রংপুর মহাসড়ক অবরোধ করে ট্রাক চালকদের বিক্ষোভ

বিভিন্ন অজুহাতে ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল দুপুরে শতাধিক ট্রাক চালক ও হেলপাররা রংপুর নগরীর আর কে রোডের ট্রাক টার্মিনালে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বিক্ষোভের কারনে মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। ফলে মহাসড়কের দু’পার্শে অসংখ্য যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারী ট্রাক চালকদের অভিযোগ রংপুর নগরীর বিভিন্ন স্থানে লোকাল ট্রাক গুলো ইট বালু মাটিসহ বিভিন্ন নির্মান সামগ্রী বহন করে। এসব ট্রাকের হালনাগাদ কাগজ পত্র থাকার পরেও ট্রাফিক পুলিশ নগরীর ছয়টি থানা এলাকায় চলাচলকারী ট্রাক আটকিয়ে কাগজ পত্র দেখার নামে হয়রানি ও বিভিন্ন অজুহাতে মামলা দায়ের করে তাদের হয়রানি করে আসছে। পুলিশের অব্যাহত চাঁদাবাজি আর হয়রানিতে তারা অতিষ্ঠ এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বেশ কয়েকবার লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার মেলে নি। সে কারনে বাধ্য হয়ে তারামহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। এ ব্যাপারে ট্রাক চালক সাহেব আলী জানান তার ট্রাকের সব কাগজপত্র থাকার পরেও শুধু পুলিশকে ঘুষ না দেয়ায় তিনবার তার ট্রাক আটকিয়ে মামলা দিয়েছে। একই অভিযোগ করেন ট্রাক চালক আবদুল্লাসহ আরও অনেকে।

এ ব্যাপারে রংপুর জেলা ট্রাক, ট্যাংলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সম্পাদক বাদশা মিয়া অভিযোগ করেন সোমবার রাতে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে ট্রাক থামিয়ে বৈধ কাগজপত্র দেখতে চান এক পুলিশ সদস্য। কাগজের ফটোকপি দেখালে মূল কাগজ দেখতে চান।

বুধবার, ০৬ অক্টোবর ২০২১ , ২১ আশ্বিন ১৪২৮ ২৭ সফর ১৪৪৩

ট্রাফিক পুলিশের চাঁদাবাজি

রংপুর মহাসড়ক অবরোধ করে ট্রাক চালকদের বিক্ষোভ

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

বিভিন্ন অজুহাতে ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল দুপুরে শতাধিক ট্রাক চালক ও হেলপাররা রংপুর নগরীর আর কে রোডের ট্রাক টার্মিনালে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বিক্ষোভের কারনে মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। ফলে মহাসড়কের দু’পার্শে অসংখ্য যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারী ট্রাক চালকদের অভিযোগ রংপুর নগরীর বিভিন্ন স্থানে লোকাল ট্রাক গুলো ইট বালু মাটিসহ বিভিন্ন নির্মান সামগ্রী বহন করে। এসব ট্রাকের হালনাগাদ কাগজ পত্র থাকার পরেও ট্রাফিক পুলিশ নগরীর ছয়টি থানা এলাকায় চলাচলকারী ট্রাক আটকিয়ে কাগজ পত্র দেখার নামে হয়রানি ও বিভিন্ন অজুহাতে মামলা দায়ের করে তাদের হয়রানি করে আসছে। পুলিশের অব্যাহত চাঁদাবাজি আর হয়রানিতে তারা অতিষ্ঠ এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বেশ কয়েকবার লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার মেলে নি। সে কারনে বাধ্য হয়ে তারামহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। এ ব্যাপারে ট্রাক চালক সাহেব আলী জানান তার ট্রাকের সব কাগজপত্র থাকার পরেও শুধু পুলিশকে ঘুষ না দেয়ায় তিনবার তার ট্রাক আটকিয়ে মামলা দিয়েছে। একই অভিযোগ করেন ট্রাক চালক আবদুল্লাসহ আরও অনেকে।

এ ব্যাপারে রংপুর জেলা ট্রাক, ট্যাংলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সম্পাদক বাদশা মিয়া অভিযোগ করেন সোমবার রাতে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে ট্রাক থামিয়ে বৈধ কাগজপত্র দেখতে চান এক পুলিশ সদস্য। কাগজের ফটোকপি দেখালে মূল কাগজ দেখতে চান।