ডেঙ্গু : ২৪ ঘণ্টায় আরও ২২৪ জন হাসপাতালে ভতি

ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশার উপদ্রব বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ২২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৬৫ জন ও ঢাকার বাইরে ৫৯ জন। এ নিয়ে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ১৯ হাজার ৯১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ১৮ হাজার ৮শ ৭২ জন। মারা গেছেন মোট ৭৩ জন। এখনো হাসপাতালে ভর্তি আছে ৯৭৩ জন। এরমধ্যে আইসিইউতে আক্রান্ত রোগী আছে।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমাজের্ন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া এসব তথ্য জানিয়েছেন।

বিশেষজ্ঞরা বলেছেন, থেমে থেমে বৃষ্টির কারণে এখনো এডিস মশার প্রকোপ কমছে না। নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন ভবনের ছাদে জমে থাকা পনিতে এখনো এডিস মশার বংশ বিস্তার হচ্ছে। এখন শহর ছেড়ে গ্রামেও এডিস মশার উপদ্রব বাড়ছে। যার কারণে ঢাকার বাইরে অনেকেই ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। আবার চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে বলে জানা গেছে।

রবিবার, ১০ অক্টোবর ২০২১ , ২৫ আশ্বিন ১৪২৮ ০২ রবিউল আউয়াল ১৪৪৩

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় আরও ২২৪ জন হাসপাতালে ভতি

নিজস্ব বার্তা পরিবেশক

ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশার উপদ্রব বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ২২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৬৫ জন ও ঢাকার বাইরে ৫৯ জন। এ নিয়ে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ১৯ হাজার ৯১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ১৮ হাজার ৮শ ৭২ জন। মারা গেছেন মোট ৭৩ জন। এখনো হাসপাতালে ভর্তি আছে ৯৭৩ জন। এরমধ্যে আইসিইউতে আক্রান্ত রোগী আছে।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমাজের্ন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া এসব তথ্য জানিয়েছেন।

বিশেষজ্ঞরা বলেছেন, থেমে থেমে বৃষ্টির কারণে এখনো এডিস মশার প্রকোপ কমছে না। নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন ভবনের ছাদে জমে থাকা পনিতে এখনো এডিস মশার বংশ বিস্তার হচ্ছে। এখন শহর ছেড়ে গ্রামেও এডিস মশার উপদ্রব বাড়ছে। যার কারণে ঢাকার বাইরে অনেকেই ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। আবার চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে বলে জানা গেছে।