বানিয়াচংয়ে জমি বিবাদে চাচা নিহত

হবিগঞ্জের বানিয়াচংয়ে যাত্রাপাশা গ্রামের শিশুদের ঝগড়া নিয়ে গতকাল সোমবার ভাতিজার অস্ত্রাঘাতে প্রবাসী চাচা শাহাবুদ্দীন (৩২) নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইরফান উল্লাহ দুই ছেলে শাহাবুদ্দীন ও হারুন মিয়া মধ্যে বাড়ি- জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে ওই বড়িতে দুই শিশুর ঝগড়াে জেরে বড় ভাই হারুন মিয়া ও তার ভাতিজা আনোয়ার হোসেন শাহাবুদ্দীনকে দেশীয় অস্ত্র (পিকল) দিয়ে বুকে আঘাত করলে তিনি আহত হন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরান হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ , ২০ আশ্বিন ১৪২৮ ২৬ সফর ১৪৪৩

বানিয়াচংয়ে জমি বিবাদে চাচা নিহত

প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচংয়ে যাত্রাপাশা গ্রামের শিশুদের ঝগড়া নিয়ে গতকাল সোমবার ভাতিজার অস্ত্রাঘাতে প্রবাসী চাচা শাহাবুদ্দীন (৩২) নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইরফান উল্লাহ দুই ছেলে শাহাবুদ্দীন ও হারুন মিয়া মধ্যে বাড়ি- জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে ওই বড়িতে দুই শিশুর ঝগড়াে জেরে বড় ভাই হারুন মিয়া ও তার ভাতিজা আনোয়ার হোসেন শাহাবুদ্দীনকে দেশীয় অস্ত্র (পিকল) দিয়ে বুকে আঘাত করলে তিনি আহত হন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরান হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।