পাঠাও ফুডের ২৪ ঘণ্টা ডেলিভারি সার্ভিসে যোগ হলো আরও ৭টি রেস্টুরেন্ট

দিন-রাত ২৪ ঘণ্টা ফুড ডেলিভারি নিশ্চিত করতে নতুন করে সাতটি রেস্তোরাঁর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ‘পাঠাও ফুড’। এর ফলে ‘পাঠাও ফুড’ এর গ্রাহকরা প্ল্যাটফর্মটির মাধ্যমে যেকোনো সময় তাদের পছন্দের খাবার হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন। ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থিত যেসব রেস্তোরাঁ গ্রাহকদের দিন-রাত হোম ডেলিভারি সুবিধা দিতে পাঠাও এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, সেগুলো হলো- ‘জাপানিজ ফ্লেভারস’, ‘চাইনিজ রেসিপি’, ‘রোম এক্সপ্রেস’, ‘রোল স্পেস’, ‘ডে নাইট ইন্ডিয়ান রেস্টুরেন্ট’, ‘থাই এভরিডে’, ‘ভেনিস সেভেনটিন’।

এ সম্পর্কে পাঠাও প্রেসিডেন্ট ফাহিম আহমেদ বলেন, “প্রযুক্তির বিকাশ ও জীবনযাপন-রীতিতে পরিবর্তন আসায় অনলাইন ফুড ডেলিভারির চাহিদা দেশে দিনকে দিন বেড়েই চলেছে। করোনা মহামারি ও লকডাউনের সময়টাতে মানুষ এই সেবার ওপর আরো বেশি নির্ভরশীল হয়েছেন। সবদিক বিবেচনা করেই পাঠাও ফুড তার সেবার পরিধি বাড়াতে বহুমুখি উদ্যোগ নিয়েছে। ঢাকার সাতটি রেস্তোরাঁর সঙ্গে নতুন এই চুক্তির ফলে আমাদের গ্রাহকরা রাতদিন ২৪ ঘণ্টাই পাঠাও অ্যাপ থেকে তাদের পছন্দের খাবার অর্ডার করতে পারবেন। রাতের সময়টাতে যাদের কাজের ব্যস্ততা থাকে তারা এতে উপকৃত হবেন বলেই বিশ^াস করে পাঠাও।” সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ০৬ অক্টোবর ২০২১ , ২১ আশ্বিন ১৪২৮ ২৭ সফর ১৪৪৩

পাঠাও ফুডের ২৪ ঘণ্টা ডেলিভারি সার্ভিসে যোগ হলো আরও ৭টি রেস্টুরেন্ট

image

দিন-রাত ২৪ ঘণ্টা ফুড ডেলিভারি নিশ্চিত করতে নতুন করে সাতটি রেস্তোরাঁর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ‘পাঠাও ফুড’। এর ফলে ‘পাঠাও ফুড’ এর গ্রাহকরা প্ল্যাটফর্মটির মাধ্যমে যেকোনো সময় তাদের পছন্দের খাবার হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন। ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থিত যেসব রেস্তোরাঁ গ্রাহকদের দিন-রাত হোম ডেলিভারি সুবিধা দিতে পাঠাও এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, সেগুলো হলো- ‘জাপানিজ ফ্লেভারস’, ‘চাইনিজ রেসিপি’, ‘রোম এক্সপ্রেস’, ‘রোল স্পেস’, ‘ডে নাইট ইন্ডিয়ান রেস্টুরেন্ট’, ‘থাই এভরিডে’, ‘ভেনিস সেভেনটিন’।

এ সম্পর্কে পাঠাও প্রেসিডেন্ট ফাহিম আহমেদ বলেন, “প্রযুক্তির বিকাশ ও জীবনযাপন-রীতিতে পরিবর্তন আসায় অনলাইন ফুড ডেলিভারির চাহিদা দেশে দিনকে দিন বেড়েই চলেছে। করোনা মহামারি ও লকডাউনের সময়টাতে মানুষ এই সেবার ওপর আরো বেশি নির্ভরশীল হয়েছেন। সবদিক বিবেচনা করেই পাঠাও ফুড তার সেবার পরিধি বাড়াতে বহুমুখি উদ্যোগ নিয়েছে। ঢাকার সাতটি রেস্তোরাঁর সঙ্গে নতুন এই চুক্তির ফলে আমাদের গ্রাহকরা রাতদিন ২৪ ঘণ্টাই পাঠাও অ্যাপ থেকে তাদের পছন্দের খাবার অর্ডার করতে পারবেন। রাতের সময়টাতে যাদের কাজের ব্যস্ততা থাকে তারা এতে উপকৃত হবেন বলেই বিশ^াস করে পাঠাও।” সংবাদ বিজ্ঞপ্তি।