দুই জেলায় বাড়ি ১২ দোকান ছাই

নোয়াখালী

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর সেনবাগে আগুনে পুড়ে চারটি বসত ঘর ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকান্ডে আরও ৩টি ঘর আংশিক পুড়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা। গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের হনি মন্ডল গ্রামের কুশা হাজী বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়। স্থানীয় বাসিন্দা সুজন জানান, শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের হনি মন্ডল গ্রামের কুশা হাজী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে ৪টি ঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘরে থাকা দুই বৃদ্ধ নারী আগুনে পুড়ে আহত হয়। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে মর্জিনা আক্তার ও সফিকুর রহমানসহ অন্তত আরও ৮ জন আহত হয়েছে।

গৌরনদী

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

ঐতিহ্যবাহী গৌরনদী বন্দরে শনিবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। বন্দরের প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানিয়েছেন, সকাল সাড়ে দশটার দিকে বন্দরের ব্যবসায়ী ও ইউপি সদস্য বাদশা মিয়ার লেপ-তোষক তৈরির দোকান থেকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ্বর্বর্তী দোকানে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বন্দরের ১২টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে গৌরনদী, উজিরপুর ও বরিশালের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা ।

সোমবার, ০৪ অক্টোবর ২০২১ , ১৯ আশ্বিন ১৪২৮ ২৫ সফর ১৪৪৩

দুই জেলায় বাড়ি ১২ দোকান ছাই

নোয়াখালী

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর সেনবাগে আগুনে পুড়ে চারটি বসত ঘর ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকান্ডে আরও ৩টি ঘর আংশিক পুড়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা। গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের হনি মন্ডল গ্রামের কুশা হাজী বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়। স্থানীয় বাসিন্দা সুজন জানান, শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের হনি মন্ডল গ্রামের কুশা হাজী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে ৪টি ঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘরে থাকা দুই বৃদ্ধ নারী আগুনে পুড়ে আহত হয়। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে মর্জিনা আক্তার ও সফিকুর রহমানসহ অন্তত আরও ৮ জন আহত হয়েছে।

গৌরনদী

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

ঐতিহ্যবাহী গৌরনদী বন্দরে শনিবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। বন্দরের প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানিয়েছেন, সকাল সাড়ে দশটার দিকে বন্দরের ব্যবসায়ী ও ইউপি সদস্য বাদশা মিয়ার লেপ-তোষক তৈরির দোকান থেকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ্বর্বর্তী দোকানে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বন্দরের ১২টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে গৌরনদী, উজিরপুর ও বরিশালের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা ।