সৈয়দপুর-কক্সবাজার বিমান চলাচল শুরু

সৈয়দপুর থেকে আকাশপথে পর্যটন নগরী কক্সবাজারের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি ফ্লাইট চালুর উদ্বোধন করা হয়। সরকারি এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এ ফ্লাইট পরিচালনা করছে।

এদিন বিমানবন্দরে ফিতা কেটে ফ্লাইটের যাত্রা উদ্বোধন করেন প্রধান অতিথি রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। এতে গেস্ট অফ অনার হিসাবে ছিলেন সাবেক মন্ত্রী সাংসদ আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজেদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতমিন্ত্রী মো. মাহবুব আলী।

উদ্বোধনী ফ্লাইটে প্রতি টিকিটে ভাড়ার ১৫ শতাংশ মূল্য ছাড় দেয়া হয়েছে। আগামী ৯ এপ্রিল কক্সবাজার থেকে ফিরতি ফ্লাইটে ভাড়ার ওপর মূল্য ছাড় পাবেন যাত্রীরা। প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার দুই দিন ফ্লাইট চলাচল করবে। সৈয়দপুর থেকে সকাল ৯.২০ মিনিটে এবং কক্সবাজার থেকে দুপুর ১.২৫ মিনিটে ফ্লাইট ছাড়বে। যাত্রী প্রতি ওয়ানওয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫ হাজার ৯০০ টাকা।

আরও খবর
অবশেষে কর্মস্থলে ফিরলেন রাঙ্গাবালীর সেই ভূমিকর্তা
সিদ্ধিরগঞ্জে জাল টাকাসহ ৪ ও ৯ চাঁদাবাজ আটক
মির্জাগঞ্জে ছাত্রীর আত্মহত্যা
সোনারগাঁয়ের পিরোজপুর জন্ম-মৃত্যু নিবন্ধনে জেলায় শ্রেষ্ঠ
পোরশায় প্রাচীন দুর্গা মূর্তি উদ্ধার
এক বছরেও সেতুর দুই পাড়ে সড়ক হয়নি! দুর্ভোগে গ্রামবাসী
দুই স্থান থেকে ভাতা তুলছেন মুক্তিযোদ্ধা
মহিপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত আনসার সদস্য
চাটখিলে বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন
মহেশপুরে ২৩ বাইক আটক, মামলা ১৮
গৌরনদীতে স্কুল ছাত্রীকে অপহরণ গ্রেফতার ৬
মুন্সীগঞ্জে বিদেশগামীদের টিকার নিবন্ধনে লাগে হাজার টাকা
কুড়িগ্রামে টিকা নিতে এসে ফিরে গেল সহস্র্রাধিক মানুষ
পীরগাছায় কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান নিয়োগে অনিয়মের অভিযোগ
চুনারুঘাটে ত্রিপুরা পল্লীর সেতুর সংযোগ সড়কে ধস
রাজশাহীতে বিভিন্ন অপরাধে আটক ২৩

শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১ , ২৩ আশ্বিন ১৪২৮ ৩০ সফর ১৪৪৩

সৈয়দপুর-কক্সবাজার বিমান চলাচল শুরু

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

সৈয়দপুর থেকে আকাশপথে পর্যটন নগরী কক্সবাজারের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি ফ্লাইট চালুর উদ্বোধন করা হয়। সরকারি এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এ ফ্লাইট পরিচালনা করছে।

এদিন বিমানবন্দরে ফিতা কেটে ফ্লাইটের যাত্রা উদ্বোধন করেন প্রধান অতিথি রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। এতে গেস্ট অফ অনার হিসাবে ছিলেন সাবেক মন্ত্রী সাংসদ আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজেদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতমিন্ত্রী মো. মাহবুব আলী।

উদ্বোধনী ফ্লাইটে প্রতি টিকিটে ভাড়ার ১৫ শতাংশ মূল্য ছাড় দেয়া হয়েছে। আগামী ৯ এপ্রিল কক্সবাজার থেকে ফিরতি ফ্লাইটে ভাড়ার ওপর মূল্য ছাড় পাবেন যাত্রীরা। প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার দুই দিন ফ্লাইট চলাচল করবে। সৈয়দপুর থেকে সকাল ৯.২০ মিনিটে এবং কক্সবাজার থেকে দুপুর ১.২৫ মিনিটে ফ্লাইট ছাড়বে। যাত্রী প্রতি ওয়ানওয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫ হাজার ৯০০ টাকা।