অপরিকল্পিতভাবে রাস্তা কাটায় সেতু ধসে বেড়েছে জনদুর্ভোগ

কাটাখালির সস্কারের নামে চররায়পুরে অপরিকল্পিতভাবে সড়ক কেটে দেয়ায় বন্যার পানির তোড়ে এর পাশে একটি পাকা সেতু ধ্বসে গেছে। পাকা সেতু ধ্বসে পাড়ায় বৃহত্তর এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। মানুষ সীমাহীন দুর্ভোগ পড়েছে। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পৌরসভা । এলাকার আবদ্ধ পানি কাটাখালি দিয়ে নিষ্কাশনের জন্য চররায়পুরে সড়কের একটি পাকা সেতু নির্মাণ করে সিরাজগঞ্জ পৌরসভা। সেতু নির্মাণের ফলে এলাকাবাসী স্থায়ী জলবদ্ধতার হাত হতে মুক্তি পায়। একই সাথে যাতায়াতের সুুযোগও বাড়ে। এদিকে কাটাখালিকে আকর্ষনীয় করার জন্য সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বড় ধরনের প্রকল্প হাতে নেয়। এজন্য বরাদ্দ রয়েছে ২৪ কোটি টাকা ।

প্রকল্পের কাজ চলমান অবস্থায় এবার কাটাখালিতে বন্যার পানি প্রবেশ করে । এ অবস্থায় গত ২০ আগষ্ট কাটাখালি উন্নয়ন প্রকল্পের আওতায় চররায়পুরে পাকা সেতু সংলগ্ন সেতুর পশ্চিম পাশের সড়কের অংশ কেটে দেয়। কাটা অংশে বড় ধরনের চৌং বসিয়ে মাটি ভরাট করে দেওয়ার নিদের্শ ছিলো । কিন্তু প্রকল্পের কাজের সাথে দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিরা সেতুর পাশে মাটি কেটে ফিরে যায়। এর ফলে এক রাতে পানির প্রবল চাপে সড়কের পাকা সেতু ধ্বসে পড়লে যান সহ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।

এব্যাপারে স্থানীয় সহকারি অধ্যাপক সামসুল আলম বলেন, পাকা সেতু ভেঙ্গে যাওয়ায় মানুষেল চলাচলে দুর্ভোগ বেড়েছে। এলাকাটি দু-ভাগ হয়েছে।

সাবেক পৌর কাউন্সিলর ময়দান আলী খান বলেন, সেতু ধ্বসে পড়ায় সড়ক দিয়ে যানচলাচল বন্ধ গয়ে গেছে। মানুষকে ঘুরে যাতায়াত করতে হচ্ছে। কাউন্সিল সাইফুল ইসলাম জানান, এই সড়ক কাটার জন্য পানি উন্নয়ন বোর্ড পৌরসভার কাছ থেকে অনুমোদন নেন নি। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড সেতুটি নির্মাণ করবে বলে কথা দিয়েছে। তবে কবে হবে তা তিনি নিশ্চিত করতে পারে নি। তিনি আরও বলেন, চলাচলের জন্য এলাকাবাসী বাশের চাড় দিয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও জাকির হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ স্থানে উন্নতমানের সেতু নির্মাণ করা হবে। এজন্য ১০ কোটি টাকা বরাদ্দ আছে। অতি অল্প সময়ের মধ্যে টেন্ডার আহবান করা হবে।

বুধবার, ০৬ অক্টোবর ২০২১ , ২১ আশ্বিন ১৪২৮ ২৭ সফর ১৪৪৩

অপরিকল্পিতভাবে রাস্তা কাটায় সেতু ধসে বেড়েছে জনদুর্ভোগ

প্রতিনিধি, সিরাজগঞ্জ

image

সিরাজগঞ্জ : চররায়পুরে অপরিকল্পিতভাবে সড়ক কেটে দেয়ায় বন্যার পানির তোড়ে ধসে যাওয়া সেতু -সংবাদ

কাটাখালির সস্কারের নামে চররায়পুরে অপরিকল্পিতভাবে সড়ক কেটে দেয়ায় বন্যার পানির তোড়ে এর পাশে একটি পাকা সেতু ধ্বসে গেছে। পাকা সেতু ধ্বসে পাড়ায় বৃহত্তর এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। মানুষ সীমাহীন দুর্ভোগ পড়েছে। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পৌরসভা । এলাকার আবদ্ধ পানি কাটাখালি দিয়ে নিষ্কাশনের জন্য চররায়পুরে সড়কের একটি পাকা সেতু নির্মাণ করে সিরাজগঞ্জ পৌরসভা। সেতু নির্মাণের ফলে এলাকাবাসী স্থায়ী জলবদ্ধতার হাত হতে মুক্তি পায়। একই সাথে যাতায়াতের সুুযোগও বাড়ে। এদিকে কাটাখালিকে আকর্ষনীয় করার জন্য সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বড় ধরনের প্রকল্প হাতে নেয়। এজন্য বরাদ্দ রয়েছে ২৪ কোটি টাকা ।

প্রকল্পের কাজ চলমান অবস্থায় এবার কাটাখালিতে বন্যার পানি প্রবেশ করে । এ অবস্থায় গত ২০ আগষ্ট কাটাখালি উন্নয়ন প্রকল্পের আওতায় চররায়পুরে পাকা সেতু সংলগ্ন সেতুর পশ্চিম পাশের সড়কের অংশ কেটে দেয়। কাটা অংশে বড় ধরনের চৌং বসিয়ে মাটি ভরাট করে দেওয়ার নিদের্শ ছিলো । কিন্তু প্রকল্পের কাজের সাথে দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিরা সেতুর পাশে মাটি কেটে ফিরে যায়। এর ফলে এক রাতে পানির প্রবল চাপে সড়কের পাকা সেতু ধ্বসে পড়লে যান সহ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।

এব্যাপারে স্থানীয় সহকারি অধ্যাপক সামসুল আলম বলেন, পাকা সেতু ভেঙ্গে যাওয়ায় মানুষেল চলাচলে দুর্ভোগ বেড়েছে। এলাকাটি দু-ভাগ হয়েছে।

সাবেক পৌর কাউন্সিলর ময়দান আলী খান বলেন, সেতু ধ্বসে পড়ায় সড়ক দিয়ে যানচলাচল বন্ধ গয়ে গেছে। মানুষকে ঘুরে যাতায়াত করতে হচ্ছে। কাউন্সিল সাইফুল ইসলাম জানান, এই সড়ক কাটার জন্য পানি উন্নয়ন বোর্ড পৌরসভার কাছ থেকে অনুমোদন নেন নি। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড সেতুটি নির্মাণ করবে বলে কথা দিয়েছে। তবে কবে হবে তা তিনি নিশ্চিত করতে পারে নি। তিনি আরও বলেন, চলাচলের জন্য এলাকাবাসী বাশের চাড় দিয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও জাকির হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ স্থানে উন্নতমানের সেতু নির্মাণ করা হবে। এজন্য ১০ কোটি টাকা বরাদ্দ আছে। অতি অল্প সময়ের মধ্যে টেন্ডার আহবান করা হবে।