‘রূপকথা নয়’ ওয়েব সিরিয়ালে হিমি

বর্তমানে বিজ্ঞাপন, নাটক ও ওয়েব সিরিয়াল নিয়ে ব্যস্ত সময় পার করছেন চলতি প্রজন্মের অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এর মধ্যে সম্প্রতি তিনি কাজ শেষ করেছেন জুয়েল হাসানের ‘বন্ধুর বউ’ শিরোনামের নাটকের। এ নাটকে তার নায়ক নিলয় আলমগীর। দ্রুতই এটি প্রচার হবে। অন্যদিকে এরই মধ্যে ৩টি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন হিমি। এর মধ্যে ওভিসি ফরচুন রাইস ব্রেন অয়েলের বিজ্ঞাপনটি অনএয়ার হচ্ছে। অন্যদিকে তার করা ওয়ালটনের একটি বিজ্ঞাপন প্রচারের অপেক্ষায় আছে। এর বাইরে দেশি পণ্য নিয়ে কাজ করার লাল সবুজ অ্যাপের বিজ্ঞাপনের কাজও শেষ করেছেন হিমি।

এর বাইরে প্রথমবারের মতো ওটিটির কাজ করছেন এই অভিনেত্রী। গোলাম সোহরাব দোদুলের ‘রূপকথা নয়’- শিরোনামের শতাধিক পর্বের ওয়েব সিরিয়ালে কাজ করছেন। জি-ফাইভের এ সিরিয়ালে হিমি ছাড়াও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু প্রমুখ। এ কাজটি করে অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন বলে জানালেন হিমি। তিনি গণমাধ্যমকে বলেন, ‘রূপকথা নয়’- এর গল্পটা বেশ আলাদা। এখানে চঞ্চল চৌধুরীসহ অনেক গুণী শিল্পী আছেন।

বুধবার, ০৬ অক্টোবর ২০২১ , ২১ আশ্বিন ১৪২৮ ২৭ সফর ১৪৪৩

‘রূপকথা নয়’ ওয়েব সিরিয়ালে হিমি

বিনোদন প্রতিবেদক

image

বর্তমানে বিজ্ঞাপন, নাটক ও ওয়েব সিরিয়াল নিয়ে ব্যস্ত সময় পার করছেন চলতি প্রজন্মের অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এর মধ্যে সম্প্রতি তিনি কাজ শেষ করেছেন জুয়েল হাসানের ‘বন্ধুর বউ’ শিরোনামের নাটকের। এ নাটকে তার নায়ক নিলয় আলমগীর। দ্রুতই এটি প্রচার হবে। অন্যদিকে এরই মধ্যে ৩টি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন হিমি। এর মধ্যে ওভিসি ফরচুন রাইস ব্রেন অয়েলের বিজ্ঞাপনটি অনএয়ার হচ্ছে। অন্যদিকে তার করা ওয়ালটনের একটি বিজ্ঞাপন প্রচারের অপেক্ষায় আছে। এর বাইরে দেশি পণ্য নিয়ে কাজ করার লাল সবুজ অ্যাপের বিজ্ঞাপনের কাজও শেষ করেছেন হিমি।

এর বাইরে প্রথমবারের মতো ওটিটির কাজ করছেন এই অভিনেত্রী। গোলাম সোহরাব দোদুলের ‘রূপকথা নয়’- শিরোনামের শতাধিক পর্বের ওয়েব সিরিয়ালে কাজ করছেন। জি-ফাইভের এ সিরিয়ালে হিমি ছাড়াও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু প্রমুখ। এ কাজটি করে অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন বলে জানালেন হিমি। তিনি গণমাধ্যমকে বলেন, ‘রূপকথা নয়’- এর গল্পটা বেশ আলাদা। এখানে চঞ্চল চৌধুরীসহ অনেক গুণী শিল্পী আছেন।