সড়ক দুর্ঘটনা রোধে কেরানীগঞ্জে গণতন্ত্রী পার্টির মানববন্ধন

গতকাল সকাল ১১টায় গণতন্ত্রী পার্টি কেরানীগঞ্জ থানা কমিটির উদ্যোগে চুনকুটিয়া চৌরাস্তায় সড়ক দুর্ঘটনা রোধে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য কে.জি মহিউদ্দিন বাদলের সভাপতিত্বে ও ঢাকা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম জামানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কবি অশোক ধর, ঢাকা মহানগর কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. এম. এ গনি, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর ও প্রচার সম্পাদক মিনহাজ সেলিম, কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য অ্যাড. আবদুল গফুর, শরিয়তপুর জেলা কমিটির সভাপতি ইদরিস আলী মোল্লা, ঢাকা মহানগর কমিটির সহসভাপতি মনজুরুল কবির মিল্লাত, কেরানীগঞ্জ থানা কমিটির সভাপতি ইমরান হোসেন, সহসভাপতি সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর নেতা মহাজান, হাসিনা বেগম, নাজমা বেগম ও জিতেন দাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে যোগাযোগ ও সড়ক ব্যবস্থায় ব্যাপক উন্নয়নের অংশ হিসেবে কেরানীগঞ্জ সড়কে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ফলশ্রুতিতে সড়কে দ্রুতগতি সম্পন্ন যান চলাচল বেড়েছে। একই সঙ্গে কেরানীগঞ্জে জনবসতিও বেড়েছে। কিন্তু সড়কে যান চলাচলে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও সাধারণ জনগণের রাস্তা পারাপারের কার্যক্রম ব্যবস্থাপনার অভাবে কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় সড়ক দুর্ঘটনা প্রবণতা বেড়েই চলেছে। ইতোমধ্যে সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা, বিধানসহ বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে ও অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। তাই কেরানীগঞ্জ চুনকুটিয়া চৌরাস্তায় সড়ক দুর্ঘটনা রোধে আন্ডারপাস, ফুট ওভারব্রীজ, স্পিড ব্রেকারসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার, স্থানীয় সংসদ ও মন্ত্রী মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

একই সঙ্গে বক্তারা এলপিজি গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ব্যবসায়ীসহ মজুতদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং টিসিবিকে অধিকতর কার্যকর করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান।

মানববন্ধন শেষে করোনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে গণতন্ত্রী পার্টি কর্তৃক সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ , ২৭ আশ্বিন ১৪২৮ ০৪ রবিউল আউয়াল ১৪৪৩

সড়ক দুর্ঘটনা রোধে কেরানীগঞ্জে গণতন্ত্রী পার্টির মানববন্ধন

নিজস্ব বার্তা পরিবেশক

image

সড়ক দুর্ঘটনা রোধে কেরানীগঞ্জে গণতন্ত্রী পার্টির মানববন্ধন -সংবাদ

গতকাল সকাল ১১টায় গণতন্ত্রী পার্টি কেরানীগঞ্জ থানা কমিটির উদ্যোগে চুনকুটিয়া চৌরাস্তায় সড়ক দুর্ঘটনা রোধে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য কে.জি মহিউদ্দিন বাদলের সভাপতিত্বে ও ঢাকা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম জামানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কবি অশোক ধর, ঢাকা মহানগর কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. এম. এ গনি, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর ও প্রচার সম্পাদক মিনহাজ সেলিম, কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য অ্যাড. আবদুল গফুর, শরিয়তপুর জেলা কমিটির সভাপতি ইদরিস আলী মোল্লা, ঢাকা মহানগর কমিটির সহসভাপতি মনজুরুল কবির মিল্লাত, কেরানীগঞ্জ থানা কমিটির সভাপতি ইমরান হোসেন, সহসভাপতি সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর নেতা মহাজান, হাসিনা বেগম, নাজমা বেগম ও জিতেন দাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে যোগাযোগ ও সড়ক ব্যবস্থায় ব্যাপক উন্নয়নের অংশ হিসেবে কেরানীগঞ্জ সড়কে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ফলশ্রুতিতে সড়কে দ্রুতগতি সম্পন্ন যান চলাচল বেড়েছে। একই সঙ্গে কেরানীগঞ্জে জনবসতিও বেড়েছে। কিন্তু সড়কে যান চলাচলে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও সাধারণ জনগণের রাস্তা পারাপারের কার্যক্রম ব্যবস্থাপনার অভাবে কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় সড়ক দুর্ঘটনা প্রবণতা বেড়েই চলেছে। ইতোমধ্যে সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা, বিধানসহ বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে ও অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। তাই কেরানীগঞ্জ চুনকুটিয়া চৌরাস্তায় সড়ক দুর্ঘটনা রোধে আন্ডারপাস, ফুট ওভারব্রীজ, স্পিড ব্রেকারসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার, স্থানীয় সংসদ ও মন্ত্রী মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

একই সঙ্গে বক্তারা এলপিজি গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ব্যবসায়ীসহ মজুতদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং টিসিবিকে অধিকতর কার্যকর করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান।

মানববন্ধন শেষে করোনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে গণতন্ত্রী পার্টি কর্তৃক সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।