হিলিতে কাঁচামরিচ আমদানি বেড়েছে : কমছে না দাম

দেশের বাজারে চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচের আমদানি বেড়েছে। আমদানি বাড়লেও পাইকারি ও খুচরা বাজারে দাম কমছে না। দেশে কাঁচামরিচের উৎপাদন নষ্ট হওয়ায় বাজারে কমেছে সরবরাহ। সেই সাথে বেড়েছে দাম। দাম ক্রেতার নাগালে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে চলছে ভারত থেকে কাঁচামরিচের আমদানি। এই বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি বাড়লেও বাজারে কমছে না পণ্যটির দাম। পাইকারি ও স্থানীয় খুচরা বাজারে আমদানিকৃত কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে। আমদানি বাড়লেও দাম না কমায় কিছুটা বিপাকে পড়তে হচ্ছে ক্রেতাদের।

এদিকে আমদানিকৃত এসব কাঁচামরিচ সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আমদানি বাড়ায় বেড়েছে পাইকার-পত্র সেই সাথে বেড়েছে বেচাকেনাও। প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে শুল্ক গুনতে হচ্ছে ২১ টাকা। আর কিছু দিনের মধ্যে বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে জানান আমদানিকারক।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত মাসের ২৫ সেপ্টেম্বর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরুর পর থেকে ৯ কর্ম দিবসে ৪৯টি ট্রাকে ৩শ ৬১ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মোরশেদ আলী বলেন, হিলি বন্দরে কাঁচামরিচের আমদানি পর্যাপ্ত পরিমাণে আছে। পাইকার-পত্রও ভালো আসছে। আমরা কাঁচামরিচগুলো বিক্রি করছি ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে। আমাদের এ বন্দরে প্রতিদিন ১০ থেকে ১২টি করে কাঁচামরিচ বোঝাই ট্রাক আমদানি হচ্ছে।

শনিবার, ০৯ অক্টোবর ২০২১ , ২৪ আশ্বিন ১৪২৮ ০১ রবিউল আউয়াল ১৪৪৩

হিলিতে কাঁচামরিচ আমদানি বেড়েছে : কমছে না দাম

প্রতিনিধি, দিনাজপুর

দেশের বাজারে চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচের আমদানি বেড়েছে। আমদানি বাড়লেও পাইকারি ও খুচরা বাজারে দাম কমছে না। দেশে কাঁচামরিচের উৎপাদন নষ্ট হওয়ায় বাজারে কমেছে সরবরাহ। সেই সাথে বেড়েছে দাম। দাম ক্রেতার নাগালে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে চলছে ভারত থেকে কাঁচামরিচের আমদানি। এই বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি বাড়লেও বাজারে কমছে না পণ্যটির দাম। পাইকারি ও স্থানীয় খুচরা বাজারে আমদানিকৃত কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে। আমদানি বাড়লেও দাম না কমায় কিছুটা বিপাকে পড়তে হচ্ছে ক্রেতাদের।

এদিকে আমদানিকৃত এসব কাঁচামরিচ সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আমদানি বাড়ায় বেড়েছে পাইকার-পত্র সেই সাথে বেড়েছে বেচাকেনাও। প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে শুল্ক গুনতে হচ্ছে ২১ টাকা। আর কিছু দিনের মধ্যে বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে জানান আমদানিকারক।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত মাসের ২৫ সেপ্টেম্বর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরুর পর থেকে ৯ কর্ম দিবসে ৪৯টি ট্রাকে ৩শ ৬১ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মোরশেদ আলী বলেন, হিলি বন্দরে কাঁচামরিচের আমদানি পর্যাপ্ত পরিমাণে আছে। পাইকার-পত্রও ভালো আসছে। আমরা কাঁচামরিচগুলো বিক্রি করছি ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে। আমাদের এ বন্দরে প্রতিদিন ১০ থেকে ১২টি করে কাঁচামরিচ বোঝাই ট্রাক আমদানি হচ্ছে।