মহাত্মা গান্ধীর অহিংস নীতি মেনে চললেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মহাত্মা গান্ধীর অহিংসা নীতি মেনে চললেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। মহাত্মা গান্ধী আজীবন ধর্ম-বর্ণ নির্বিশেষে শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করে গেছেন। মহাত্মা গান্ধী ভারতবর্ষের স্বাধীনতার অন্যতম প্রতিকৃত ছিলেন। তার অহিংসা নীতি মেনে নেলসল মেনডালা আফ্রিকার মানুষের অধিকার আদায় করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও মহাত্মা গান্ধীর অহিংসা নীতি অনুসরণ করে বাঙ্গালী জাতির অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন।

তিনি গতকাল বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ির জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী, আন্তর্জাতিক অহিংসা দিবস উদযাপন ও নবরুপায়িত গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে গান্ধী আশ্রম মেমোরিয়াল হাইস্কুল মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি বিচারপতি সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আবদুল মোমেন, ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী, সাবেক মন্ত্রী আসাদুজ্জামন নুর, অরোমা দত্ত এমপি, বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি তোম পউতি আইনেন, ট্রাস্টি মেজবাহ উদ্দিন সিরাজী প্রমুখ।

সভায় নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম, সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা, নোয়াখালী জেলা আওয়ামী লীগ আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আলম সেলিম, চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমসহ জেলার বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নবরুপায়িত গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের উদ্বোধন করেন।

রবিবার, ০৩ অক্টোবর ২০২১ , ১৮ আশ্বিন ১৪২৮ ২৪ সফর ১৪৪৩

মহাত্মা গান্ধীর অহিংস নীতি মেনে চললেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে আইনমন্ত্রী

প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মহাত্মা গান্ধীর অহিংসা নীতি মেনে চললেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। মহাত্মা গান্ধী আজীবন ধর্ম-বর্ণ নির্বিশেষে শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করে গেছেন। মহাত্মা গান্ধী ভারতবর্ষের স্বাধীনতার অন্যতম প্রতিকৃত ছিলেন। তার অহিংসা নীতি মেনে নেলসল মেনডালা আফ্রিকার মানুষের অধিকার আদায় করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও মহাত্মা গান্ধীর অহিংসা নীতি অনুসরণ করে বাঙ্গালী জাতির অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন।

তিনি গতকাল বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ির জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী, আন্তর্জাতিক অহিংসা দিবস উদযাপন ও নবরুপায়িত গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে গান্ধী আশ্রম মেমোরিয়াল হাইস্কুল মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি বিচারপতি সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আবদুল মোমেন, ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী, সাবেক মন্ত্রী আসাদুজ্জামন নুর, অরোমা দত্ত এমপি, বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি তোম পউতি আইনেন, ট্রাস্টি মেজবাহ উদ্দিন সিরাজী প্রমুখ।

সভায় নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম, সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা, নোয়াখালী জেলা আওয়ামী লীগ আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আলম সেলিম, চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমসহ জেলার বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নবরুপায়িত গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের উদ্বোধন করেন।