পিএসজির পরবর্তী কোচ জিনেদিন জিদান!

প্যারিস সেন্ট জার্মেই মাত্র একটি ম্যাচে পরাজিত হওয়াতেই কোন মরিসিও পচেত্তিনোর ভবিষ্যত নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। পিএসজির পরবর্তী কোচ কে হতে পারেন তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশেষকরে অ্যান্টনিও কাসানো বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন। তার মতে পিএসজির মতো দলের যেভাবে খেলা দরকার সেভাবে খেলতে পারছে না। লিওনেল মেসি, নেইমার এবং কাইলিয়ান এমবাপ্পের মতো তারকা নিয়েও পিএসজি দাপটের সঙ্গে খেলতে পারছে না। লীগ-১ এ গত সপ্তায় তারা রেনের কাছে হেরে গেছে।

এ পরই বোবো টিভিতে ক্রিস্টিয়ান ভিয়েরির এক অনুষ্ঠানে কাসানো বলেন, ‘পচেত্তিনো  পিএসজিতে খুব অল্প সময়ই থাকতে পারবেন। তার সম্পর্কে লোকজন আমাকে অনেক নেতিবাচক কথা বলেছেন। আমি অনেক গুজব শুনছি। সে একজন অসাধারণ ব্যক্তি, কিন্তু কোচ হিসেবে...। তারা প্র্যাকটিসে কৌশলগত বিষয় নিয়ে কোন কাজই করে না। অথচ খেলোয়াড়রা বার বার সে বিষয়টি নিয়েই কাজ করতে চাচ্ছে। মাঝে মাঝে সে খেলোয়াড়দের কাছে জানতে চায় কীভাবে খেলা উচিত।

আমি যা শুনেছি তাতো বিশ^াসই হচ্ছে না। সে এর আগে কখনই চ্যাম্পিয়ন দলের কোচিং করায়নি। তাই তার জন্য কাজটি বেশ কঠিন হয়ে গেছে। আমিতো শুনেছি পিএসজি কর্তৃপক্ষ এখনই জিনেদিন জিদানের দিকে নজর রাখতে শুরু করেছে।’

রিয়াল মাদ্রিদ ছাড়ার পর জিদান এখনও কোন দলের দায়িত্ব নেননি। তবে ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে তিনি দায়িত্ব নিতে পারেন বলে শোনা যায়। এর আগে ইউভেন্টাসের সম্ভাব্য কোচ হিসেবে তার নাম শোনা গিয়েছিল। এখন পিএসজিতেও তার নাম আলোচনা হচ্ছে। বিখ্যাত খেলোয়াড় হওয়ায় জিদানের কিছুটা ইগো আছে। তবে কোচ হিসেবে তিনি সফল। রিয়াল মাদ্রিদকে লা লিগা শিরোপা ছাড়াও টানা তিনবার চ্যাম্পিয়ন্স লীগ শিরোপ এনে দেন। দ্বিতীয়বার তিনি সেভাবে সফল হতে পারেননি। হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর মতো গোল স্কোরার না থাকায় তিনি সফল হতে পারেননি। রিয়ালে তিনি সামলেছেন রোনালদো, গ্যারেথ বেল এবং করিম বেনজামার মতো তারকা। তাই মেসি এবং নেইমারের মতো খেলোয়াড় সামলাতে জিদানের কোন সমস্যা হবে না।

মেসি অল্প কিছুদিন হলো পিএসজিতে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। নেইমারও ভালো করতে পারছেন না। এমবাপ্পেও গোল পাচ্ছেন না।

ফলে পিএসজি কাক্সিক্ষত ফল পাচ্ছেন না। যদি এ ধারা চলতে থাকে তাহলে মৌসুমের মাঝখানেই পচেত্তিনোর বদলে জিদানকে কোচ হিসেবে দেখা যেতে পারে পিএসজির ডাগ আউটে।

বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ , ২২ আশ্বিন ১৪২৮ ২৮ সফর ১৪৪৩

পিএসজির পরবর্তী কোচ জিনেদিন জিদান!

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

প্যারিস সেন্ট জার্মেই মাত্র একটি ম্যাচে পরাজিত হওয়াতেই কোন মরিসিও পচেত্তিনোর ভবিষ্যত নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। পিএসজির পরবর্তী কোচ কে হতে পারেন তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশেষকরে অ্যান্টনিও কাসানো বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন। তার মতে পিএসজির মতো দলের যেভাবে খেলা দরকার সেভাবে খেলতে পারছে না। লিওনেল মেসি, নেইমার এবং কাইলিয়ান এমবাপ্পের মতো তারকা নিয়েও পিএসজি দাপটের সঙ্গে খেলতে পারছে না। লীগ-১ এ গত সপ্তায় তারা রেনের কাছে হেরে গেছে।

এ পরই বোবো টিভিতে ক্রিস্টিয়ান ভিয়েরির এক অনুষ্ঠানে কাসানো বলেন, ‘পচেত্তিনো  পিএসজিতে খুব অল্প সময়ই থাকতে পারবেন। তার সম্পর্কে লোকজন আমাকে অনেক নেতিবাচক কথা বলেছেন। আমি অনেক গুজব শুনছি। সে একজন অসাধারণ ব্যক্তি, কিন্তু কোচ হিসেবে...। তারা প্র্যাকটিসে কৌশলগত বিষয় নিয়ে কোন কাজই করে না। অথচ খেলোয়াড়রা বার বার সে বিষয়টি নিয়েই কাজ করতে চাচ্ছে। মাঝে মাঝে সে খেলোয়াড়দের কাছে জানতে চায় কীভাবে খেলা উচিত।

আমি যা শুনেছি তাতো বিশ^াসই হচ্ছে না। সে এর আগে কখনই চ্যাম্পিয়ন দলের কোচিং করায়নি। তাই তার জন্য কাজটি বেশ কঠিন হয়ে গেছে। আমিতো শুনেছি পিএসজি কর্তৃপক্ষ এখনই জিনেদিন জিদানের দিকে নজর রাখতে শুরু করেছে।’

রিয়াল মাদ্রিদ ছাড়ার পর জিদান এখনও কোন দলের দায়িত্ব নেননি। তবে ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে তিনি দায়িত্ব নিতে পারেন বলে শোনা যায়। এর আগে ইউভেন্টাসের সম্ভাব্য কোচ হিসেবে তার নাম শোনা গিয়েছিল। এখন পিএসজিতেও তার নাম আলোচনা হচ্ছে। বিখ্যাত খেলোয়াড় হওয়ায় জিদানের কিছুটা ইগো আছে। তবে কোচ হিসেবে তিনি সফল। রিয়াল মাদ্রিদকে লা লিগা শিরোপা ছাড়াও টানা তিনবার চ্যাম্পিয়ন্স লীগ শিরোপ এনে দেন। দ্বিতীয়বার তিনি সেভাবে সফল হতে পারেননি। হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর মতো গোল স্কোরার না থাকায় তিনি সফল হতে পারেননি। রিয়ালে তিনি সামলেছেন রোনালদো, গ্যারেথ বেল এবং করিম বেনজামার মতো তারকা। তাই মেসি এবং নেইমারের মতো খেলোয়াড় সামলাতে জিদানের কোন সমস্যা হবে না।

মেসি অল্প কিছুদিন হলো পিএসজিতে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। নেইমারও ভালো করতে পারছেন না। এমবাপ্পেও গোল পাচ্ছেন না।

ফলে পিএসজি কাক্সিক্ষত ফল পাচ্ছেন না। যদি এ ধারা চলতে থাকে তাহলে মৌসুমের মাঝখানেই পচেত্তিনোর বদলে জিদানকে কোচ হিসেবে দেখা যেতে পারে পিএসজির ডাগ আউটে।