১৫ আগস্টের হত্যাকাণ্ডে মাস্টারমাইন্ড ছিলেন জিয়া ও তারেক : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি হলো উন্নয়নের রাজনীতি আর বিএনপি‘র রাজনীতি হলো হত্যা, ক্যু ও প্রতিহিংসার রাজনীতি। ’৭৫ এর ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান। অন্যদিকে, ২০০৪ সনের ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড ছিলেন তার ছেলে তারেক রহমান। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার হলে জিয়াউর রহমানকে প্রাণ দিতে হতো না। কারণ, কোন হত্যাকাণ্ডের বিচার না হলে একটি হত্যাকাণ্ড আরেকটি হত্যাকাণ্ডের জন্ম দেয়। গতকাল সকাল ১১টায় শাহজাদপুর রবীন্দ্র কাচারিবাড়ি অডিটোরিয়ামে আয়োজিত সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসিবুর রহমান স্বপনের শোকসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রয়াত সংসদ সদস্য হাসিবুর রহমান স¦পন ছিলেন একজন সফল রাজনীতিবিদ। তিনি ছিলেন জনবান্ধব ও কর্মীবান্ধব। তিনি ইউপি চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ৩ বারের সংসদ সদস্য ছিলেন। এতেই প্রমাণিত হয় এলাকায় তিনি কত জনপ্রিয় নেতা ছিলেন। তিনি বলেন, হাসিবুর রহমান স্বপন দলকে সুসংগঠিত করার পাশাপাশি এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। তার অকাল মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারিয়েছি এবং এলাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। যা সহজে পূরণ হওয়া সম্ভব নয়।

শোকসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাবেক এমপি চয়ন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম।

প্রধান বক্তা এসএম কালাম হোসেন বলেন, আগামী ২ নভেম্বর এই আসনের উপ-নির্বাচন। অনেকেই দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তারপক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিদ্রোহী প্রার্থীদের দল থেকে আজীবন বহিষ্কার করা হবে। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে হাসিবুর রহমান স্বপন এমপি গত ২ সেপ্টেম্বর তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ , ২০ আশ্বিন ১৪২৮ ২৬ সফর ১৪৪৩

১৫ আগস্টের হত্যাকাণ্ডে মাস্টারমাইন্ড ছিলেন জিয়া ও তারেক : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি হলো উন্নয়নের রাজনীতি আর বিএনপি‘র রাজনীতি হলো হত্যা, ক্যু ও প্রতিহিংসার রাজনীতি। ’৭৫ এর ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান। অন্যদিকে, ২০০৪ সনের ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড ছিলেন তার ছেলে তারেক রহমান। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার হলে জিয়াউর রহমানকে প্রাণ দিতে হতো না। কারণ, কোন হত্যাকাণ্ডের বিচার না হলে একটি হত্যাকাণ্ড আরেকটি হত্যাকাণ্ডের জন্ম দেয়। গতকাল সকাল ১১টায় শাহজাদপুর রবীন্দ্র কাচারিবাড়ি অডিটোরিয়ামে আয়োজিত সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসিবুর রহমান স্বপনের শোকসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রয়াত সংসদ সদস্য হাসিবুর রহমান স¦পন ছিলেন একজন সফল রাজনীতিবিদ। তিনি ছিলেন জনবান্ধব ও কর্মীবান্ধব। তিনি ইউপি চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ৩ বারের সংসদ সদস্য ছিলেন। এতেই প্রমাণিত হয় এলাকায় তিনি কত জনপ্রিয় নেতা ছিলেন। তিনি বলেন, হাসিবুর রহমান স্বপন দলকে সুসংগঠিত করার পাশাপাশি এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। তার অকাল মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারিয়েছি এবং এলাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। যা সহজে পূরণ হওয়া সম্ভব নয়।

শোকসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাবেক এমপি চয়ন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম।

প্রধান বক্তা এসএম কালাম হোসেন বলেন, আগামী ২ নভেম্বর এই আসনের উপ-নির্বাচন। অনেকেই দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তারপক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিদ্রোহী প্রার্থীদের দল থেকে আজীবন বহিষ্কার করা হবে। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে হাসিবুর রহমান স্বপন এমপি গত ২ সেপ্টেম্বর তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।