৫ জন গ্রেপ্তার ২ জন রিমান্ডে

শীর্ষ রোহিঙ্গা নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’র চেয়ারম্যান মহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বেলা পৌনে ১২টায় কক্সবাজার তামান্না ফারাহর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকাল ১১টার দিকে হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া ওই ২ জনকে আদালতে হাজির করে পুলিশ। তারা হলো উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পে আশ্রয় নেয়া সি ব্লকের নুর বশরের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) ও কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহ (২৩)।

এদিকে মহিবুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। ৫ জনের মধ্যে ৪ জনকে ১৪ এপিবিএন এবং ১ জনকে উখিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের করা আবেদনের আলোকে জিজ্ঞাসাবাদের জন্য তামান্না ফারাহর আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মহিবুল্লাহ হত্যায় মো. ইলিয়াস (৩৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (এসপি) নাইমুল হক।

আটক মো. ইলিয়াস উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ এর বাসিন্দা। নাইমুল হক জানান, রোববার দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫-এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ নিয়ে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার রাতে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় ২৫ জন অজ্ঞাতনামা আসামি দেখিয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলার বাদী হয়েছেন নিহত মহিবুল্লাহ’র ছোটভাই হাবিব উল্লাহ।

সোমবার, ০৪ অক্টোবর ২০২১ , ১৯ আশ্বিন ১৪২৮ ২৫ সফর ১৪৪৩

মহিবুল্লাহ হত্যা

৫ জন গ্রেপ্তার ২ জন রিমান্ডে

প্রতিনিধি, কক্সবাজার

শীর্ষ রোহিঙ্গা নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’র চেয়ারম্যান মহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বেলা পৌনে ১২টায় কক্সবাজার তামান্না ফারাহর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকাল ১১টার দিকে হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া ওই ২ জনকে আদালতে হাজির করে পুলিশ। তারা হলো উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পে আশ্রয় নেয়া সি ব্লকের নুর বশরের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) ও কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহ (২৩)।

এদিকে মহিবুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। ৫ জনের মধ্যে ৪ জনকে ১৪ এপিবিএন এবং ১ জনকে উখিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের করা আবেদনের আলোকে জিজ্ঞাসাবাদের জন্য তামান্না ফারাহর আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মহিবুল্লাহ হত্যায় মো. ইলিয়াস (৩৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (এসপি) নাইমুল হক।

আটক মো. ইলিয়াস উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ এর বাসিন্দা। নাইমুল হক জানান, রোববার দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫-এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ নিয়ে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার রাতে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় ২৫ জন অজ্ঞাতনামা আসামি দেখিয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলার বাদী হয়েছেন নিহত মহিবুল্লাহ’র ছোটভাই হাবিব উল্লাহ।