকাতার থেকে নেট রানরেটে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে।

সুযোগ রয়েছে পঞ্জাবেরও। তৃতীয় বা চতুর্থ স্থানে থাকতে পারে দলটি। শেষ তিন ম্যাচ জিতে ১৪ পয়েন্ট পেতে পারেন তারা। তবে তাদের রাস্তা বেশ কঠিন।

খাতায় কলমে এখনও সুযোগ রয়েছে মোস্তাফিজদের রাজস্থান। তবে নেট রানরেটে (-০.৪৬৮) বেশ কিছুটা পিছিয়ে রয়েছে তারা। ৮ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে সপ্তম স্থানে রাজস্থান।