মেরিনার ক্লাবে চার ভারতীয়

তিন বছর পর ফের শুরু হয়েছে হকির মৌসুম। ক্লাব কাপ টুর্নামেন্টের খেলা চলছে। এরপরেই শুরু হবে বহুল কাক্সিক্ষত প্রিমিয়ার লীগ। সবার আগে সুখবর দিয়েছে শিরোপার জন্য দল গড়া অন্যতম দল ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। ভারতীয় জাতীয় দল ও রিও অলিম্পিকে খেলা চার ভারতীয় খেলোয়াড় ইতোমধ্যে ক্লাব এসে পৌঁছেছেন বলে জানা গেছে। এরা হলেনÑ হরিয়ানার মিডফিল্ডার সতেন্দর কুমার, পাঞ্জাবের ফরোয়ার্ড সুখজিৎ সিং, হরিয়ানার ফরোয়ার্ড অভিষেক এবং একই রাজ্যের আরেক ফরোয়ার্ড প্রদীপ মোর। সতেন্দর কুমার ও প্রদীপ ২০১৬ রিও অলিম্পিকে ভারতীয় জাতীয় দলের সদস্য ছিলেন। সুখজিৎ ২০১৮ সালে জাতীয় দলে খেলেছেন এবং ২৩ বছর বয়সী অভিষেক ২০১৮ সালে জাতীয় জুনিয়র দলের সদস্য।

শনিবার, ০৯ অক্টোবর ২০২১ , ২৪ আশ্বিন ১৪২৮ ০১ রবিউল আউয়াল ১৪৪৩

মেরিনার ক্লাবে চার ভারতীয়

ক্রীড়া বার্তা পরিবেশক

তিন বছর পর ফের শুরু হয়েছে হকির মৌসুম। ক্লাব কাপ টুর্নামেন্টের খেলা চলছে। এরপরেই শুরু হবে বহুল কাক্সিক্ষত প্রিমিয়ার লীগ। সবার আগে সুখবর দিয়েছে শিরোপার জন্য দল গড়া অন্যতম দল ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। ভারতীয় জাতীয় দল ও রিও অলিম্পিকে খেলা চার ভারতীয় খেলোয়াড় ইতোমধ্যে ক্লাব এসে পৌঁছেছেন বলে জানা গেছে। এরা হলেনÑ হরিয়ানার মিডফিল্ডার সতেন্দর কুমার, পাঞ্জাবের ফরোয়ার্ড সুখজিৎ সিং, হরিয়ানার ফরোয়ার্ড অভিষেক এবং একই রাজ্যের আরেক ফরোয়ার্ড প্রদীপ মোর। সতেন্দর কুমার ও প্রদীপ ২০১৬ রিও অলিম্পিকে ভারতীয় জাতীয় দলের সদস্য ছিলেন। সুখজিৎ ২০১৮ সালে জাতীয় দলে খেলেছেন এবং ২৩ বছর বয়সী অভিষেক ২০১৮ সালে জাতীয় জুনিয়র দলের সদস্য।