রাজধানীতে পোকা মারার বিষ খেয়ে অসুস্থ ২ শিশু

রাজধানীর ফকিরাপুলে তেলাপোকা মারার বিষ খেয়ে দুই শিশু অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই শিশু হলো- মীম ও তার ছোট ভাই ইসমাইল। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফকিরাপুল কোমর উদ্দিন লেনের ৭৯/ডি নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

তারা দম্পতি জুবায়ের হোসেন ও পরীবানুর সন্তান। ৩ ছেলে ও ১ মেয়েসহ বাড়িটির ৭ম তলায় ভাড়া থাকেন তারা। জুবায়ের একটি বাসার কেয়ারটেকার হিসেবে চাকরি করে। আর পরীবানু গৃহিণী।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মা পরীবানু সাংবাদিকদের জানান, মঙ্গলবার বড় ছেলে স্থানীয় একটি দোকান থেকে তেলাপোকা তাড়ানোর ওষুধ কিনে এনেছিল। ওষুধটি খাবার রাখার র‌্যাকের ওপর রেখেছিল। সকালে তাদের বাবা কাজে চলে যায়, আর মা পানি আনতে যান। তখন ৪ ভাই-বোনই বাসায় খেলছিল। এ সময় তেলাপোকা তাড়ানোর ওষধু বের করে খাবার মনে করে খেয়ে ফেলে মীম ও ইসমাইল।

বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ , ২২ আশ্বিন ১৪২৮ ২৮ সফর ১৪৪৩

রাজধানীতে পোকা মারার বিষ খেয়ে অসুস্থ ২ শিশু

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর ফকিরাপুলে তেলাপোকা মারার বিষ খেয়ে দুই শিশু অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই শিশু হলো- মীম ও তার ছোট ভাই ইসমাইল। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফকিরাপুল কোমর উদ্দিন লেনের ৭৯/ডি নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

তারা দম্পতি জুবায়ের হোসেন ও পরীবানুর সন্তান। ৩ ছেলে ও ১ মেয়েসহ বাড়িটির ৭ম তলায় ভাড়া থাকেন তারা। জুবায়ের একটি বাসার কেয়ারটেকার হিসেবে চাকরি করে। আর পরীবানু গৃহিণী।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মা পরীবানু সাংবাদিকদের জানান, মঙ্গলবার বড় ছেলে স্থানীয় একটি দোকান থেকে তেলাপোকা তাড়ানোর ওষুধ কিনে এনেছিল। ওষুধটি খাবার রাখার র‌্যাকের ওপর রেখেছিল। সকালে তাদের বাবা কাজে চলে যায়, আর মা পানি আনতে যান। তখন ৪ ভাই-বোনই বাসায় খেলছিল। এ সময় তেলাপোকা তাড়ানোর ওষধু বের করে খাবার মনে করে খেয়ে ফেলে মীম ও ইসমাইল।