সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার : আটক ৬

কক্সবাজারের টেকনাফে ফিশিং ট্রলারসহ পৃথক অভিযানে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ ছয় পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে ফিশিং ট্রলার ও জাল জব্দ করা হয়। তবে আটক পাচারকারীদের মধ্যে দুইজন রোহিঙ্গা নাগরিকও রয়েছে বলে জানা গেছে।

আটক পাচারকারীরা হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝরপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. শামসুল আলম (২৫), উত্তরপাড়া এলাকার মো. হাসনের ছেলে মো. আক্তার হোসেন (৩৫), হাজীপাড়া এলাকার মো. কালা মিয়ার ছেলে মো. হোসন (২৮), ২৬ নম্বর নয়াপাড়া মুচনী ক্যাম্পের রোহিঙ্গা মৃত আহমদ হোসেনের ছেলে মো. জমির হোসন (৫০) ও ১৮ নম্বর উখিয়া বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা মৃত বশির আহমদের ছেলে মো. কেফায়েত উল্লাহ (৩০) এবং টেকনাফের হ্নীলা জাদিমুড়া এলাকার মৃত সুলতান আহম্মদের ছেলে মো. করিম (২৭)।

গতকাল দুপুরে টেকনাফস্থ বিজিবি-২ ব্যাটালিয়নে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান এসব তথ্য নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিজিবি-২ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর রুবায়াৎ কবীর, অপারেশন অফিসার মেজর মুহতাসিম শাকিল।

অধিনায়ক জানান, গতকাল ভোররাতে দমদমিয়া বিওপি এলাকার হ্নীলা জাদিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে একটি বাড়িতে ইয়াবা মজুদের গোপন সংবাদে টেকনাফস্থ বিজিবি-২ ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল ওই এলাকায় মো. করিমের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘরের ফলস সিলিংয়ের উপরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। এ সময় মো. করিমকেও আটক করা হয়।

এছাড়া গত সোমবার বিকেলে শাহপরীর দ্বীপ বিওপির একটি বিশেষ টহলদল মায়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান শাহপরীর দ্বীপ মিস্থিপাড়া ঘাট দিয়ে পাচারের গোপন সংবাদে সেখানে ছুটে যায়। এ সময় ঘাটে থাকা মাছধরার একটি ইঞ্জিনচালিত ফিশিং ট্রলার সন্দেহ হলে তা তল্লাশিকালে পাঁচ জেলেকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের তথ্যে ট্রলারের তেলের টাংকিতে অভিনব কায়দায় লুকানো ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় রোহিঙ্গাসহ পাঁচ পাচারকারীকে আটক এবং জালসহ ট্রলারটি জব্দ করা হয়েছে। তবে পৃথক অভিযানে উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি ৫০ লাখ টাকা বলে জানায়।

তিনি আরও জানান, বিজিবির পৃথক অভিযানে উদ্ধার ইয়াবাসহ আটক ছয় পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা এবং উদ্ধারকৃত ট্রলার ও জাল টেকনাফ শুল্ক স্টেশনে জমা করা হবে বলে জানিয়েছেন।

বুধবার, ০৬ অক্টোবর ২০২১ , ২১ আশ্বিন ১৪২৮ ২৭ সফর ১৪৪৩

টেকনাফে জেলেদের নৌকায় অভিযান

সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার : আটক ৬

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে ফিশিং ট্রলারসহ পৃথক অভিযানে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ ছয় পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে ফিশিং ট্রলার ও জাল জব্দ করা হয়। তবে আটক পাচারকারীদের মধ্যে দুইজন রোহিঙ্গা নাগরিকও রয়েছে বলে জানা গেছে।

আটক পাচারকারীরা হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝরপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. শামসুল আলম (২৫), উত্তরপাড়া এলাকার মো. হাসনের ছেলে মো. আক্তার হোসেন (৩৫), হাজীপাড়া এলাকার মো. কালা মিয়ার ছেলে মো. হোসন (২৮), ২৬ নম্বর নয়াপাড়া মুচনী ক্যাম্পের রোহিঙ্গা মৃত আহমদ হোসেনের ছেলে মো. জমির হোসন (৫০) ও ১৮ নম্বর উখিয়া বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা মৃত বশির আহমদের ছেলে মো. কেফায়েত উল্লাহ (৩০) এবং টেকনাফের হ্নীলা জাদিমুড়া এলাকার মৃত সুলতান আহম্মদের ছেলে মো. করিম (২৭)।

গতকাল দুপুরে টেকনাফস্থ বিজিবি-২ ব্যাটালিয়নে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান এসব তথ্য নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিজিবি-২ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর রুবায়াৎ কবীর, অপারেশন অফিসার মেজর মুহতাসিম শাকিল।

অধিনায়ক জানান, গতকাল ভোররাতে দমদমিয়া বিওপি এলাকার হ্নীলা জাদিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে একটি বাড়িতে ইয়াবা মজুদের গোপন সংবাদে টেকনাফস্থ বিজিবি-২ ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল ওই এলাকায় মো. করিমের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘরের ফলস সিলিংয়ের উপরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। এ সময় মো. করিমকেও আটক করা হয়।

এছাড়া গত সোমবার বিকেলে শাহপরীর দ্বীপ বিওপির একটি বিশেষ টহলদল মায়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান শাহপরীর দ্বীপ মিস্থিপাড়া ঘাট দিয়ে পাচারের গোপন সংবাদে সেখানে ছুটে যায়। এ সময় ঘাটে থাকা মাছধরার একটি ইঞ্জিনচালিত ফিশিং ট্রলার সন্দেহ হলে তা তল্লাশিকালে পাঁচ জেলেকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের তথ্যে ট্রলারের তেলের টাংকিতে অভিনব কায়দায় লুকানো ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় রোহিঙ্গাসহ পাঁচ পাচারকারীকে আটক এবং জালসহ ট্রলারটি জব্দ করা হয়েছে। তবে পৃথক অভিযানে উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি ৫০ লাখ টাকা বলে জানায়।

তিনি আরও জানান, বিজিবির পৃথক অভিযানে উদ্ধার ইয়াবাসহ আটক ছয় পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা এবং উদ্ধারকৃত ট্রলার ও জাল টেকনাফ শুল্ক স্টেশনে জমা করা হবে বলে জানিয়েছেন।