ফরিদগঞ্জ ও নোয়াখালীতে অটোচালকদের বিক্ষোভ

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ইজি বাইক ও ব্যাটারি চালিত রিক্সা চালক এবং শ্রমিকরা গত সোমবার ৪ অক্টোবর সকালে উপজেলা পরিষদের সামনে ৫ দফা দাবির নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বিক্ষোভ মিছিলের পূর্বে মানববন্ধনে প্রায় দুইশতাধিক চালক ও শ্রমিক অংশ নেয়। মানববন্ধনে সংগ্রাম পরিষদের জেলা নেতা কমরেড শাহজাহান তালুকদার ও স্থানীয় নেতা কমরেড হারুনুর রশীদ ও শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই সময় বক্তরা, ফরিদগঞ্জ পৌরসভা কর্তৃক পৌর এলাকা চালিত ইজি বাইক ও ব্যাটারী চালিত রিক্সা রেজিষ্ট্রেশন মাত্রাতিরিক্ত ফি বৃদ্ধি প্রত্যাহারসহ তাদের ৫ দফা দাবী সরকার ও কর্তৃপক্ষকে মেনে নেওয়ার আহ্বান করেন। পরে, তারা বিক্ষোভ মিছিল নিয়ে পৌর এলাকার প্রদান সড়কগুলো প্রদক্ষিণ করে। পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, তারা আমার কাছে কোন আবেদন করেনি, এ বিষয়ে আমি কিছ্ইু জানিনা।

প্রতিনিধি, নোয়াখালী

চার দফা দাবিতে নোয়াখালীতে রিকশা, ভ্যান, ব্যটারি চালিত রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ মানববন্ধন করেছে। সোমবার সকাল ১০টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এক ঘন্টারও বেশি সময় ধরে এ মানববন্ধন ও সমাবেশ চলে।

সমাবেশ ও মানববন্ধনে ‘সারাদেশে ব্যটারি চালিত রিকশা ও ভান চলাচল বন্ধে সরকারের অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার, ৫০ লাখ মানুষের আত্মকর্মসংস্থান ও আড়াই কোটি মানুষের জীবন জীবিকা রক্ষা। এ ছাড়াও ব্যাটারি চালিত রিকশা আধুনিক ও নিরাপদ করার সার্থে প্রকৌশলী, পরিবহন বিশষজ্ঞ, বিআর টিএ কতৃপক্ষ ও অভিজ্ঞ মেকানিক সমন্বয়ে কমিটি গঠন ও রিকশা নকশা কাঠামো, সিট ও ব্রেকের দুর্বলতা দূর, নীতিমালা প্রনয়ণ করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রিকশা, ভ্যান, ব্যটারি চালিত রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবদুর রাজ্জাক, বাসদ (খালেকুজ্জামান), জেলা কমিটির আহবায়ক খায়ের ইমতিয়াজ মাসুদ দাউদ, পরিষদের জেলা আহবায়ক বেলাল হোসেন প্রমুখ।

বুধবার, ০৬ অক্টোবর ২০২১ , ২১ আশ্বিন ১৪২৮ ২৭ সফর ১৪৪৩

ফরিদগঞ্জ ও নোয়াখালীতে অটোচালকদের বিক্ষোভ

সংবাদদাতা, ফরিদগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ইজি বাইক ও ব্যাটারি চালিত রিক্সা চালক এবং শ্রমিকরা গত সোমবার ৪ অক্টোবর সকালে উপজেলা পরিষদের সামনে ৫ দফা দাবির নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বিক্ষোভ মিছিলের পূর্বে মানববন্ধনে প্রায় দুইশতাধিক চালক ও শ্রমিক অংশ নেয়। মানববন্ধনে সংগ্রাম পরিষদের জেলা নেতা কমরেড শাহজাহান তালুকদার ও স্থানীয় নেতা কমরেড হারুনুর রশীদ ও শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই সময় বক্তরা, ফরিদগঞ্জ পৌরসভা কর্তৃক পৌর এলাকা চালিত ইজি বাইক ও ব্যাটারী চালিত রিক্সা রেজিষ্ট্রেশন মাত্রাতিরিক্ত ফি বৃদ্ধি প্রত্যাহারসহ তাদের ৫ দফা দাবী সরকার ও কর্তৃপক্ষকে মেনে নেওয়ার আহ্বান করেন। পরে, তারা বিক্ষোভ মিছিল নিয়ে পৌর এলাকার প্রদান সড়কগুলো প্রদক্ষিণ করে। পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, তারা আমার কাছে কোন আবেদন করেনি, এ বিষয়ে আমি কিছ্ইু জানিনা।

প্রতিনিধি, নোয়াখালী

চার দফা দাবিতে নোয়াখালীতে রিকশা, ভ্যান, ব্যটারি চালিত রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ মানববন্ধন করেছে। সোমবার সকাল ১০টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এক ঘন্টারও বেশি সময় ধরে এ মানববন্ধন ও সমাবেশ চলে।

সমাবেশ ও মানববন্ধনে ‘সারাদেশে ব্যটারি চালিত রিকশা ও ভান চলাচল বন্ধে সরকারের অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার, ৫০ লাখ মানুষের আত্মকর্মসংস্থান ও আড়াই কোটি মানুষের জীবন জীবিকা রক্ষা। এ ছাড়াও ব্যাটারি চালিত রিকশা আধুনিক ও নিরাপদ করার সার্থে প্রকৌশলী, পরিবহন বিশষজ্ঞ, বিআর টিএ কতৃপক্ষ ও অভিজ্ঞ মেকানিক সমন্বয়ে কমিটি গঠন ও রিকশা নকশা কাঠামো, সিট ও ব্রেকের দুর্বলতা দূর, নীতিমালা প্রনয়ণ করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রিকশা, ভ্যান, ব্যটারি চালিত রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবদুর রাজ্জাক, বাসদ (খালেকুজ্জামান), জেলা কমিটির আহবায়ক খায়ের ইমতিয়াজ মাসুদ দাউদ, পরিষদের জেলা আহবায়ক বেলাল হোসেন প্রমুখ।