ইনজুরিতে রিয়াদ

আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলতে এখন ওমানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে গিয়ে শুক্রবার ওমান এ দলের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচও খেলেছে টিম বাংলাদেশ। সেই ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে টাইগাররা। তবে ইনজুরির শঙ্কায় মাহমুদুল্লাহ রিয়াদ! বোলিং অনুশীলন করার সময় পেয়েছেন চোট। এজন্য খেলেননি ওমান একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। খেলবেন না আয়ারল্যান্ডের বিপক্ষে পরের প্রস্তুতি ম্যাচও। চোটের কারণে দীর্ঘদিন বোলিংয়ে দেখা যায়নি মাহমুদুল্লাহ রিয়াদকে। তবে সেই চোট কাটিয়ে সেরে উঠছিলেন তিনি। সবশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিং করেছেন রিয়াদ। আবার সেই বোলিং করতে গিয়েই হাতে চোট পেলেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আয়ারল্যান্ডের বিপক্ষে পরের প্রস্তুতি ম্যাচও খেলবেন না রিয়াদ। সেক্ষেত্রে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ওপেনার লিটন কুমার দাস। প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ ক্যামিও ইনিংস খেলে মাঠ ছাড়ে লিটন। এই ওপেনারের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৫৩ রান।

রবিবার, ১০ অক্টোবর ২০২১ , ২৫ আশ্বিন ১৪২৮ ০২ রবিউল আউয়াল ১৪৪৩

ইনজুরিতে রিয়াদ

ক্রীড়া বার্তা পরিবেশক

image

আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলতে এখন ওমানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে গিয়ে শুক্রবার ওমান এ দলের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচও খেলেছে টিম বাংলাদেশ। সেই ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে টাইগাররা। তবে ইনজুরির শঙ্কায় মাহমুদুল্লাহ রিয়াদ! বোলিং অনুশীলন করার সময় পেয়েছেন চোট। এজন্য খেলেননি ওমান একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। খেলবেন না আয়ারল্যান্ডের বিপক্ষে পরের প্রস্তুতি ম্যাচও। চোটের কারণে দীর্ঘদিন বোলিংয়ে দেখা যায়নি মাহমুদুল্লাহ রিয়াদকে। তবে সেই চোট কাটিয়ে সেরে উঠছিলেন তিনি। সবশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিং করেছেন রিয়াদ। আবার সেই বোলিং করতে গিয়েই হাতে চোট পেলেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আয়ারল্যান্ডের বিপক্ষে পরের প্রস্তুতি ম্যাচও খেলবেন না রিয়াদ। সেক্ষেত্রে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ওপেনার লিটন কুমার দাস। প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ ক্যামিও ইনিংস খেলে মাঠ ছাড়ে লিটন। এই ওপেনারের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৫৩ রান।