বেপজার ওয়ান স্টপ সার্ভিসে কাস্টমসের ২১ সেবা

রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) বিনিয়োগকারীদের জন্য করসংক্রান্ত বিষয়গুলো আরও সহজ হচ্ছে। এখন থেকে বেপজার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বন্ড রেজিস্ট্রেশন ইস্যু করাসহ কাস্টমসবিষয়ক ২১ ধরনের সেবা অনলাইনেই দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও এনবিআরের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বেপজা কমপ্লেক্সে গত বৃহস্পতিবার সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলামের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং এনবিআরের সদস্য (শুল্কনীতি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেন।

সমঝোতা স্মারক সইয়ের ফলে এখন থেকে ইপিজেডের বিনিয়োগকারীরা অনলাইনে খুব সহজেই এনবিআর থেকে কাস্টমসের বন্ড রেজিস্ট্রেশন ইস্যুকরণ, আমদানি-রপ্তানিসংক্রান্ত কাস্টমসের অনুমতি, হ্যান্ডক্যারি আমদানি পণ্য শুল্কমুক্ত ছাড়করণ, ব্রিং-ব্যাক, শিপ-ব্যাকের মতো বিষয়গুলোর অনুমতি-সংক্রান্ত সেবা পাবেন। এছাড়া বন্ড টু বন্ড ট্রান্সফার, ভাড়ায় মেশিন গ্রহণ, পুরাতন মেশিনারিজ স্থানীয় শুল্ক এলাকায় বিক্রয়ের অনাপত্তি বা ছাড়পত্র প্রদান, মেশিন মেরামতের অনুমতি প্রদান, আমদানি-রপ্তানি মালপত্র, কনটেইনার ও কার্গো পরীক্ষণ, শুল্কায়ন, ছাড়করণও সহজেই অনলাইনে দেবে এনবিআর। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলাম বলেন, ‘দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এনবিআরের ভূমিকা অপরিহার্য। এই সমঝোতা স্মারক সইয়ের ফলে বিনিয়োগকারীরা এনবিআরের সেবা খুব সহজেই পাবেন।’

এনবিআর সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া বলেন, ‘এনবিআর আইনের মধ্য থেকে সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর। উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে, সম্মিলিতভাবে কাজ করলে খুব দ্রুতই উন্নত দেশের লক্ষ্য পূরণে এগিয়ে যাবে।’

ইপিজেডে বাধাহীনভাবে উৎপাদন প্রক্রিয়া বজায় রাখা এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কাস্টমস বেশ গুরুত্বপূর্ণ। এনবিআরের নতুন সেবায় যুক্ত হওয়ায় বেপজার ওয়ান স্টপ সার্ভিসের পরিধি আরও বাড়বে।

ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমকে গতিশীল করতে এরই মধ্যে বেপজা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে।

বেপজার সদস্য (অর্থ) নাফিসা বানু, সচিব মো. জাকির হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, মহাব্যবস্থাপক (এমআইএস) এ কে এম মোজাম্মেল হক এবং এনবিআরের প্রথম সচিব (শুল্কনীতি, মূল্যায়ন ও আইসিটি) এ কে এম নুরুল হুদা আজাদ, দ্বিতীয় সচিব (শুল্ক মূল্যায়ন) রাকিবুল হাসান, সিনিয়র সিস্টেম এনালিস্ট মো. ফজলুর রহমান এবং এ কে এম জাহিদ হোসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শনিবার, ০৯ অক্টোবর ২০২১ , ২৪ আশ্বিন ১৪২৮ ০১ রবিউল আউয়াল ১৪৪৩

বেপজার ওয়ান স্টপ সার্ভিসে কাস্টমসের ২১ সেবা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) বিনিয়োগকারীদের জন্য করসংক্রান্ত বিষয়গুলো আরও সহজ হচ্ছে। এখন থেকে বেপজার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বন্ড রেজিস্ট্রেশন ইস্যু করাসহ কাস্টমসবিষয়ক ২১ ধরনের সেবা অনলাইনেই দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও এনবিআরের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বেপজা কমপ্লেক্সে গত বৃহস্পতিবার সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলামের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং এনবিআরের সদস্য (শুল্কনীতি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেন।

সমঝোতা স্মারক সইয়ের ফলে এখন থেকে ইপিজেডের বিনিয়োগকারীরা অনলাইনে খুব সহজেই এনবিআর থেকে কাস্টমসের বন্ড রেজিস্ট্রেশন ইস্যুকরণ, আমদানি-রপ্তানিসংক্রান্ত কাস্টমসের অনুমতি, হ্যান্ডক্যারি আমদানি পণ্য শুল্কমুক্ত ছাড়করণ, ব্রিং-ব্যাক, শিপ-ব্যাকের মতো বিষয়গুলোর অনুমতি-সংক্রান্ত সেবা পাবেন। এছাড়া বন্ড টু বন্ড ট্রান্সফার, ভাড়ায় মেশিন গ্রহণ, পুরাতন মেশিনারিজ স্থানীয় শুল্ক এলাকায় বিক্রয়ের অনাপত্তি বা ছাড়পত্র প্রদান, মেশিন মেরামতের অনুমতি প্রদান, আমদানি-রপ্তানি মালপত্র, কনটেইনার ও কার্গো পরীক্ষণ, শুল্কায়ন, ছাড়করণও সহজেই অনলাইনে দেবে এনবিআর। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলাম বলেন, ‘দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এনবিআরের ভূমিকা অপরিহার্য। এই সমঝোতা স্মারক সইয়ের ফলে বিনিয়োগকারীরা এনবিআরের সেবা খুব সহজেই পাবেন।’

এনবিআর সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া বলেন, ‘এনবিআর আইনের মধ্য থেকে সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর। উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে, সম্মিলিতভাবে কাজ করলে খুব দ্রুতই উন্নত দেশের লক্ষ্য পূরণে এগিয়ে যাবে।’

ইপিজেডে বাধাহীনভাবে উৎপাদন প্রক্রিয়া বজায় রাখা এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কাস্টমস বেশ গুরুত্বপূর্ণ। এনবিআরের নতুন সেবায় যুক্ত হওয়ায় বেপজার ওয়ান স্টপ সার্ভিসের পরিধি আরও বাড়বে।

ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমকে গতিশীল করতে এরই মধ্যে বেপজা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে।

বেপজার সদস্য (অর্থ) নাফিসা বানু, সচিব মো. জাকির হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, মহাব্যবস্থাপক (এমআইএস) এ কে এম মোজাম্মেল হক এবং এনবিআরের প্রথম সচিব (শুল্কনীতি, মূল্যায়ন ও আইসিটি) এ কে এম নুরুল হুদা আজাদ, দ্বিতীয় সচিব (শুল্ক মূল্যায়ন) রাকিবুল হাসান, সিনিয়র সিস্টেম এনালিস্ট মো. ফজলুর রহমান এবং এ কে এম জাহিদ হোসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।