বাজারে রিয়েলমি কিলার জিটি মাস্টার এডিশন সি২১ওয়াই, সি ১১ ২০২১ ও এআইওটি পণ্য

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি দেশের বাজারে নিয়ে এলো জিটি সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন জিটি মাস্টার এডিশন। টেক রিভিউইং ইউটিউব চ্যানেল এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি’র (এটিসি) সঙ্গে একযোগে রিয়েলমি এই স্মার্টফোনটি উন্মোচন করে। একই অনুষ্ঠানে তাদেও সি সিরিজ থেকে সি২১ওয়াই ও সি১১ ২০২১ স্মার্টফোন এবং ৪টি এআইওটি পণ্যও উন্মোচন করাহয়।

রিয়েলমি জিটি মাস্টার এডিশনে রয়েছে ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সমৃদ্ধ এ স্মার্টফোনটি দুটি ভিন্ন রঙে পাওয়া যাবে- ভয়েজার গ্রে ও ডে-ব্রেক ব্লু। এই স্মার্টফোনের বাজারমূল্য ৩৩,৯৯০টাকা।

সি২১ওয়াই স্মার্টফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন ৬৬৫ থেকেও শক্তিশালী ইউনি সকটি ৬১০ প্রসেসর, ৪ জিবি র?্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং এটি পাওয়া যাবে ক্রস ব্ল্যাক ও ক্রস ব্লু এ দুটি কালারে। এর বাজার মূল্য ১২,৪৯০ টাকা। অন্যদিকে, সি১১ ২০২১ মোবাইলে রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, রিভার্স চার্জিং ও সুপার পাওয়ার সেভিং মোড। এ ফোনের বাজার মূল্য ৮,৯৯০ টাকা।

অনুষ্ঠানে উন্মোচিত হওয়া অন্যান্য এওআইটি পণ্যগুলো হলো, রিয়েলমি স্মার্ট স্কেল (মূল্য ৪,৫৯৯টাকা), রিয়েলমি স্মার্টক্যাম৩৬০ (মূল্য ৩,৩৯৯টাকা), রিয়েলমি এনওয়ান সনিক ইলেকট্রিক টুথ ব্রাশ (মূল্য ৯৯৯ টাকা) এবং রিয়েলমি বাডস২ নিও (মূল্য ৪৯৯টাকা)। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ , ২২ আশ্বিন ১৪২৮ ২৮ সফর ১৪৪৩

বাজারে রিয়েলমি কিলার জিটি মাস্টার এডিশন সি২১ওয়াই, সি ১১ ২০২১ ও এআইওটি পণ্য

image

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি দেশের বাজারে নিয়ে এলো জিটি সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন জিটি মাস্টার এডিশন। টেক রিভিউইং ইউটিউব চ্যানেল এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি’র (এটিসি) সঙ্গে একযোগে রিয়েলমি এই স্মার্টফোনটি উন্মোচন করে। একই অনুষ্ঠানে তাদেও সি সিরিজ থেকে সি২১ওয়াই ও সি১১ ২০২১ স্মার্টফোন এবং ৪টি এআইওটি পণ্যও উন্মোচন করাহয়।

রিয়েলমি জিটি মাস্টার এডিশনে রয়েছে ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সমৃদ্ধ এ স্মার্টফোনটি দুটি ভিন্ন রঙে পাওয়া যাবে- ভয়েজার গ্রে ও ডে-ব্রেক ব্লু। এই স্মার্টফোনের বাজারমূল্য ৩৩,৯৯০টাকা।

সি২১ওয়াই স্মার্টফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন ৬৬৫ থেকেও শক্তিশালী ইউনি সকটি ৬১০ প্রসেসর, ৪ জিবি র?্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং এটি পাওয়া যাবে ক্রস ব্ল্যাক ও ক্রস ব্লু এ দুটি কালারে। এর বাজার মূল্য ১২,৪৯০ টাকা। অন্যদিকে, সি১১ ২০২১ মোবাইলে রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, রিভার্স চার্জিং ও সুপার পাওয়ার সেভিং মোড। এ ফোনের বাজার মূল্য ৮,৯৯০ টাকা।

অনুষ্ঠানে উন্মোচিত হওয়া অন্যান্য এওআইটি পণ্যগুলো হলো, রিয়েলমি স্মার্ট স্কেল (মূল্য ৪,৫৯৯টাকা), রিয়েলমি স্মার্টক্যাম৩৬০ (মূল্য ৩,৩৯৯টাকা), রিয়েলমি এনওয়ান সনিক ইলেকট্রিক টুথ ব্রাশ (মূল্য ৯৯৯ টাকা) এবং রিয়েলমি বাডস২ নিও (মূল্য ৪৯৯টাকা)। সংবাদ বিজ্ঞপ্তি।