কুড়িগ্রামে টিকা নিতে এসে ফিরে গেল সহস্র্রাধিক মানুষ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দুর্গম সাহেবের আলগা ইউনিয়নে টিকা নিতে এসে ফিরে গেছে সহস্র্রাধিক মানুষ। অভিযোগ উঠেছে উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় এমপি’র দ্বন্দ্বের কারণে টিকা বঞ্চিত হয় এসব মানুষ। তবে এমপি অধ্যাপক এম এ মতিন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করেছেন।

গত মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ থেকে দিনব্যাপী মাইকিং করার পর বুধবার সকাল থেকে বিভিন্ন চরের শত শত মানুষ নৌকা যোগে গেন্দার আলগা ইউপি কার্যালয়ে জড়ো হয়। কিন্তু অতিথিদের অনুষ্ঠানে যোগ দেয়া নিয়ে দ্বন্দ্বের কারণে টিকা প্রদান কার্যক্রম স্থগিত করা হলে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয় টিকা নিতে আসা লোকজনকে। ফলে এ নিয়ে টিকা গ্রহিতাদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, রেজিস্ট্রেশন জটিলতার কারণে টিকা বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্ন সাপেক্ষে পরবর্তীতে টিকা প্রদানের ব্যবস্থা করা হবে। বিষয়টি নিয়ে উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগ সাহেবের আলগা ইউনিয়নে টিকা প্রদান করবেন জেনে দলীয় লোকজনসহ সেখানে উপস্থিত হই। শত শত মানুষ সেখানে টিকা নেয়ার জন্য সমবেত হয়েছিল। কিন্তু পরে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয় এমপি মহোদয় আসতে পারবেন না। এরপর জানতে পারি প্রোগ্রাম বাতিল করা হয়েছে। এই হয়রানি কার ইঙ্গিতে করা হয়েছে সে ব্যাপারে সিভিল সার্জনকে প্রশ্ন করেছি। আমি মনে করি এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। টিকা না পাওয়ায় এখানকার মানুষ ক্ষুব্ধ। কর্মসূচিতে অংশ নেয়ার জন্য উপজেলা চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন মজুমদার ভোলা, শ্রম বিষয়ক সম্পাদক এনামুল হক প্রমুখ। এ ব্যাপারে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এমপি বলেন, ভ্যাকসিন নিতে তাদের উদ্বুদ্ধ করা হয়েছে। আজ তাদের রেজিস্ট্রেশন করা হল, পরবর্তীতে তাদের ভ্যাকসিন প্রদান করা হবে।

আরও খবর
অবশেষে কর্মস্থলে ফিরলেন রাঙ্গাবালীর সেই ভূমিকর্তা
সিদ্ধিরগঞ্জে জাল টাকাসহ ৪ ও ৯ চাঁদাবাজ আটক
মির্জাগঞ্জে ছাত্রীর আত্মহত্যা
সোনারগাঁয়ের পিরোজপুর জন্ম-মৃত্যু নিবন্ধনে জেলায় শ্রেষ্ঠ
পোরশায় প্রাচীন দুর্গা মূর্তি উদ্ধার
এক বছরেও সেতুর দুই পাড়ে সড়ক হয়নি! দুর্ভোগে গ্রামবাসী
দুই স্থান থেকে ভাতা তুলছেন মুক্তিযোদ্ধা
সৈয়দপুর-কক্সবাজার বিমান চলাচল শুরু
মহিপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত আনসার সদস্য
চাটখিলে বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন
মহেশপুরে ২৩ বাইক আটক, মামলা ১৮
গৌরনদীতে স্কুল ছাত্রীকে অপহরণ গ্রেফতার ৬
মুন্সীগঞ্জে বিদেশগামীদের টিকার নিবন্ধনে লাগে হাজার টাকা
পীরগাছায় কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান নিয়োগে অনিয়মের অভিযোগ
চুনারুঘাটে ত্রিপুরা পল্লীর সেতুর সংযোগ সড়কে ধস
রাজশাহীতে বিভিন্ন অপরাধে আটক ২৩

শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১ , ২৩ আশ্বিন ১৪২৮ ৩০ সফর ১৪৪৩

কুড়িগ্রামে টিকা নিতে এসে ফিরে গেল সহস্র্রাধিক মানুষ

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দুর্গম সাহেবের আলগা ইউনিয়নে টিকা নিতে এসে ফিরে গেছে সহস্র্রাধিক মানুষ। অভিযোগ উঠেছে উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় এমপি’র দ্বন্দ্বের কারণে টিকা বঞ্চিত হয় এসব মানুষ। তবে এমপি অধ্যাপক এম এ মতিন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করেছেন।

গত মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ থেকে দিনব্যাপী মাইকিং করার পর বুধবার সকাল থেকে বিভিন্ন চরের শত শত মানুষ নৌকা যোগে গেন্দার আলগা ইউপি কার্যালয়ে জড়ো হয়। কিন্তু অতিথিদের অনুষ্ঠানে যোগ দেয়া নিয়ে দ্বন্দ্বের কারণে টিকা প্রদান কার্যক্রম স্থগিত করা হলে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয় টিকা নিতে আসা লোকজনকে। ফলে এ নিয়ে টিকা গ্রহিতাদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, রেজিস্ট্রেশন জটিলতার কারণে টিকা বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্ন সাপেক্ষে পরবর্তীতে টিকা প্রদানের ব্যবস্থা করা হবে। বিষয়টি নিয়ে উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগ সাহেবের আলগা ইউনিয়নে টিকা প্রদান করবেন জেনে দলীয় লোকজনসহ সেখানে উপস্থিত হই। শত শত মানুষ সেখানে টিকা নেয়ার জন্য সমবেত হয়েছিল। কিন্তু পরে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয় এমপি মহোদয় আসতে পারবেন না। এরপর জানতে পারি প্রোগ্রাম বাতিল করা হয়েছে। এই হয়রানি কার ইঙ্গিতে করা হয়েছে সে ব্যাপারে সিভিল সার্জনকে প্রশ্ন করেছি। আমি মনে করি এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। টিকা না পাওয়ায় এখানকার মানুষ ক্ষুব্ধ। কর্মসূচিতে অংশ নেয়ার জন্য উপজেলা চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন মজুমদার ভোলা, শ্রম বিষয়ক সম্পাদক এনামুল হক প্রমুখ। এ ব্যাপারে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এমপি বলেন, ভ্যাকসিন নিতে তাদের উদ্বুদ্ধ করা হয়েছে। আজ তাদের রেজিস্ট্রেশন করা হল, পরবর্তীতে তাদের ভ্যাকসিন প্রদান করা হবে।