রাবির ভর্তি পরীক্ষা শেষ ফলাফল ১০ অক্টোবর

দেশের অন্যতম বিদ্যাপীঠ রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। গতকাল বুধবার বাণিজ্য বিভাগের (‘বি’ ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয় পরীক্ষা কার্যক্রম। এর আগে ৪ অক্টোবর (‘সি’ ইউনিট) বিজ্ঞান বিভাগ এবং ৫ অক্টোবর (‘এ’ ইউনিট) মানবিক বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১০ অক্টোবর তিনটি ইউনিটের ফলাফল ঘোষণা করবে বিশ^বিদ্যালয় প্রশাসন।

এ বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ১ লাখ সাড়ে ২৭ হাজার ভর্তিচ্ছু অংশগ্রহণ করার কথা থাকলেও পরীক্ষায় অনুপস্থিতির হার উল্লেখযোগ্য। বিশ^বিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় সি ইউনিটে পরীক্ষার্থী ছিল ৪৪ হাজার ১৯৪ জন, উপস্থিতির হার ছিল প্রায় ৭৬ শতাংশ, এ ইউনিটের পরীক্ষার্থী ছিল ৪৩ হাজার ৫৫৮ জন, উপস্থিতির হার ৮৪ শতাংশ।

এদিকে চলমান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১০ অক্টোবর। সম্প্রতি শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জানা যায়, ওই সভার সিদ্ধান্ত অনুসারে এবছর ভর্তি পরীক্ষার ফল আগামী ১০ অক্টোবর থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে বিভিন্ন ইউনিটের ফল প্রকাশিত হবে। এছাড়া আগামী ২৫ অক্টোবর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ২৯ নভেম্বর। আর এই শিক্ষাবর্ষে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১ ডিসেম্বর। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) -এর admission মেন্যু এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ University of Rajshahi-তে দেখা যাবে।

বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ , ২২ আশ্বিন ১৪২৮ ২৮ সফর ১৪৪৩

রাবির ভর্তি পরীক্ষা শেষ ফলাফল ১০ অক্টোবর

প্রতিনিধি, রাবি

দেশের অন্যতম বিদ্যাপীঠ রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। গতকাল বুধবার বাণিজ্য বিভাগের (‘বি’ ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয় পরীক্ষা কার্যক্রম। এর আগে ৪ অক্টোবর (‘সি’ ইউনিট) বিজ্ঞান বিভাগ এবং ৫ অক্টোবর (‘এ’ ইউনিট) মানবিক বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১০ অক্টোবর তিনটি ইউনিটের ফলাফল ঘোষণা করবে বিশ^বিদ্যালয় প্রশাসন।

এ বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ১ লাখ সাড়ে ২৭ হাজার ভর্তিচ্ছু অংশগ্রহণ করার কথা থাকলেও পরীক্ষায় অনুপস্থিতির হার উল্লেখযোগ্য। বিশ^বিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় সি ইউনিটে পরীক্ষার্থী ছিল ৪৪ হাজার ১৯৪ জন, উপস্থিতির হার ছিল প্রায় ৭৬ শতাংশ, এ ইউনিটের পরীক্ষার্থী ছিল ৪৩ হাজার ৫৫৮ জন, উপস্থিতির হার ৮৪ শতাংশ।

এদিকে চলমান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১০ অক্টোবর। সম্প্রতি শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জানা যায়, ওই সভার সিদ্ধান্ত অনুসারে এবছর ভর্তি পরীক্ষার ফল আগামী ১০ অক্টোবর থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে বিভিন্ন ইউনিটের ফল প্রকাশিত হবে। এছাড়া আগামী ২৫ অক্টোবর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ২৯ নভেম্বর। আর এই শিক্ষাবর্ষে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১ ডিসেম্বর। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) -এর admission মেন্যু এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ University of Rajshahi-তে দেখা যাবে।