বৈষম্য বিলোপ আইন পাসের দাবি

দলিত জনগোষ্ঠীর জন্য গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে অবিলম্বে প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন’ পাসের দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেছে দলিত শ্রেণীর অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন।

গতকাল রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, দলিত মহিলা ফোরাম ও নাগরিক উদ্যোগের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

২০১৮ সালে ‘বৈষম্য বিলোপ আইন ২০১৮’ নামে একটি নতুন আইনের খসড়া চূড়ান্ত করে জাতীয় মানবাধিকার কমিশন। পরে মানবাধিকার কমিশন থেকে আইন মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এ খসড়াটি পাঠানো হয়। এর আগে ২০১৪ সালের ২৯ এপ্রিল ‘বৈষম্য বিলোপ আইন’ নামে আরও একটি খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল আইন কমিশন। এত বছর পরও পাস হয়নি সমাজের দলিত শ্রেণীর মানুষের অধিকার আদায়ের এ আইন।

সমাবেশে দলিত নারী ফোরামের সাধারণ সম্পাদক, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বিডিইআরএম) সভাপতি মনি রানী দাস বলেন, ‘আমাদের সন্তানরা কোন ভালো স্কুলে পড়ালেখা করতে পারে না। আমরা ভালো কোন হোটেলে রেস্টুরেন্ট-হোটেলে খেতে পারি না। আমরা আমাদের নায্য অধিকারগুলো পাই না। আমরা আমাদের সন্তানদের ভালো স্কুলে পড়াতে চাই, আমরা ভালো হোটেল- রেস্টুরেন্টে খেতে চাই, আমাদের মৌলিক অধিকার চাই, এর জন্য বৈষম্য বিলোপ আইন পাস করা হোক।’ লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, ‘জন্ম ও পেশাগত কারণে বৈষম্য ও বঞ্চনার শিকার প্রায় ৬৫ লাখ জনগোষ্ঠী রয়েছে যারা দলিত হিসেবে পরিচিত। বাংলাদেশে দলিত জনগোষ্ঠীর পেশা ও জন্ম পরিচয়ভিত্তিক প্রায় ৮০টি সম্প্রদায় রয়েছে, যারা সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার। এছাড়াও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের সামাজিক পরিচয় এবং অবস্থানগত কারণে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সমতলের আদিবাসী চা-শ্রমিক, তৃতীয় লিঙ্গ, বেদে, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী জনগোষ্ঠী, নৃ-তাত্ত্বিক ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী, যৌনকর্মী এবং ভিন্ন যৌন বৈচিত্রের মানুষ। তিনি আরও বলেন, ‘আইন কমিশনের রিপোর্টে মুচি, মেথর, সুইপার, জোলা, রবিদাস, ডোম, ডোমার, বাগদি, বেদে, বাওয়ালি, ঋষিসহ সামাজিক নিগ্রহ ও অস্পৃশ্যতার শিকার প্রায় ২৩ রকমের দলিত শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা হয়েছে। দলিত শ্রেণীর মানুষের বাইরেও যারা বঞ্চিত তাদের আইনের সুরক্ষার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। যেমনÑ হিজড়া, যৌনকর্মী, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, নৃতাত্ত্বিক ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়সহ দলিতরা অর্থনৈতিক পশ্চাদপদ তো বটেই শুধুমাত্র তাদের জাত-পাত-ধর্ম পরিচয়ের জন্য অনেকে এদের সঙ্গে একসঙ্গে খাবার খায় না, বসে না, চাকরি দেয় না, বাচ্চাদের স্কুলে ভর্তি পর্যন্ত নেয় না। এই অস্পৃশ্যতা ও জাতপাত ভেদাভেদ তাই শুধু আমাদের সামাজিক ন্যায়বিচার প্রাপ্তির প্রতিশ্রুতির ব্যত্যয় নয় বরং এ আমাদের মানবিক ধারণার উপর এক বড় আঘাত। সমাবেশে মাহবুব আক্তারের নির্দেশনায় দলিত শ্রেণীর বঞ্চনার চিত্র তুলে ধরে একটি নাটিকা পরিবেশন করা হয়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিডিইআরএম’র উপদেষ্টা ও নাগরিক উদ্যোগে জাকির হোসেন, বিডিইআরএম’র সাধারণ সম্পাদক উত্তম কুমার, সাংগঠনিক সম্পাদক ভীম্পাল্লী ডেভিড রাজু, মৌলবাজার শাখার সভাপতি পরিমল সিং বাড়াইক, নাগরিক উদ্যোগের উন্নয়ন কর্মী এবিএম আনিসুজ্জামান।

image

গতকাল শাহবাগে দলিত ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় আইন পাসের দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন -সংবাদ

আরও খবর
করোনা পরিস্থিতি উত্তরণে পরিবেশ ও জলবায়ু সহনশীল পুনরুদ্ধার পরিকল্পনা জরুরি স্পিকার
জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু
শিল্পী এসএম সুলতানের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ
বিপ্লব দেবের গড়ে তৃণমূলের শক্তি বৃদ্ধির কৌশল জিতবে ত্রিপুরা
মোংলায় পাথরবোঝাই কার্গোডুবি, ১০ নাবিক উদ্ধার
ভারত থেকে এসেছে ১০ লাখ ডোজ কোভিশিল্ড টিকা
পুলিশের বিরুদ্ধে চরিত্র হনন মামলার হুমকি কাদের মির্জার
আ’লীগ-জাপার ব্যাপক প্রস্তুতি, স্বতন্ত্র হিসেবে অংশ নেবে বিএনপি-জামায়াত
মশার বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান মেয়র আতিকের

রবিবার, ১০ অক্টোবর ২০২১ , ২৫ আশ্বিন ১৪২৮ ০২ রবিউল আউয়াল ১৪৪৩

বৈষম্য বিলোপ আইন পাসের দাবি

খালেদ মাহমুদ, প্রতিনিধি, ঢাবি

image

গতকাল শাহবাগে দলিত ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় আইন পাসের দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন -সংবাদ

দলিত জনগোষ্ঠীর জন্য গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে অবিলম্বে প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন’ পাসের দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেছে দলিত শ্রেণীর অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন।

গতকাল রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, দলিত মহিলা ফোরাম ও নাগরিক উদ্যোগের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

২০১৮ সালে ‘বৈষম্য বিলোপ আইন ২০১৮’ নামে একটি নতুন আইনের খসড়া চূড়ান্ত করে জাতীয় মানবাধিকার কমিশন। পরে মানবাধিকার কমিশন থেকে আইন মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এ খসড়াটি পাঠানো হয়। এর আগে ২০১৪ সালের ২৯ এপ্রিল ‘বৈষম্য বিলোপ আইন’ নামে আরও একটি খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল আইন কমিশন। এত বছর পরও পাস হয়নি সমাজের দলিত শ্রেণীর মানুষের অধিকার আদায়ের এ আইন।

সমাবেশে দলিত নারী ফোরামের সাধারণ সম্পাদক, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বিডিইআরএম) সভাপতি মনি রানী দাস বলেন, ‘আমাদের সন্তানরা কোন ভালো স্কুলে পড়ালেখা করতে পারে না। আমরা ভালো কোন হোটেলে রেস্টুরেন্ট-হোটেলে খেতে পারি না। আমরা আমাদের নায্য অধিকারগুলো পাই না। আমরা আমাদের সন্তানদের ভালো স্কুলে পড়াতে চাই, আমরা ভালো হোটেল- রেস্টুরেন্টে খেতে চাই, আমাদের মৌলিক অধিকার চাই, এর জন্য বৈষম্য বিলোপ আইন পাস করা হোক।’ লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, ‘জন্ম ও পেশাগত কারণে বৈষম্য ও বঞ্চনার শিকার প্রায় ৬৫ লাখ জনগোষ্ঠী রয়েছে যারা দলিত হিসেবে পরিচিত। বাংলাদেশে দলিত জনগোষ্ঠীর পেশা ও জন্ম পরিচয়ভিত্তিক প্রায় ৮০টি সম্প্রদায় রয়েছে, যারা সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার। এছাড়াও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের সামাজিক পরিচয় এবং অবস্থানগত কারণে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সমতলের আদিবাসী চা-শ্রমিক, তৃতীয় লিঙ্গ, বেদে, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী জনগোষ্ঠী, নৃ-তাত্ত্বিক ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী, যৌনকর্মী এবং ভিন্ন যৌন বৈচিত্রের মানুষ। তিনি আরও বলেন, ‘আইন কমিশনের রিপোর্টে মুচি, মেথর, সুইপার, জোলা, রবিদাস, ডোম, ডোমার, বাগদি, বেদে, বাওয়ালি, ঋষিসহ সামাজিক নিগ্রহ ও অস্পৃশ্যতার শিকার প্রায় ২৩ রকমের দলিত শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা হয়েছে। দলিত শ্রেণীর মানুষের বাইরেও যারা বঞ্চিত তাদের আইনের সুরক্ষার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। যেমনÑ হিজড়া, যৌনকর্মী, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, নৃতাত্ত্বিক ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়সহ দলিতরা অর্থনৈতিক পশ্চাদপদ তো বটেই শুধুমাত্র তাদের জাত-পাত-ধর্ম পরিচয়ের জন্য অনেকে এদের সঙ্গে একসঙ্গে খাবার খায় না, বসে না, চাকরি দেয় না, বাচ্চাদের স্কুলে ভর্তি পর্যন্ত নেয় না। এই অস্পৃশ্যতা ও জাতপাত ভেদাভেদ তাই শুধু আমাদের সামাজিক ন্যায়বিচার প্রাপ্তির প্রতিশ্রুতির ব্যত্যয় নয় বরং এ আমাদের মানবিক ধারণার উপর এক বড় আঘাত। সমাবেশে মাহবুব আক্তারের নির্দেশনায় দলিত শ্রেণীর বঞ্চনার চিত্র তুলে ধরে একটি নাটিকা পরিবেশন করা হয়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিডিইআরএম’র উপদেষ্টা ও নাগরিক উদ্যোগে জাকির হোসেন, বিডিইআরএম’র সাধারণ সম্পাদক উত্তম কুমার, সাংগঠনিক সম্পাদক ভীম্পাল্লী ডেভিড রাজু, মৌলবাজার শাখার সভাপতি পরিমল সিং বাড়াইক, নাগরিক উদ্যোগের উন্নয়ন কর্মী এবিএম আনিসুজ্জামান।