নেইমারের ব্রাজিল জিতে শীর্ষে

ব্রাজিল বিশ^কাপ ফুটবলের ল্যাতিন আমেরিকান অঞ্চলের বাছাই পর্বে জয়ের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। তারা বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে ভেনিজুয়েলাকে ৩-১ গোলে পরাজিত করেছে। এর ফলে নয় ম্যাচ খেলে সবকটিতেই জয়ী হলো ব্রাজিল। তারা পয়েন্ট তালিকার শীর্ষেই আছে। ব্রাজিলের সংগ্রহ ২৭ পয়েন্ট। সমান ম্যাচ থেকে আর্জেন্টিনা ১৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। অস্বাভাবিক কিছু না ঘটলে আগামী বছর কাতারে অনুষ্ঠিতব্য বিশ^কাপে খেলা ব্রাজিলের নিশ্চিতই বলা চলে। উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। তারা কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ইকুয়েডরও ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে। এ অঞ্চল থেকে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানীয় চারটি দল সরাসরি বিশ^কাপে খেলবে। পঞ্চম স্থান দখলকারী দলটি অন্য মহাদেশের একটি দলের সঙ্গে প্লে অফ খেলার সুযোগ পাবে।

ব্রাজিল এ ম্যাচে শেষ পর্যন্ত জিতলেও খুব একটা ভালো খেলতে পারেনি। নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিল ৭১ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল তালিকার সবার নিচে থাকা ভেনিজুয়েলার বিপক্ষে। কারাকাসে অনুষ্ঠিত ম্যাচটিতে ৭১ মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। সমতাসূচক গোলটি করেন মার্কিনোস। গ্যাব্রিয়েল বারবোসা ৮৫ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় এবং বদলি খেলোয়াড় অ্যান্টনি ইনজুরি টাইমে তৃতীয় গোলটি করেন।

তুলনামূলকভাবে কম শক্তিশালী দল হিসেবে পরিচিত ভেনিজুয়েলার বিপক্ষে ব্রাজিলের কোচ বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কে সুযোগ দেন। মূলত ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি তাদের সুযোগ দিয়েছেন। কিন্তু প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন লেফটব্যাক গুইলহেরমে আরানা, মিডফিল্ডার ফ্যাবিনহো এবং গারসন। ভেনিজুয়েলা ১১ মিনিটে গোল করে এগিয়ে যায়। এরিক রেমিরেজের ক্রস ধরে গোল করেন ইয়েফারসন সোটেলডো। ব্রাজিলের দুই ডিফেন্ডার ফ্যাবিনহো এবং মার্কিনোস একই সময়ে পড়ে গেলের ভেনিজুয়েলা গোলটি করতে সমর্থ হয়। এক গোলে এগিয়ে গিয়ে ভেনিজুয়েলা নিজেদের দুর্গ বেশ সুরক্ষিত করে ফেলে। তারা বেশ দৃঢ়তার সঙ্গেই ব্রাজিলের আক্রমণগুলো রুখে দিলে বিরতি পর্যন্ত তারা লিড ধরে রাখতে সক্ষম হয়। তবে বিরতির পর ব্রাজিলের খেলার ধার বাড়ে। অনেক চেষ্টার পর ৭১ মিনিটে সমতা ফেরাতে সক্ষম হয় ব্রাজিল। রাফিনহার কর্নার কিক থেকে মার্কিনোস হেডে গোল করে সমতা ফেরান। ৮৫ মিনিটে বার্বোসা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল এবং সেটি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বার্বোসা। শেষ বাশি বাজার সামান্য আগে অ্যান্টনি গোল করলে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

ব্রাজিল পরের ম্যাচে খেলবে কলম্বিয়ার সঙ্গে। আর ভেনিজুয়েলা খেলবে ইকুয়েডরের সঙ্গে।

শনিবার, ০৯ অক্টোবর ২০২১ , ২৪ আশ্বিন ১৪২৮ ০১ রবিউল আউয়াল ১৪৪৩

নেইমারের ব্রাজিল জিতে শীর্ষে

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

ব্রাজিল বিশ^কাপ ফুটবলের ল্যাতিন আমেরিকান অঞ্চলের বাছাই পর্বে জয়ের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। তারা বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে ভেনিজুয়েলাকে ৩-১ গোলে পরাজিত করেছে। এর ফলে নয় ম্যাচ খেলে সবকটিতেই জয়ী হলো ব্রাজিল। তারা পয়েন্ট তালিকার শীর্ষেই আছে। ব্রাজিলের সংগ্রহ ২৭ পয়েন্ট। সমান ম্যাচ থেকে আর্জেন্টিনা ১৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। অস্বাভাবিক কিছু না ঘটলে আগামী বছর কাতারে অনুষ্ঠিতব্য বিশ^কাপে খেলা ব্রাজিলের নিশ্চিতই বলা চলে। উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। তারা কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ইকুয়েডরও ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে। এ অঞ্চল থেকে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানীয় চারটি দল সরাসরি বিশ^কাপে খেলবে। পঞ্চম স্থান দখলকারী দলটি অন্য মহাদেশের একটি দলের সঙ্গে প্লে অফ খেলার সুযোগ পাবে।

ব্রাজিল এ ম্যাচে শেষ পর্যন্ত জিতলেও খুব একটা ভালো খেলতে পারেনি। নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিল ৭১ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল তালিকার সবার নিচে থাকা ভেনিজুয়েলার বিপক্ষে। কারাকাসে অনুষ্ঠিত ম্যাচটিতে ৭১ মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। সমতাসূচক গোলটি করেন মার্কিনোস। গ্যাব্রিয়েল বারবোসা ৮৫ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় এবং বদলি খেলোয়াড় অ্যান্টনি ইনজুরি টাইমে তৃতীয় গোলটি করেন।

তুলনামূলকভাবে কম শক্তিশালী দল হিসেবে পরিচিত ভেনিজুয়েলার বিপক্ষে ব্রাজিলের কোচ বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কে সুযোগ দেন। মূলত ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি তাদের সুযোগ দিয়েছেন। কিন্তু প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন লেফটব্যাক গুইলহেরমে আরানা, মিডফিল্ডার ফ্যাবিনহো এবং গারসন। ভেনিজুয়েলা ১১ মিনিটে গোল করে এগিয়ে যায়। এরিক রেমিরেজের ক্রস ধরে গোল করেন ইয়েফারসন সোটেলডো। ব্রাজিলের দুই ডিফেন্ডার ফ্যাবিনহো এবং মার্কিনোস একই সময়ে পড়ে গেলের ভেনিজুয়েলা গোলটি করতে সমর্থ হয়। এক গোলে এগিয়ে গিয়ে ভেনিজুয়েলা নিজেদের দুর্গ বেশ সুরক্ষিত করে ফেলে। তারা বেশ দৃঢ়তার সঙ্গেই ব্রাজিলের আক্রমণগুলো রুখে দিলে বিরতি পর্যন্ত তারা লিড ধরে রাখতে সক্ষম হয়। তবে বিরতির পর ব্রাজিলের খেলার ধার বাড়ে। অনেক চেষ্টার পর ৭১ মিনিটে সমতা ফেরাতে সক্ষম হয় ব্রাজিল। রাফিনহার কর্নার কিক থেকে মার্কিনোস হেডে গোল করে সমতা ফেরান। ৮৫ মিনিটে বার্বোসা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল এবং সেটি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বার্বোসা। শেষ বাশি বাজার সামান্য আগে অ্যান্টনি গোল করলে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

ব্রাজিল পরের ম্যাচে খেলবে কলম্বিয়ার সঙ্গে। আর ভেনিজুয়েলা খেলবে ইকুয়েডরের সঙ্গে।