দর হারানোর শীর্ষে দেশ গার্মেন্টস বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ফার্মা

গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২১টির বা ৫৮.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে দেশ গার্মেন্টসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে দেশ গার্মেন্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬৬.৯০ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২২৬.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪০ টাকা বা ১৪.৯৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে দেশ গার্মেন্টস ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিথুন নিটিংয়ের ১৩.৩৩ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১১.১৮ শতাংশ, শ্যামপুর সুগারের ১১.১৬ শতাংশ, ঝিলবাংলা সুগারের ৯.৯৭ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৯.৯১ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৯.৫৪ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯.১৫ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৯.০৯ শতাংশ এবং মনোস্পুল পেপারের শেয়ার দর ৮.৭৬ শতাংশ কমেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৬টির বা ৩৮.৬২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ওরিয়ন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৭.৬০ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯৪ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৬.৪০ টাকা বা ২১.১৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ফার্মা ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেলের ১৮.২৭ শতাংশ, লাফার্জহোলসিমের ১৭.৭১ শতাংশ, আইসিবির ১৭.১৩ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ১৬.২৭ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ১৫.৫৬ শতাংশ, সিলভা ফার্মার ১৫.৩৫ শতাংশ, মতিন স্পিনিংয়ের ১৪.৭৯ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১৪.৬৫ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর ১৪.৩৮ শতাংশ বেড়েছে।

রবিবার, ০৩ অক্টোবর ২০২১ , ১৮ আশ্বিন ১৪২৮ ২৪ সফর ১৪৪৩

দর হারানোর শীর্ষে দেশ গার্মেন্টস বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ফার্মা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২১টির বা ৫৮.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে দেশ গার্মেন্টসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে দেশ গার্মেন্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬৬.৯০ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২২৬.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪০ টাকা বা ১৪.৯৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে দেশ গার্মেন্টস ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিথুন নিটিংয়ের ১৩.৩৩ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১১.১৮ শতাংশ, শ্যামপুর সুগারের ১১.১৬ শতাংশ, ঝিলবাংলা সুগারের ৯.৯৭ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৯.৯১ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৯.৫৪ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯.১৫ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৯.০৯ শতাংশ এবং মনোস্পুল পেপারের শেয়ার দর ৮.৭৬ শতাংশ কমেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৬টির বা ৩৮.৬২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ওরিয়ন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৭.৬০ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯৪ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৬.৪০ টাকা বা ২১.১৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ফার্মা ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেলের ১৮.২৭ শতাংশ, লাফার্জহোলসিমের ১৭.৭১ শতাংশ, আইসিবির ১৭.১৩ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ১৬.২৭ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ১৫.৫৬ শতাংশ, সিলভা ফার্মার ১৫.৩৫ শতাংশ, মতিন স্পিনিংয়ের ১৪.৭৯ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১৪.৬৫ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর ১৪.৩৮ শতাংশ বেড়েছে।