ঢাকা ভার্সিটি

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা গতকাল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

এবার প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজধানীসহ দেশের অন্য ৭টি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, রেজিস্টার প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ সংশ্লিষ্টরা ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন পরীক্ষা কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের কর্তৃপক্ষ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এ বছর ‘খ’ ইউনিটে ২,৩৭৮টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৭,৬৩৯ জন। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৬৮টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ কারাগার থেকে ঢাবির ভর্তি পরীক্ষা দিলেন এক পরীক্ষার্থী

খালেদ মাহমুদ, প্রতিনিধি, ঢাবি

রাজধানীর কেরানীগঞ্জ কারাগার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী। আদালতের নির্দেশে ওই পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই পরীক্ষার্থীর নাম প্রকাশ করেনি। গতকাল পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সূত্রে এ তথ্য জানা গেছে।

পরীক্ষার্থীর আবেদন অনুযায়ী বিজ্ঞ আদালত নির্দেশ দেয়ায় বিশ্ববিদ্যালয় ওই পরীক্ষার্থীর ইচ্ছা বাস্তবায়ন করেছে। বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক এবং একজন কর্মকর্তার উপস্থিতিতে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জানান, ‘আমাদের ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সেই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের রায় ছিল, তার ভর্তি পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা যায় কি না। তখন আমরা কারাগারেই সেই শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেছি।’

প্রক্টর আরও জানান, কারা কর্তৃপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রচেষ্টায় এই পরীক্ষা নেয়া হয়েছে। কলা অনুষদের ডিনের সঙ্গে কথা বলে আমাদের দু’জন শিক্ষক এবং একজন কর্মকর্তা সেখানে যান এবং যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

শিক্ষার্থীর পরিচয় জানতে চাইলে প্রক্টর বলেন, ‘তার একটি ব্যক্তিগত জীবন আছে। এটি প্রকাশ না করা ভালো। সে কোন অভিযোগে অভিযুক্ত এটি আমাদের দেখার বিষয় না। আমাদের কাছে আদালতের রায় এসেছিল, আমরা দু’জন শিক্ষক ও একজন কর্মকর্তা পাঠিয়ে সেই শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করেছি।’

image

ঢাবি হলের তালা ভাঙার পর গত শুক্রবার থেকে ছাত্ররা হলে প্রবেশ করছে। গতকাল অমর একুশে হলের সামনে থেকে তোলা -সংবাদ

আরও খবর
বিদ্রোহ দমনের নামে নির্যাতন হত্যা, জিয়ার বিচার দাবি
তিন মাসে ২১২ কোটি টাকা হাতিয়েছে ‘রিং আইডি’
ডেঙ্গু, এডিস মশার উপদ্রব কমছে না
ঝুঁকিপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ
জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে না হলে বিএনপি মানবে না ফখরুল
ঢাবি আবাসিক হলের তালা ভেঙে শিক্ষার্থীদের প্রবেশ শোকজের সিদ্ধান্ত
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৫ আসামিসহ গ্রেপ্তার ১১
পশ্চিমবঙ্গে ২৩ লাখ মানুষ বন্যাকবলিত
জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর মৃত্যু
খোঁজ মেলেনি পল্লবীর ৩ ছাত্রীর

রবিবার, ০৩ অক্টোবর ২০২১ , ১৮ আশ্বিন ১৪২৮ ২৪ সফর ১৪৪৩

ঢাকা ভার্সিটি

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে

নিজস্ব বার্তা পরিবেশক

image

ঢাবি হলের তালা ভাঙার পর গত শুক্রবার থেকে ছাত্ররা হলে প্রবেশ করছে। গতকাল অমর একুশে হলের সামনে থেকে তোলা -সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা গতকাল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

এবার প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজধানীসহ দেশের অন্য ৭টি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, রেজিস্টার প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ সংশ্লিষ্টরা ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন পরীক্ষা কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের কর্তৃপক্ষ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এ বছর ‘খ’ ইউনিটে ২,৩৭৮টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৭,৬৩৯ জন। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৬৮টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ কারাগার থেকে ঢাবির ভর্তি পরীক্ষা দিলেন এক পরীক্ষার্থী

খালেদ মাহমুদ, প্রতিনিধি, ঢাবি

রাজধানীর কেরানীগঞ্জ কারাগার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী। আদালতের নির্দেশে ওই পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই পরীক্ষার্থীর নাম প্রকাশ করেনি। গতকাল পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সূত্রে এ তথ্য জানা গেছে।

পরীক্ষার্থীর আবেদন অনুযায়ী বিজ্ঞ আদালত নির্দেশ দেয়ায় বিশ্ববিদ্যালয় ওই পরীক্ষার্থীর ইচ্ছা বাস্তবায়ন করেছে। বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক এবং একজন কর্মকর্তার উপস্থিতিতে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জানান, ‘আমাদের ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সেই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের রায় ছিল, তার ভর্তি পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা যায় কি না। তখন আমরা কারাগারেই সেই শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেছি।’

প্রক্টর আরও জানান, কারা কর্তৃপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রচেষ্টায় এই পরীক্ষা নেয়া হয়েছে। কলা অনুষদের ডিনের সঙ্গে কথা বলে আমাদের দু’জন শিক্ষক এবং একজন কর্মকর্তা সেখানে যান এবং যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

শিক্ষার্থীর পরিচয় জানতে চাইলে প্রক্টর বলেন, ‘তার একটি ব্যক্তিগত জীবন আছে। এটি প্রকাশ না করা ভালো। সে কোন অভিযোগে অভিযুক্ত এটি আমাদের দেখার বিষয় না। আমাদের কাছে আদালতের রায় এসেছিল, আমরা দু’জন শিক্ষক ও একজন কর্মকর্তা পাঠিয়ে সেই শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করেছি।’