সূচকে সামান্য উত্থান, কমেছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল সামান্য উত্থানে শেষ হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতন হয়েছে। ডিএসইতে সূচক সামান্য বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। সিএসইতেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৩৩১.৩৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৬৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৯৪.৪২ পয়েন্টে এবং দুই হাজার ৭৭৮.১২ পয়েন্টে।

ডিএসইতে গতকাল দুই হাজার ৩৫২ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ৪০৩ কোটি ১৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল দুই হাজার ৭৫৫ কোটি ২০ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৫টির বা ১৯.৭৫ শতাংশের, শেয়ার দর কমেছে ২৬৯টির বা ৭১.৫৪ শতাংশের এবং ৩২টির বা ৮.৫১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৩৩.২৭ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির দর বেড়েছে, কমেছে ২১৮টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইতে ৮৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬০ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৮৯ লাখ ২২ হাজার ৯৩০টি শেয়ার ৭৭ বার হাত বদলের মাধ্যমে ৬০ কোটি ৬৯ লাখ ২৩ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২০ কোটি টাকার লেনদেন হয়েছে ড্যাফোডিল কম্পিউটার্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৯১ লাখ ৯৪ হাজার টাকার ওরিয়ন ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৫ লাখ ৫৮ হাজার টাকার লেনদেন হয়েছে বেক্সিমকোর।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৯টির বা ৭১.৫৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫.৪০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ০.৬০ টাকা বা ১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইসিবি ইসলামিক ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগারের ৭.৯৫ শতাংশ, আজিজ পাইপসের ৬.৪৫ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৫.২৭ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৫.২৭ শতাংশ, ফার্মা এইডসের ৫.১১ শতাংশ, বিডি অটোকার্সের ৫.০৯ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৫.০২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৪.৯৩ শতাংশ এবং বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর ৪.৮৫ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৫টির বা ১৯.৭৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস ওরিয়ন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৪.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০৪.৩০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৯.৪০ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ফার্মা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৮.৯৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৮.৬৯ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৮.৬৮ শতাংশ, লাভেলোর ৮.৬৩ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৮.০৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৭.৯৩ শতাংশ, লাফার্জহোলসিমের ৭.৭৪ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৬.৬৫ শতাংশ এবং ইফাদ অটোসের শেয়ার দর ৬.৬৩ শতাংশ বেড়েছে।

বুধবার, ০৬ অক্টোবর ২০২১ , ২১ আশ্বিন ১৪২৮ ২৭ সফর ১৪৪৩

সূচকে সামান্য উত্থান, কমেছে লেনদেন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল সামান্য উত্থানে শেষ হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতন হয়েছে। ডিএসইতে সূচক সামান্য বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। সিএসইতেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৩৩১.৩৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৬৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৯৪.৪২ পয়েন্টে এবং দুই হাজার ৭৭৮.১২ পয়েন্টে।

ডিএসইতে গতকাল দুই হাজার ৩৫২ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ৪০৩ কোটি ১৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল দুই হাজার ৭৫৫ কোটি ২০ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৫টির বা ১৯.৭৫ শতাংশের, শেয়ার দর কমেছে ২৬৯টির বা ৭১.৫৪ শতাংশের এবং ৩২টির বা ৮.৫১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৩৩.২৭ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির দর বেড়েছে, কমেছে ২১৮টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইতে ৮৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬০ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৮৯ লাখ ২২ হাজার ৯৩০টি শেয়ার ৭৭ বার হাত বদলের মাধ্যমে ৬০ কোটি ৬৯ লাখ ২৩ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২০ কোটি টাকার লেনদেন হয়েছে ড্যাফোডিল কম্পিউটার্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৯১ লাখ ৯৪ হাজার টাকার ওরিয়ন ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৫ লাখ ৫৮ হাজার টাকার লেনদেন হয়েছে বেক্সিমকোর।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৯টির বা ৭১.৫৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫.৪০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ০.৬০ টাকা বা ১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইসিবি ইসলামিক ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগারের ৭.৯৫ শতাংশ, আজিজ পাইপসের ৬.৪৫ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৫.২৭ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৫.২৭ শতাংশ, ফার্মা এইডসের ৫.১১ শতাংশ, বিডি অটোকার্সের ৫.০৯ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৫.০২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৪.৯৩ শতাংশ এবং বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর ৪.৮৫ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৫টির বা ১৯.৭৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস ওরিয়ন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৪.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০৪.৩০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৯.৪০ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ফার্মা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৮.৯৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৮.৬৯ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৮.৬৮ শতাংশ, লাভেলোর ৮.৬৩ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৮.০৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৭.৯৩ শতাংশ, লাফার্জহোলসিমের ৭.৭৪ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৬.৬৫ শতাংশ এবং ইফাদ অটোসের শেয়ার দর ৬.৬৩ শতাংশ বেড়েছে।