নতুন সিনেমার প্লেব্যাকে সায়েরা

মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বল তারে’ সিনেমার টাইটেল সং-এ কণ্ঠ দিলেন সায়েরা রেজা। ডুয়েটে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বেলাল খান। গানের কথা লিখেছেন এস. কে. দ্বীপ। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক জে. কে. মজলিস। ২০১১ সালে নোমান রবিনের পরিচালনায়,অনুরুপ আইচের কথায় ও আরেফিন রুমির সুর ও সংগীতে “কমন জেন্ডার” মুভির সুপারহিট আইটেম সং “ওরে সোনা”র মাধ্যমে প্লে­ব্যাকে অভিষেক সায়েরা রেজার। তারপর একাধিক সিনেমায় গান করেছেন বলে জানিয়েছেন তিনি। নিয়মিত টিভি, মঞ্চ ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গানের পাশাপাশি চলচ্চিত্রে প্লে­ব্যাক ও নাটকের গানে করছেন সায়েরা রেজা। পারিবারিক কারণে সাময়িকভাবে নিউইয়র্কে বসবাস করলেও গানের কারণে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে তার সরব উপস্থিতি।

বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ , ২২ আশ্বিন ১৪২৮ ২৮ সফর ১৪৪৩

নতুন সিনেমার প্লেব্যাকে সায়েরা

বিনোদন প্রতিবেদক

image

মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বল তারে’ সিনেমার টাইটেল সং-এ কণ্ঠ দিলেন সায়েরা রেজা। ডুয়েটে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বেলাল খান। গানের কথা লিখেছেন এস. কে. দ্বীপ। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক জে. কে. মজলিস। ২০১১ সালে নোমান রবিনের পরিচালনায়,অনুরুপ আইচের কথায় ও আরেফিন রুমির সুর ও সংগীতে “কমন জেন্ডার” মুভির সুপারহিট আইটেম সং “ওরে সোনা”র মাধ্যমে প্লে­ব্যাকে অভিষেক সায়েরা রেজার। তারপর একাধিক সিনেমায় গান করেছেন বলে জানিয়েছেন তিনি। নিয়মিত টিভি, মঞ্চ ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গানের পাশাপাশি চলচ্চিত্রে প্লে­ব্যাক ও নাটকের গানে করছেন সায়েরা রেজা। পারিবারিক কারণে সাময়িকভাবে নিউইয়র্কে বসবাস করলেও গানের কারণে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে তার সরব উপস্থিতি।