আজ জাতীয় প্রেসক্লাবের প্রয়াত ৩৪ সদস্যের স্মরণসভা

করোনা মহামারীর কারণে গত দেড় বছরে (২০২০ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত) জাতীয় প্রেসক্লাব তাদের ৩৪ জন স্থায়ী সদস্যকে হারিয়েছে। এ উপলক্ষে আজ ক্লাবটির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের স্মরণ করার উদ্যোগ নিয়েছে।

ক্লাবটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে হাসান শাহরিয়ার, জাহিদুজ্জামান ফারুক, মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, খন্দকার মুনীরুজ্জামান, সৈয়দ আবুল মকসুদ, খোন্দকার শাহাদাৎ হোসেন, সৈয়দ লুৎফুল হক, শাহীন রেজা নূর, মিজানুর রহমান খানসহ ৩৪ জন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্যকে হারিয়েছে। এ উপলক্ষে ক্লাবটির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার উদ্যোগ নিয়েছে।

এ উপলক্ষে আজ বেলা ১১টায় তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রয়াত ৩৪ সদস্যের স্মরণসভা অনুষ্ঠিত হবে।

বুধবার, ০৬ অক্টোবর ২০২১ , ২১ আশ্বিন ১৪২৮ ২৭ সফর ১৪৪৩

আজ জাতীয় প্রেসক্লাবের প্রয়াত ৩৪ সদস্যের স্মরণসভা

নিজস্ব বার্তা পরিবেশক

করোনা মহামারীর কারণে গত দেড় বছরে (২০২০ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত) জাতীয় প্রেসক্লাব তাদের ৩৪ জন স্থায়ী সদস্যকে হারিয়েছে। এ উপলক্ষে আজ ক্লাবটির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের স্মরণ করার উদ্যোগ নিয়েছে।

ক্লাবটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে হাসান শাহরিয়ার, জাহিদুজ্জামান ফারুক, মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, খন্দকার মুনীরুজ্জামান, সৈয়দ আবুল মকসুদ, খোন্দকার শাহাদাৎ হোসেন, সৈয়দ লুৎফুল হক, শাহীন রেজা নূর, মিজানুর রহমান খানসহ ৩৪ জন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্যকে হারিয়েছে। এ উপলক্ষে ক্লাবটির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার উদ্যোগ নিয়েছে।

এ উপলক্ষে আজ বেলা ১১টায় তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রয়াত ৩৪ সদস্যের স্মরণসভা অনুষ্ঠিত হবে।