নাটকীয় জয় আবাহনীর

ক্লাব কাপ হকির চিরপ্রতিদ্বন্দ্বীর লড়ায়ের দীর্ঘ ৫৯ মিনিট পর্যন্ত গোলবঞ্চিত ছিল ঐতিহ্যবাহী দুই দল মোহামেডান ও আবাহনী। কিন্তু শেষ মিনিটে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী-হলুদ শিবির। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ১-০ গোলে হারায় মোহামেডানকে। ম্যাচে উত্তেজনা ছিল দেখার মতো। তৃতীয় কোয়ার্টারে মাঠে নামার পর একটি পেনাল্টি কর্নার (পিসি) পায় মোহামেডান।

এ নিয়ে আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় মাতেন আবাহনীর খেলোয়াড়রা। ফলে খেলা বন্ধ থাকে ১৫ মিনিট। ম্যাচের শেষ দিকে এসে আবাহনীর খোরশেদের স্টিকে মুখে আঘাত পান সাদা-কালোদের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে টার্ফে। পরে অবশ্য মাঠ ছেড়ে যান জিমি। এই সুযোগে গোল করে দলকে জেতান পুষ্কর ক্ষিসা মিমো।

ডান প্রান্ত দিয়ে মাহবুব হোসেনের স্কয়ার পাসে দুর্দান্ত এক শটে গোল করেন মিমো (১-০)। গোলের পরেই খেলা শেষের ভেপু বেজে উঠে। এর আগে দিনের অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করে অ্যাজাক্স এসসি ও পুলিশ ক্লাব।

রবিবার, ১০ অক্টোবর ২০২১ , ২৫ আশ্বিন ১৪২৮ ০২ রবিউল আউয়াল ১৪৪৩

নাটকীয় জয় আবাহনীর

ক্রীড়া বার্তা পরিবেশক

image

ক্লাব কাপ হকির চিরপ্রতিদ্বন্দ্বীর লড়ায়ের দীর্ঘ ৫৯ মিনিট পর্যন্ত গোলবঞ্চিত ছিল ঐতিহ্যবাহী দুই দল মোহামেডান ও আবাহনী। কিন্তু শেষ মিনিটে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী-হলুদ শিবির। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ১-০ গোলে হারায় মোহামেডানকে। ম্যাচে উত্তেজনা ছিল দেখার মতো। তৃতীয় কোয়ার্টারে মাঠে নামার পর একটি পেনাল্টি কর্নার (পিসি) পায় মোহামেডান।

এ নিয়ে আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় মাতেন আবাহনীর খেলোয়াড়রা। ফলে খেলা বন্ধ থাকে ১৫ মিনিট। ম্যাচের শেষ দিকে এসে আবাহনীর খোরশেদের স্টিকে মুখে আঘাত পান সাদা-কালোদের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে টার্ফে। পরে অবশ্য মাঠ ছেড়ে যান জিমি। এই সুযোগে গোল করে দলকে জেতান পুষ্কর ক্ষিসা মিমো।

ডান প্রান্ত দিয়ে মাহবুব হোসেনের স্কয়ার পাসে দুর্দান্ত এক শটে গোল করেন মিমো (১-০)। গোলের পরেই খেলা শেষের ভেপু বেজে উঠে। এর আগে দিনের অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করে অ্যাজাক্স এসসি ও পুলিশ ক্লাব।