নারায়ণগঞ্জে স্বল্পমূল্যে কিডনি ডায়ালাইসিস সেন্টার

উদ্বোধন করলেন মেয়র আইভী নাসিক-এসবিএফ’র যৌথ উদ্যোগ

নারায়ণগঞ্জের দেওভোগে নগর স্বাস্থ্যকেন্দ্রে স্বল্পমূল্যে কিডনি ডায়ালাইসিস সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেছেন সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল দুপুর দেড়টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. আইভী বলেন, কিডনিজনিত জটিল রোগাক্রান্ত ব্যক্তিদের ডায়ালাইসিসে অনেক টাকা খরচ হয়। নগরবাসীর কল্যাণের কথা চিন্তা করে সোনার বাংলা ফাউন্ডেশনের (এসবিএফ) সঙ্গে যৌথ উদ্যোগে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এতে স্বল্পমূল্যে সেবা পাবে সাধারণ মানুষ।

সিটি মেয়র আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন স্বাস্থ্যসেবায় অনেক কাজ করেছে। নগরীতে চারটি হাসপাতাল রয়েছে। তিন হাসপাতালে বহির্বিভাগ চালু রয়েছে। এছাড়া একটি হাসপাতালে প্রসূতি মায়ের ডেলিভারিসহ পূর্ববর্তী ও পরবর্তী সেবা প্রদান করা হয়। নগরবাসীকে স্বাস্থ্যসেবা প্রদানে কিডনি ডায়ালাইসিসের কার্যক্রমও শুরু হয়েছে। প্রাথমিকভাবে আটটি শয্যা নিয়ে এই কার্যক্রম চালু হলেও দশটি শয্যা স্থাপনের চুক্তি রয়েছে বলে জানান ডা. আইভী।

স্বাস্থ্যঝুঁকি কমাতে, সবুজ নগরী গড়তে কাজ করছেন জানিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, অনেকে উন্নয়ন বলতে রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ বোঝেন। কিন্তু পরিবেশ ঠিক রাখতে বাবুরাইল খাল থেকে শুরু করে নারায়ণগঞ্জে অনেক পুকুর খনন করে দিয়েছি, খেলার মাঠ করেছি। যান্ত্রিক নারায়ণগঞ্জ, কলকারখানার নারায়ণগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষায় শেখ রাসেল পার্ক করেছি। এসব খাল, পার্ক, মাঠ মানুষের কল্যাণে করা হয়েছে। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেই পার্ক, মাঠ, পুকুরের কাজ করছি।

বাংলাদেশি প্রবাসীদের অনুদানে পরিচালিত সেবামূলক প্রতিষ্ঠান সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, সাবেক সচিব হোসনে আরা বেগম, মহাসচিব সাজ্জাদ রাশেদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, প্যানেল মেয়র আফসানা আফরোজ, সোনার বাংলা ফাউন্ডেশনের পণ্যদূত জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল প্রমুখ।

নাসিকের স্বাস্থ্য বিভাগ জানায়, নগর স্বাস্থ্যকেন্দ্র-৩ এর দ্বিতীয় ও তৃতীয় তলা কিডনি ডায়ালাইসিস কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে। নিচতলায় সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত থাকবে। এনসিসি-এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টারে কিডনি ডায়ালাইসিস সেবা, কিডনি ডিজিজ অ্যান্ড প্রিভেনশন স্কিনিংসহ সচেতনতামূলক সেবা ও কিডনি রোগীদের প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। এখানে নতুন ও পুরাতন রোগীদের ১৯শ টাকায় ডায়ালাইসিস করা যাবে। সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ওয়াহিদ হোসেন জানান, কিডনি ডায়ালাইসিসের জন্য ইতোমধ্যে আটটি অত্যাধুনিক যন্ত্র ও শয্যা স্থাপন করা হয়েছে। এসব যন্ত্রাংশ দেশের বাইরে থেকে আমদানি করা হলেও গাঠনিকভাবে তৈরি করা হয়েছে দেশের বঙ্গবন্ধু হাইটেক পার্কে। এসব যন্ত্র নষ্ট হলেও তা মেরামতের জন্য হাসপাতালেই ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ।

বুধবার, ০৬ অক্টোবর ২০২১ , ২১ আশ্বিন ১৪২৮ ২৭ সফর ১৪৪৩

নারায়ণগঞ্জে স্বল্পমূল্যে কিডনি ডায়ালাইসিস সেন্টার

উদ্বোধন করলেন মেয়র আইভী নাসিক-এসবিএফ’র যৌথ উদ্যোগ

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

image

নারায়ণগঞ্জের দেওভোগে নগর স্বাস্থ্যকেন্দ্রে স্বল্পমূল্যে কিডনি ডায়ালাইসিস সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেছেন সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল দুপুর দেড়টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. আইভী বলেন, কিডনিজনিত জটিল রোগাক্রান্ত ব্যক্তিদের ডায়ালাইসিসে অনেক টাকা খরচ হয়। নগরবাসীর কল্যাণের কথা চিন্তা করে সোনার বাংলা ফাউন্ডেশনের (এসবিএফ) সঙ্গে যৌথ উদ্যোগে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এতে স্বল্পমূল্যে সেবা পাবে সাধারণ মানুষ।

সিটি মেয়র আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন স্বাস্থ্যসেবায় অনেক কাজ করেছে। নগরীতে চারটি হাসপাতাল রয়েছে। তিন হাসপাতালে বহির্বিভাগ চালু রয়েছে। এছাড়া একটি হাসপাতালে প্রসূতি মায়ের ডেলিভারিসহ পূর্ববর্তী ও পরবর্তী সেবা প্রদান করা হয়। নগরবাসীকে স্বাস্থ্যসেবা প্রদানে কিডনি ডায়ালাইসিসের কার্যক্রমও শুরু হয়েছে। প্রাথমিকভাবে আটটি শয্যা নিয়ে এই কার্যক্রম চালু হলেও দশটি শয্যা স্থাপনের চুক্তি রয়েছে বলে জানান ডা. আইভী।

স্বাস্থ্যঝুঁকি কমাতে, সবুজ নগরী গড়তে কাজ করছেন জানিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, অনেকে উন্নয়ন বলতে রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ বোঝেন। কিন্তু পরিবেশ ঠিক রাখতে বাবুরাইল খাল থেকে শুরু করে নারায়ণগঞ্জে অনেক পুকুর খনন করে দিয়েছি, খেলার মাঠ করেছি। যান্ত্রিক নারায়ণগঞ্জ, কলকারখানার নারায়ণগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষায় শেখ রাসেল পার্ক করেছি। এসব খাল, পার্ক, মাঠ মানুষের কল্যাণে করা হয়েছে। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেই পার্ক, মাঠ, পুকুরের কাজ করছি।

বাংলাদেশি প্রবাসীদের অনুদানে পরিচালিত সেবামূলক প্রতিষ্ঠান সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, সাবেক সচিব হোসনে আরা বেগম, মহাসচিব সাজ্জাদ রাশেদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, প্যানেল মেয়র আফসানা আফরোজ, সোনার বাংলা ফাউন্ডেশনের পণ্যদূত জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল প্রমুখ।

নাসিকের স্বাস্থ্য বিভাগ জানায়, নগর স্বাস্থ্যকেন্দ্র-৩ এর দ্বিতীয় ও তৃতীয় তলা কিডনি ডায়ালাইসিস কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে। নিচতলায় সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত থাকবে। এনসিসি-এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টারে কিডনি ডায়ালাইসিস সেবা, কিডনি ডিজিজ অ্যান্ড প্রিভেনশন স্কিনিংসহ সচেতনতামূলক সেবা ও কিডনি রোগীদের প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। এখানে নতুন ও পুরাতন রোগীদের ১৯শ টাকায় ডায়ালাইসিস করা যাবে। সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ওয়াহিদ হোসেন জানান, কিডনি ডায়ালাইসিসের জন্য ইতোমধ্যে আটটি অত্যাধুনিক যন্ত্র ও শয্যা স্থাপন করা হয়েছে। এসব যন্ত্রাংশ দেশের বাইরে থেকে আমদানি করা হলেও গাঠনিকভাবে তৈরি করা হয়েছে দেশের বঙ্গবন্ধু হাইটেক পার্কে। এসব যন্ত্র নষ্ট হলেও তা মেরামতের জন্য হাসপাতালেই ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ।