দোহারে কারেন্ট জাল ড্রেজার জব্দ : জেলে ৩

দোহার উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে অবৈধ কারেন্ট জাল। আটককৃতদের ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং জব্দ জাল পুড়িয়ে দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলা প্রশাসন পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক এবং প্রায় ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে ১ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। দোহার উপজেলা মৎস্য দপ্তর এবং নৌ-পুলিশ এ অভিযান চালায়।

এদিকে দোহার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩টি ড্রেজার জব্দ ও ১০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সকালে পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়।

উপজেলায় প্রশাসন অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ জনকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কারাদণ্ড দেয়া হয়। দোহার থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

শনিবার, ০৯ অক্টোবর ২০২১ , ২৪ আশ্বিন ১৪২৮ ০১ রবিউল আউয়াল ১৪৪৩

দোহারে কারেন্ট জাল ড্রেজার জব্দ : জেলে ৩

প্রতিনিধি, দোহার (ঢাকা)

দোহার উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে অবৈধ কারেন্ট জাল। আটককৃতদের ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং জব্দ জাল পুড়িয়ে দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলা প্রশাসন পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক এবং প্রায় ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে ১ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। দোহার উপজেলা মৎস্য দপ্তর এবং নৌ-পুলিশ এ অভিযান চালায়।

এদিকে দোহার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩টি ড্রেজার জব্দ ও ১০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সকালে পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়।

উপজেলায় প্রশাসন অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ জনকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কারাদণ্ড দেয়া হয়। দোহার থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।