৩০টি মিউজিক কম্পোজিশন নির্মাণ করবে শিল্পকলা একাডেমি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় নৃত্য উপযোগী শাস্ত্রীয়, সমসাময়িক ও ফোক ধারার ৩০টি মৌলিক কম্পোজিশন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে ৩০জন সংগীত পরিচালককে দিয়ে।

এ বিষয়ে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী জানান, ‘নৃত্য উপযোগী মৌলিক মিউজিক কম্পোজিশন (ইন্সট্রুমেন্টাল) নিয়ে বাংলাদেশে ইতিপূর্বে কেউ উদ্যোগ গ্রহণ করেনি। পরিকল্পনা মোতাবেক দেশের খ্যাতনাম সংগীত পরিচালকদের দিয়ে শাস্ত্রীয়, সমসাময়িক ও ফোক এই তিন ধারার নৃত্য উপযোগী মিউজিক কম্পোজিশন নির্মান করা হবে। কাজটি নৃত্য চর্চার ক্ষেত্রে আমাদের জন্য একটি বড় অর্জন হয়ে থাকবে বলে আশা করছি।’

৪ অক্টোবর ২০২১ বিকেল ৪টায় একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক কাজী আফতাব উদ্দিন হাবলু’র সভাপতিত্বে তার অফিস কক্ষে দেশের খ্যাতনাম ও প্রতিষ্ঠিত সংগীত পরিচালকদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মিউজিক কম্পোজিশন নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা এবং চুক্তিপত্র স্বাক্ষর হয়।

সভায় দেশের বিশিষ্ট ও বরেণ্য সংগীত পরিচালক শেখ সাদী খান, কাজী আফতাব উদ্দিন হাবলু, মানাম আহমেদ, ইবরার টিপু, মকসুদ জামিল মিন্টু, ইবনে রাজন, শেখ জসীম, সানি জোবায়ের, বিনোদ রায়, তানভীর আলম সজীব, আনিসুর রহমান তনু, ওমর আল ফারুক এজাজ, কমল খালিদ, বিপ্লব বড়ুয়া, রিপন খান, কাজী আনানসহ ১৮জন সংগীত পরিচালক উপস্থিত ছিলেন। বাকী সংগীত পরিচালকরা ব্যস্ততার জন্য সভায় উপস্থিত থাকতে পারেননি।

বুধবার, ০৬ অক্টোবর ২০২১ , ২১ আশ্বিন ১৪২৮ ২৭ সফর ১৪৪৩

৩০টি মিউজিক কম্পোজিশন নির্মাণ করবে শিল্পকলা একাডেমি

বিনোদন প্রতিবেদক

image

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় নৃত্য উপযোগী শাস্ত্রীয়, সমসাময়িক ও ফোক ধারার ৩০টি মৌলিক কম্পোজিশন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে ৩০জন সংগীত পরিচালককে দিয়ে।

এ বিষয়ে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী জানান, ‘নৃত্য উপযোগী মৌলিক মিউজিক কম্পোজিশন (ইন্সট্রুমেন্টাল) নিয়ে বাংলাদেশে ইতিপূর্বে কেউ উদ্যোগ গ্রহণ করেনি। পরিকল্পনা মোতাবেক দেশের খ্যাতনাম সংগীত পরিচালকদের দিয়ে শাস্ত্রীয়, সমসাময়িক ও ফোক এই তিন ধারার নৃত্য উপযোগী মিউজিক কম্পোজিশন নির্মান করা হবে। কাজটি নৃত্য চর্চার ক্ষেত্রে আমাদের জন্য একটি বড় অর্জন হয়ে থাকবে বলে আশা করছি।’

৪ অক্টোবর ২০২১ বিকেল ৪টায় একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক কাজী আফতাব উদ্দিন হাবলু’র সভাপতিত্বে তার অফিস কক্ষে দেশের খ্যাতনাম ও প্রতিষ্ঠিত সংগীত পরিচালকদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মিউজিক কম্পোজিশন নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা এবং চুক্তিপত্র স্বাক্ষর হয়।

সভায় দেশের বিশিষ্ট ও বরেণ্য সংগীত পরিচালক শেখ সাদী খান, কাজী আফতাব উদ্দিন হাবলু, মানাম আহমেদ, ইবরার টিপু, মকসুদ জামিল মিন্টু, ইবনে রাজন, শেখ জসীম, সানি জোবায়ের, বিনোদ রায়, তানভীর আলম সজীব, আনিসুর রহমান তনু, ওমর আল ফারুক এজাজ, কমল খালিদ, বিপ্লব বড়ুয়া, রিপন খান, কাজী আনানসহ ১৮জন সংগীত পরিচালক উপস্থিত ছিলেন। বাকী সংগীত পরিচালকরা ব্যস্ততার জন্য সভায় উপস্থিত থাকতে পারেননি।