‘দুর্নীতিবাজদের সামাজিকভাবে ঘৃণা করতে হবে’

যশোরে ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোরের উদ্যোগে দুই দফায় ‘স্থানীয় জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ জোরদারকরণ’ প্রকল্পের আওতায় এই সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে ২০১৬ সালে নির্বাচনের সময় দাখিলকৃত হলফনামার সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে বিগত পাঁচ বছরের সম্পদ বিবরণী প্রকাশ করবে চেয়ারম্যানরা। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দুর্নীতিবাজদের সামাজিকভাবে ঘৃণা করতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়া সম্ভব।

গতকাল যশোর শহরের একটি হোটেলে রাইটস যশোর আয়োজিত গণমাধ্যমে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশবিষয়ক সভায় ৫ জন চেয়ারম্যানের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়। তারা হলেন, যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মিয়া, ঝিকরগাছা, উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ, মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক, যশোর সদরের রামনগর ইউনিয়নের চেয়ারম্যান নাজনীন নাহার ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছরিন সুলতানা। এর আগে ২৭ সেপ্টেম্বর একই হোটেলে সম্পদ বিবরণী প্রকাশ করেন যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবদুল হোসেন খান, অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মো. মফিজ উদ্দিন, কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বজলুর রহমান ও নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোদাচ্ছের আলী।

রাইটস যশোরের সভাপতি ডা. ইয়াকুব আলী মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক মো. হুসাইন শওকত। বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন যশোরের উপপরিচালক নাজমুচ্ছায়াদাত, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও যশোরের সিনিয়র আইনজীবী মাহবুব আলম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, রাইটস যশোরের নির্বাহী কমিটির সদস্য ইয়াকুব আলী।

স্বাগত বক্তব্য রাখেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম ম্যানেজার এসএম আজহারুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রুকুনউদ্দৌলাহ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, বিএফইউজে যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, সাংবাদিক সোহরাব হোসেন, সুশীল সমাজের প্রতিনিধি দুলাল সমাদ্দার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিবাজদের সামজিকভাবে ঘৃণা করতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়া সম্ভব। যশোরের ১০জন চেয়ারম্যান তাদের সম্পদ বিবরণী প্রকাশ করে সাহসের পরিচয় দিয়েছেন। তাদের এই সাহসী পদক্ষেপ স্বচ্ছতা জবাবদিহিতা ও জনগণের কাছে জনপ্রতিনিধিদের বিশ^াসযোগ্যতা বাড়াবে। পাঁচ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে কারও কারও সম্পদ কমতে পারে, আবার বাড়তেও পারে।

বুধবার, ০৬ অক্টোবর ২০২১ , ২১ আশ্বিন ১৪২৮ ২৭ সফর ১৪৪৩

যশোরে ১০ ইউপি চেয়ারম্যানের সম্পদ বিবরণী প্রকাশ

‘দুর্নীতিবাজদের সামাজিকভাবে ঘৃণা করতে হবে’

যশোর অফিস

যশোরে ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোরের উদ্যোগে দুই দফায় ‘স্থানীয় জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ জোরদারকরণ’ প্রকল্পের আওতায় এই সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে ২০১৬ সালে নির্বাচনের সময় দাখিলকৃত হলফনামার সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে বিগত পাঁচ বছরের সম্পদ বিবরণী প্রকাশ করবে চেয়ারম্যানরা। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দুর্নীতিবাজদের সামাজিকভাবে ঘৃণা করতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়া সম্ভব।

গতকাল যশোর শহরের একটি হোটেলে রাইটস যশোর আয়োজিত গণমাধ্যমে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশবিষয়ক সভায় ৫ জন চেয়ারম্যানের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়। তারা হলেন, যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মিয়া, ঝিকরগাছা, উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ, মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক, যশোর সদরের রামনগর ইউনিয়নের চেয়ারম্যান নাজনীন নাহার ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছরিন সুলতানা। এর আগে ২৭ সেপ্টেম্বর একই হোটেলে সম্পদ বিবরণী প্রকাশ করেন যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবদুল হোসেন খান, অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মো. মফিজ উদ্দিন, কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বজলুর রহমান ও নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোদাচ্ছের আলী।

রাইটস যশোরের সভাপতি ডা. ইয়াকুব আলী মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক মো. হুসাইন শওকত। বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন যশোরের উপপরিচালক নাজমুচ্ছায়াদাত, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও যশোরের সিনিয়র আইনজীবী মাহবুব আলম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, রাইটস যশোরের নির্বাহী কমিটির সদস্য ইয়াকুব আলী।

স্বাগত বক্তব্য রাখেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম ম্যানেজার এসএম আজহারুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রুকুনউদ্দৌলাহ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, বিএফইউজে যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, সাংবাদিক সোহরাব হোসেন, সুশীল সমাজের প্রতিনিধি দুলাল সমাদ্দার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিবাজদের সামজিকভাবে ঘৃণা করতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়া সম্ভব। যশোরের ১০জন চেয়ারম্যান তাদের সম্পদ বিবরণী প্রকাশ করে সাহসের পরিচয় দিয়েছেন। তাদের এই সাহসী পদক্ষেপ স্বচ্ছতা জবাবদিহিতা ও জনগণের কাছে জনপ্রতিনিধিদের বিশ^াসযোগ্যতা বাড়াবে। পাঁচ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে কারও কারও সম্পদ কমতে পারে, আবার বাড়তেও পারে।