ডেঙ্গু আক্রান্ত ১৯ হাজার ছাড়িয়েছে

থেমে থেমে বৃষ্টির কারণে ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশার উপদ্রব বেড়েই চলছে। আর প্রতিদিন আক্রান্তরা হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসাধীন অবস্থায় অনেকেই মারা যাচ্ছেন। এডিস মশা থেকে বাঁচতে অনেকেই বাসা বাড়িতে অ্যারোসলসহ অন্য ওষুধ ও মশার কয়েল ব্যবহার করছেন। এরপরও অনেকেই মশার কামড়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৭০ জন ও ঢাকার বাহিরে ৩৩ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ হাজার ৩৩৬ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়ছে ১৮ হাজার ৪শ’ জন। মারা গেছে ৭৩ জন। এখনও হাসপাতালে ভর্তি আছে ৮৬৩ জন।

বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছর ধরে এডিস মশার উপদ্রব বাড়ছে। এডিস মশা দমনে আলাদা বিভাগ চালু করে বছরজুড়ে মশা দমন করা দরকার। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এ বিভাগ থাকলে পরিস্থিতির উন্নতি হবে বলে বিশেষজ্ঞরা মতামত দেন।

বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ , ২২ আশ্বিন ১৪২৮ ২৮ সফর ১৪৪৩

ডেঙ্গু আক্রান্ত ১৯ হাজার ছাড়িয়েছে

নিজস্ব বার্তা পরিবেশক

থেমে থেমে বৃষ্টির কারণে ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশার উপদ্রব বেড়েই চলছে। আর প্রতিদিন আক্রান্তরা হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসাধীন অবস্থায় অনেকেই মারা যাচ্ছেন। এডিস মশা থেকে বাঁচতে অনেকেই বাসা বাড়িতে অ্যারোসলসহ অন্য ওষুধ ও মশার কয়েল ব্যবহার করছেন। এরপরও অনেকেই মশার কামড়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৭০ জন ও ঢাকার বাহিরে ৩৩ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ হাজার ৩৩৬ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়ছে ১৮ হাজার ৪শ’ জন। মারা গেছে ৭৩ জন। এখনও হাসপাতালে ভর্তি আছে ৮৬৩ জন।

বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছর ধরে এডিস মশার উপদ্রব বাড়ছে। এডিস মশা দমনে আলাদা বিভাগ চালু করে বছরজুড়ে মশা দমন করা দরকার। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এ বিভাগ থাকলে পরিস্থিতির উন্নতি হবে বলে বিশেষজ্ঞরা মতামত দেন।