৮ বছর পর মহাকালের ‘ঘুম নেই’

দীর্ঘ ৮ বছর পর মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা নাসির উদ্দীন ইউসুফ রচিত এবং জন মার্টিন নির্দেশিত মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ‘ঘুম নেই’ আবারও মঞ্চে আসছে। এ নাটকটির ১০৭টি প্রদর্শনী শেষে মঞ্চায়ন বন্ধ ছিল। সবশেষ সাভারস্থ গণ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা নাসির উদ্দীন ইউসুফের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ‘ঘুম নেই’ এর বিশেষ প্রদর্শনী হয় ৩০ মার্চ, ২০১৩ গণ বিশ্ববিদ্যালয়স্থ পিএইচএ ভবনে। নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ৮ মে ১৯৯৪ সালে মহিলা সমিতি মঞ্চে। বিজয়ের এর ৪০ বছরে  ‘ঘুমনেই’ নাটকের শততম মঞ্চায়ন হয় ৮ ডিসেম্বর, ২০১১ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়।

০৩ অক্টোবর বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এর প্রদর্শনী হবে। এরপরের প্রদর্শনী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-এ ০৫ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা’য়। নাটকটির কুশীলব মীর জাহিদ হাসান, মো. শাহনেওয়াজ, কবির আহমেদ, ফারুক আহমেদ সেন্টু, মনিরুল আলম কাজল, আবদুর রহিম শুভ্র, ইকবাল চৌধুরী, আমিনুল আশরাফ, শিবলী সরকার, শাহরিয়ার পলিন, কানিজ ফাতেমা লিসা, স্বপ্নিল, শাহনাজ পারভীন ঝর্ণা, নূর আকতার মায়া, সোহেল আহমেদ, মিজান শান্ত, রাকিব হাসান, নাবিল হাসান, ফয়সাল আহমেদ, মো. ইব্রাহিম মোল্লা, উইলিয়াম নিকসন গমেজ, অর্নব খান এবং পলি বিশ^াস।

রবিবার, ০৩ অক্টোবর ২০২১ , ১৮ আশ্বিন ১৪২৮ ২৪ সফর ১৪৪৩

৮ বছর পর মহাকালের ‘ঘুম নেই’

বিনোদন প্রতিবেদক

image

দীর্ঘ ৮ বছর পর মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা নাসির উদ্দীন ইউসুফ রচিত এবং জন মার্টিন নির্দেশিত মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ‘ঘুম নেই’ আবারও মঞ্চে আসছে। এ নাটকটির ১০৭টি প্রদর্শনী শেষে মঞ্চায়ন বন্ধ ছিল। সবশেষ সাভারস্থ গণ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা নাসির উদ্দীন ইউসুফের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ‘ঘুম নেই’ এর বিশেষ প্রদর্শনী হয় ৩০ মার্চ, ২০১৩ গণ বিশ্ববিদ্যালয়স্থ পিএইচএ ভবনে। নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ৮ মে ১৯৯৪ সালে মহিলা সমিতি মঞ্চে। বিজয়ের এর ৪০ বছরে  ‘ঘুমনেই’ নাটকের শততম মঞ্চায়ন হয় ৮ ডিসেম্বর, ২০১১ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়।

০৩ অক্টোবর বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এর প্রদর্শনী হবে। এরপরের প্রদর্শনী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-এ ০৫ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা’য়। নাটকটির কুশীলব মীর জাহিদ হাসান, মো. শাহনেওয়াজ, কবির আহমেদ, ফারুক আহমেদ সেন্টু, মনিরুল আলম কাজল, আবদুর রহিম শুভ্র, ইকবাল চৌধুরী, আমিনুল আশরাফ, শিবলী সরকার, শাহরিয়ার পলিন, কানিজ ফাতেমা লিসা, স্বপ্নিল, শাহনাজ পারভীন ঝর্ণা, নূর আকতার মায়া, সোহেল আহমেদ, মিজান শান্ত, রাকিব হাসান, নাবিল হাসান, ফয়সাল আহমেদ, মো. ইব্রাহিম মোল্লা, উইলিয়াম নিকসন গমেজ, অর্নব খান এবং পলি বিশ^াস।