টাইগারদের আজ বিশ্বকাপ যাত্রা

টি-২০ বিশ্বকাপ খেলার উদ্দেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওমান যাত্রা করবে আজ। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বাছাইপর্বের ম্যাচের ১৪ দিন আগে ওমানে যাচ্ছে মাহমুদুল্লাহরা। গতকাল দলের ক্রিকেটারদের কোভিড টেস্ট করানো হয়েছে। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান বাদে বিশ্বকাপ স্কোয়াডে থাকা সদস্যরা নমুনা দেন। আইপিএলে খেলার জন্য সাকিব-মোস্তাফিজ আরব আমিরাতে অবস্থান করছেন। ক্রিকেটারদের করোনা টেস্টের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

তিনি বলেন, ‘কাল দল ওমান চলে যাবে, ইতোমধ্যে সবার করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।’ রোববার রাত ১০টা ৪৫ মিনিটে ওমানের বিমান ধরবেন মাহমুদুল্লাহরা। পরের দিন ওমানে পৌঁছে একদিনের রুম কোয়ারেন্টিন করবে। ৫ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন।

চারদিন টানা অনুশীলনের পর ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও বাংলাদেশ দলকে একদিনের কোয়ারেন্টিন করতে হবে। ১১ অক্টোবরই দল নামবে অনুশীলনে। এরপর ১২ ও ১৪ অক্টোবর দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিক, মাহমুদুল্লাহ, তাসকিনরা। ১৫ অক্টোবর বাংলাদেশ ফিরে যাবে ওমানে। সেখানেই আসল মিশন শুরু তাদের। এবার অবশ্য কোন কোয়ারেন্টিন লাগবে না ক্রিকেটারদের। বিশ্বকাপের সুপার টুয়েলভ খেলতে হলে প্রথমপর্ব উতরাতে হবে বাংলাদেশকে। ১৭ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর ১৯ ও ২১ অক্টোবর বাংলাদেশ লড়বে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। বাছাইপর্বের বাধা উতরাতে পারলে বাংলাদেশ যাবে সুপার টুয়েলভে। সুপার টুয়েলভে উঠলে ২৫ অক্টোবর শারজাতে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। ২৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-র রানার্সআপ দল। ৩ নভেম্বর দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ৫ ও ৭ নভেম্বর খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ম্যাচগুলো হবে দুবাই ও শারজাতে।

টি-২০ বিশ্বকাপের শেষ ছয় আসরে এ পর্যন্ত মাত্র একটি ম্যাচে জিতেছিল বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের বিস্ফোরক ইনিংসের সুবাদে ২০০৭ টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তারা। এখন পর্যন্ত এটিই টাইগারদের একমাত্র জয়।

টি-২০ বিশ্বকাপের বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নূরুল হাসান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও শামীম হোসেন।

* সাকিব ও মোস্তাফিজ আইপিএল খেলতে বর্তমানে আবর আমিরাতে রয়েছেন। ৯ অক্টোবর দুই জনের জাতীয় দলের সঙ্গে যোগদেয়ার কথা।

রবিবার, ০৩ অক্টোবর ২০২১ , ১৮ আশ্বিন ১৪২৮ ২৪ সফর ১৪৪৩

টাইগারদের আজ বিশ্বকাপ যাত্রা

ক্রীড়া বার্তা পরিবেশক

image

টি-২০ বিশ্বকাপ খেলার উদ্দেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওমান যাত্রা করবে আজ। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বাছাইপর্বের ম্যাচের ১৪ দিন আগে ওমানে যাচ্ছে মাহমুদুল্লাহরা। গতকাল দলের ক্রিকেটারদের কোভিড টেস্ট করানো হয়েছে। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান বাদে বিশ্বকাপ স্কোয়াডে থাকা সদস্যরা নমুনা দেন। আইপিএলে খেলার জন্য সাকিব-মোস্তাফিজ আরব আমিরাতে অবস্থান করছেন। ক্রিকেটারদের করোনা টেস্টের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

তিনি বলেন, ‘কাল দল ওমান চলে যাবে, ইতোমধ্যে সবার করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।’ রোববার রাত ১০টা ৪৫ মিনিটে ওমানের বিমান ধরবেন মাহমুদুল্লাহরা। পরের দিন ওমানে পৌঁছে একদিনের রুম কোয়ারেন্টিন করবে। ৫ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন।

চারদিন টানা অনুশীলনের পর ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও বাংলাদেশ দলকে একদিনের কোয়ারেন্টিন করতে হবে। ১১ অক্টোবরই দল নামবে অনুশীলনে। এরপর ১২ ও ১৪ অক্টোবর দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিক, মাহমুদুল্লাহ, তাসকিনরা। ১৫ অক্টোবর বাংলাদেশ ফিরে যাবে ওমানে। সেখানেই আসল মিশন শুরু তাদের। এবার অবশ্য কোন কোয়ারেন্টিন লাগবে না ক্রিকেটারদের। বিশ্বকাপের সুপার টুয়েলভ খেলতে হলে প্রথমপর্ব উতরাতে হবে বাংলাদেশকে। ১৭ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর ১৯ ও ২১ অক্টোবর বাংলাদেশ লড়বে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। বাছাইপর্বের বাধা উতরাতে পারলে বাংলাদেশ যাবে সুপার টুয়েলভে। সুপার টুয়েলভে উঠলে ২৫ অক্টোবর শারজাতে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। ২৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-র রানার্সআপ দল। ৩ নভেম্বর দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ৫ ও ৭ নভেম্বর খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ম্যাচগুলো হবে দুবাই ও শারজাতে।

টি-২০ বিশ্বকাপের শেষ ছয় আসরে এ পর্যন্ত মাত্র একটি ম্যাচে জিতেছিল বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের বিস্ফোরক ইনিংসের সুবাদে ২০০৭ টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তারা। এখন পর্যন্ত এটিই টাইগারদের একমাত্র জয়।

টি-২০ বিশ্বকাপের বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নূরুল হাসান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও শামীম হোসেন।

* সাকিব ও মোস্তাফিজ আইপিএল খেলতে বর্তমানে আবর আমিরাতে রয়েছেন। ৯ অক্টোবর দুই জনের জাতীয় দলের সঙ্গে যোগদেয়ার কথা।