১০ মাস পর দেশে ফিরলেন শবনম

দীর্ঘ ১০ মাস পর দেশে ফিরেছেন চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়িকা শবনম। মূলত গেল বছরের শেষপ্রান্তে তিনি তার সিনেমা জীবনের দীর্ঘদিনের কর্মস্থল পাকিস্তানে গিয়েছিলেন কয়েকটি টিভি শো’তে অংশগ্রহণ করতে এবং একটি বিজ্ঞাপনের কাজ করতে। সব কাজ শেষ করে জুন মাসে দেশে ফেরার কথা থাকলেও পরবর্তীতে সারা বিশে^ করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় পাকিস্তানে এবং বাংলাদেশে দু’দেশে যথারীতি লকডাউন দেয়া হয়। পাকিস্তানের সব ফ্লাইট বাতিল করা হয়। অবশেষে নানান জটিলতা পেরিয়ে গেল ২৬ সেপ্টেম্বর শবনম দেশে ফিরেছেন। দেশে ফেরা নিয়ে শবনম বলেন, ‘সত্যি বলতে কী দেশে’তো আমার একমাত্র ছেলে রনিই থাকে। আপন বলতে আর কেউই নেই এখন। এক মামা ছিলেন, তিনিও মারা গেছেন। একমাত্র বোন কলকাতায় থাকেন। তারসঙ্গে দীর্ঘদিন দেখা নেই। করোনার কারণে কলকাতাতেও আর যাওয়া হয়নি। পাকিস্তানে যদিও বা কাজে গিয়েছিলাম, কিন্তু কাজ শেষে সেখানে এতটা সময় ধরে অযথাই থাকাটা আমার কাছে খুব খারাপ লাগছিল। শুধু অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কবে দেশে ফিরব, কবে দেশে ফিরব। শেষ পর্যন্ত ফ্লাইট চালু হওয়ার সঙ্গে সঙ্গেই দেশে ফিরলাম। নিজ দেশের মাটিতে পা রেখে বুকের ভেতর কী যে ভালোলাগা ছুঁয়ে গিয়েছিল তা ভাষায় প্রকাশের নয়।’ শবনম সর্বশেষ বাংলাদেশে কাজী হায়াৎ’র পরিচালনায় ‘আম্মাজান’ সিনেমায় অভিনয় করেছিলেন।

রবিবার, ০৩ অক্টোবর ২০২১ , ১৮ আশ্বিন ১৪২৮ ২৪ সফর ১৪৪৩

১০ মাস পর দেশে ফিরলেন শবনম

বিনোদন প্রতিবেদক

image

দীর্ঘ ১০ মাস পর দেশে ফিরেছেন চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়িকা শবনম। মূলত গেল বছরের শেষপ্রান্তে তিনি তার সিনেমা জীবনের দীর্ঘদিনের কর্মস্থল পাকিস্তানে গিয়েছিলেন কয়েকটি টিভি শো’তে অংশগ্রহণ করতে এবং একটি বিজ্ঞাপনের কাজ করতে। সব কাজ শেষ করে জুন মাসে দেশে ফেরার কথা থাকলেও পরবর্তীতে সারা বিশে^ করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় পাকিস্তানে এবং বাংলাদেশে দু’দেশে যথারীতি লকডাউন দেয়া হয়। পাকিস্তানের সব ফ্লাইট বাতিল করা হয়। অবশেষে নানান জটিলতা পেরিয়ে গেল ২৬ সেপ্টেম্বর শবনম দেশে ফিরেছেন। দেশে ফেরা নিয়ে শবনম বলেন, ‘সত্যি বলতে কী দেশে’তো আমার একমাত্র ছেলে রনিই থাকে। আপন বলতে আর কেউই নেই এখন। এক মামা ছিলেন, তিনিও মারা গেছেন। একমাত্র বোন কলকাতায় থাকেন। তারসঙ্গে দীর্ঘদিন দেখা নেই। করোনার কারণে কলকাতাতেও আর যাওয়া হয়নি। পাকিস্তানে যদিও বা কাজে গিয়েছিলাম, কিন্তু কাজ শেষে সেখানে এতটা সময় ধরে অযথাই থাকাটা আমার কাছে খুব খারাপ লাগছিল। শুধু অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কবে দেশে ফিরব, কবে দেশে ফিরব। শেষ পর্যন্ত ফ্লাইট চালু হওয়ার সঙ্গে সঙ্গেই দেশে ফিরলাম। নিজ দেশের মাটিতে পা রেখে বুকের ভেতর কী যে ভালোলাগা ছুঁয়ে গিয়েছিল তা ভাষায় প্রকাশের নয়।’ শবনম সর্বশেষ বাংলাদেশে কাজী হায়াৎ’র পরিচালনায় ‘আম্মাজান’ সিনেমায় অভিনয় করেছিলেন।